হোম > প্রযুক্তি

ভেস্তে গেল ইসরায়েলি কোম্পানির সঙ্গে ইনটেলের ৫৪০ কোটি ডলারের চুক্তি

চীনের অনুমোদনের অপেক্ষায় থেকে থেকে চুক্তির মেয়াদ শেষ। ইসরায়েলের চিপনির্মাতা কোম্পানি টাওয়ার সেমিকন্ডাক্টর কিনে হওয়া হলো না ইনটেলের। এজন্য ৫৪০ কোটি ডলারের চুক্তি বাতিল করতে হয়েছে। দুই পক্ষের সমঝোতায় চুক্তি বাতিল হলেও ইনটেলকে ৩৫ কোটি ৩০ লাখ ডলার মাশুল দিতে হবে।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, যুক্তরাষ্ট্রে তালিকাভুক্ত ইসরায়েলি কোম্পানিকে একীভূত করার জন্য গত বছর চুক্তি করে ইনটেল। কিন্তু যথাসময়ে চীনের অনুমোদন না পাওয়ায় চুক্তির মেয়াদ শেষ হয়।

এদিকে ইনটেলের এই ঘোষণার পরে যুক্তরাষ্ট্রে বাজারে ইসরায়েলি কোম্পানিটির শেয়ারদর প্রায় ৯ শতাংশ কমে যায়। পরে ইসরায়েলের তেল আবিবের বাজারেও শেয়ারটির দরপতন হয়।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, চীনের আইনি অনুমোদন পাওয়ার আগেই তাদের চুক্তির মেয়াদ শেষ হয়ে গেল বলে ইনটেল চুক্তিটি বাদ দিচ্ছে। 

বাণিজ্য, মেধাস্বত্ব ও তাইওয়ান নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে ঘনীভূত উত্তেজনা করপোরেট চুক্তিকেও আক্রান্ত করেছে। প্রযুক্তি কোম্পানির ক্ষেত্রে এই ঘটনা বেশি ঘটছে। 

চীনের অনুমোদনের বিলম্বের কারণে গত বছর ডুপন্ট ডি নিমোরাস করপোরেশন ইলেকট্রনিক সামগ্রী প্রস্তুতকারক রজার করপোরেশন কেনার ৫২০ কোটি ডলারের চুক্তি বাতিল করে। 

ইনটেলের প্রধান নির্বাহী প্যাট গেলসিঙ্গার বলেন, টাওয়ার কোম্পানির সঙ্গে চুক্তির অনুমোদন পেতে গত মাসে তিনি চীন ভ্রমণ করে সরকারি কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতও করেছেন। 

কিন্তু তা না হওয়ায় টাওয়ার কোম্পানি নিয়ে বিনিয়োগকারীরা আশা ছেড়ে দিয়েছেন। গতকাল যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার নাসডাকে টাওয়ার কোম্পানির তালিকাভুক্ত শেয়ারের লেনদেন ৩৩ দশমিক ৭৮ ডলারে শেষ হয়। অথচ এই শেয়ারের চুক্তিমূল্য ধরা হয়েছিল ৫৩ ডলার।

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ

অস্ট্রেলিয়ায় ২ লাখ অ্যাকাউন্ট বন্ধ: ‘এটা কাজ করছে না ব্রো’— প্রধানমন্ত্রীকে কটাক্ষ জেন-জি’দের

সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ উধাও

ভারতে ১৭.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মাইক্রোসফট

ব্যবহৃত মোবাইল ফোন আমদানিতে বিটিআরসির ‘না’, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মোবাইল ব্যবসায়ীদের

৩০ মিনিটের বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার শিশুদের মনোযোগের ক্ষমতা কমায়, বলছে গবেষণা

ট্রাম্পের নতি স্বীকার, এনভিডিয়ার শক্তিশালী এআই চিপ চীনে বিক্রির অনুমতি