হোম > প্রযুক্তি

পুরোনো কম্পিউটারেও বিনামূল্যে উইন্ডোজ ১১ আপগ্রেড

পুরোনো কম্পিউটার (পিসি) ব্যবহারকারীদের অপেক্ষার অবসান হতে যাচ্ছে শিগগিরই। এবার উইন্ডোজ ১০ ব্যবহারকারীরা তাঁদের পিসি উইন্ডোজ ১১-এ আপগ্রেড করতে পারবেন। 

মাইক্রোসফটের চিফ প্রোডাক্ট অফিসার প্যানোস পানে একটি ব্লগ পোস্টে লিখেছেন, আজ, আমরা এ তথ্যটি শেয়ার করতে পেরে উচ্ছ্বসিত যে, উইন্ডোজ ১১-এ আপগ্রেড অফারটি ব্যবহারকারীদের প্রাপ্যতার চূড়ান্ত পর্যায়ে প্রবেশ করতে শুরু করেছে। ২০২২ সালের মাঝামাঝি আমাদের প্রাথমিক পরিকল্পনাকে অনেকখানি এগিয়ে রাখবে এটি। 

বিনা মূল্যে আপগ্রেড অফার দিয়ে উইন্ডোজ ১০ মেশিনের জন্য গত বছরের ৫ অক্টোবর থেকে উইন্ডোজ ১১ অবমুক্ত করেছে মাইক্রোসফট। তখন থেকে শুধু নতুন বা হালনাগাদ হার্ডওয়্যারের জন্যই এই অফারটি পাওয়া যাচ্ছে। এখন কোম্পানিটি ইঙ্গিত দিচ্ছে, পুরোনো পিসিগুলোও আপগ্রেড করার সুযোগ পাওয়া যাবে। তবে হার্ডওয়্যারের ন্যূনতম প্রয়োজনীয় স্পেসিফিকেশন পূরণ করতে হবে। 

পানাইয়ের মতে, অনেক উইন্ডোজ ১০ ব্যবহারকারী এরই মধ্যে বিনা মূল্যে আপগ্রেড পেয়েছেন। অক্টোবরে উইন্ডোজ ১১ অবমুক্ত হওয়ার পর থেকে, আমরা এর জন্য ব্যাপক চাহিদা দেখছি। মানুষ এটিকে পছন্দও করছে। 

মাইক্রোসফট সম্ভবত উইন্ডোজ ১০ এর তুলনায় ছোট ব্যবহারকারী বেজে উইন্ডোজ ১১ আপগ্রেড অপশন দিচ্ছে। যেখানে উইন্ডোজ ১০ সংস্করণটি ২০১৫ সালে প্রাথমিক অবমুক্তের কয়েক মাসের মধ্যে ১ কোটি ১০ লাখের বেশি ডিভাইসে ইনস্টল করা হয়েছিল। 

পুরোনো পিসিতে উইন্ডোজ ১১ আপগ্রেডের অপশন দেওয়া হলেও চার বা পাঁচ বছরের বেশি পুরোনোগুলোতে কিন্তু উইন্ডোজ ১১ আপগ্রেডের যোগ্য বলে গণ্য হবে না। অবশ্য এখনো ম্যানুয়ালি এটি ইনস্টল করা যাচ্ছে। এখানে হার্ডওয়্যার যাচাই বাইপাস করে এটি করা যায়। 

এদিকে পানাই আরও জানিয়েছেন, উইন্ডোজ ১১-এ অ্যান্ড্রয়েড অ্যাপ সমর্থনের একটি পাবলিক প্রিভিউ আগামী মাসে শুরু হতে চলেছে। বর্তমানে এই সুযোগটি বেটা সংস্করণে আছে এবং শুধু উইন্ডোজ ইনসাইডার ব্যবহারকারীদের জন্য সীমাবদ্ধ। 

পানাই জানান, আগামী ফেব্রুয়ারি মাসে কল মিউট এবং আনমিউটসহ টাস্কবারের কিছু উন্নতি, সহজে উইন্ডো শেয়ারিং এবং টাস্কবারে আবহাওয়া ফিচার আনার পাশাপাশি নতুন ডিজাইনের নোটপ্যাড এবং মিডিয়া প্লেয়ার আনার পরিকল্পনা করেছে উইন্ডোজ।

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ

অস্ট্রেলিয়ায় ২ লাখ অ্যাকাউন্ট বন্ধ: ‘এটা কাজ করছে না ব্রো’— প্রধানমন্ত্রীকে কটাক্ষ জেন-জি’দের

সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ উধাও

ভারতে ১৭.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মাইক্রোসফট

ব্যবহৃত মোবাইল ফোন আমদানিতে বিটিআরসির ‘না’, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মোবাইল ব্যবসায়ীদের

৩০ মিনিটের বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার শিশুদের মনোযোগের ক্ষমতা কমায়, বলছে গবেষণা

ট্রাম্পের নতি স্বীকার, এনভিডিয়ার শক্তিশালী এআই চিপ চীনে বিক্রির অনুমতি