রাশিয়ার আরটি ও স্পুতনিক আরটি নিউজের সঙ্গে সংযুক্ত মোবাইল অ্যাপসগুলোকে ইউরোপের গুগল প্লে স্টোরে নিষিদ্ধ করা হয়েছে। মঙ্গলবার অ্যালফাবেট ইনকর্পোরেটেডের এ প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা বয়েছে, রাশিয়া–ইউক্রেন সংঘাতে কয়েকটি প্রযুক্তি সংস্থা রাশিয়ান নিউজ আউটলেটগুলোর ওপর যুদ্ধ সম্পর্কে ভুল তথ্য বেশ ছড়ানোর দায় এনেছে ইউরোপীয় কমিশন। এ কারণেই রাশিয়ান নিউজ আউটলেটগুলোর ওপর নিষেধাজ্ঞা জারি করেছে বেশ কয়েকটি প্রযুক্তি সংস্থা।
আরটি নিউজের ডেপুটি এডিটর-ইন-চিফ আনা বেলকিনা মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছেন, প্রযুক্তি সংস্থাগুলো সম্পূর্ণ মিথ্যা অভিযোগে আরটি নিউজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এই অভিযোগের সুস্পষ্ট কোন তথ্য প্রমাণ নেই বলেও দাবি করেছেন তিনি।
যদিও স্পুতনিক এ বিষয়ে কোন মন্তব্যে করেনি।
অন্য দিকে মঙ্গলবার অ্যাপল ইনকর্পোরেটেড বলেছে, রাশিয়ার বাইরের কোন দেশে আরটি এবং স্পুতনিক নিউজ অ্যাপ তাদের প্লে স্টোর থেকে ডাউনলোড করা যাবে না।