হোম > প্রযুক্তি

যত্নে রাখি বাড়ির এসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গরম ও ঘামে অতিষ্ঠ মানুষ চায় একটু শীতল ছোঁয়া। অর্থাৎ প্রয়োজন শীতাতপনিয়ন্ত্রিত পরিবেশ। শীতাতপনিয়ন্ত্রিত পরিবেশ মানেই এসি, এয়ারকুলার ইত্যাদির ব্যবহার। শুধু ব্যবহার করলেই তো আর হয় না। সেগুলোর চাই সঠিক রক্ষণাবেক্ষণ।

এয়ারকন্ডিশনারের যত্ন-আত্তির বিষয়ে পরামর্শ দিয়েছেন ফেয়ার সলিউশন লিমিটেডের (স্যামসাং কনজ্যুমার ইলেকট্রনিকস) সহকারী ব্যবস্থাপক এস এম সাইফ রায়হান। তিনি বলেন, বাড়িতে সাধারণত দুই রকমের এয়ারকন্ডিশনার মেশিন ব্যবহার করা হয়। স্পিল্ট এবং উইন্ডো এসি। ইদানীং বড় হলঘরের জন্য অনেকেই টাওয়ার এসিও ব্যবহার করছেন। স্পিল্ট এসি ঘরের সিলিংয়ের কাছাকাছি লাগানো হয় বলে পরিষ্কার করতে অসুবিধা হয়। তবে ভাঁজ করা সিঁড়ি থাকলে মেশিন পরিষ্কার করতে অসুবিধা হওয়ার কথা নয়। তিনি জানান, সাধারণ কিছু বিষয় খেয়াল রাখলে এসির বড় ধরনের ক্ষতি হয় না।

যা করতে হবে

  • বাসার ইলেকট্রিক লাইন নিয়মিত চেক করতে হবে। অনেক ডিভাইস একটি সার্কিট ব্রেকারে সংযুক্ত থাকলে অনেক সময় এসি কাজ করে না। তাই এসির জন্য আলাদা সার্কিট ব্রেকার ব্যবহার করা ভালো।
  • এসি ইউনিট ঘরের ঠান্ডা জায়গায় লাগানো উচিত। তাহলে এর কর্মদক্ষতা বৃদ্ধি পাবে।
  • এসি মেশিনের বাইরে ও ভেতরে ধুলো-ময়লা জমলে সহজে বাতাস ঠান্ডা হয় না। তাই আসবাব মোছার মতো নিয়ম করে মেশিন পরিষ্কার রাখুন।
  • এসির সুইচ ঠিক কাজ করছে কি না, চেক করুন।
  • ঘরের জানালা-দরজা ভালো করে বন্ধ না রাখলে মেশিনে বাড়তি চাপ পড়ে এবং ঘর ঠান্ডা হতে দেরি হয়। তাই এসি চলাকালীন পারতপক্ষে দরজা না খোলাই ভালো।
  • এসি মেশিনের এয়ার ফিল্টার নিয়মিত পরিষ্কার রাখা দরকার। মেশিনের ঢাকনা খুলে নিয়ে ফিল্টার বের করে নিন। শুকনো ধুলো ঝেড়ে নিয়ে সাবান-পানিতে ডুবিয়ে ভালো করে ধুয়ে, ভালোমতো শুকিয়ে নিয়ে তবেই ফিল্টারটি লাগাতে হবে।
  • এসি মেশিনের আউটডোর ইউনিট যদি নাগালের মধ্যে থাকে তাহলে কুলিং ফ্যান নিয়মিত পরিষ্কার রাখুন।
  • ভেতরে বরফ জমলে এসি কাজ করবে না। এ জন্য এসির ফিল্টার চেক করুন। যদি ফিল্টার পরিষ্কার থাকে তাহলে বুঝতে হবে এসিতে গ্যাস কম আছে। সে ক্ষেত্রে সার্ভিস সেন্টারে যোগাযোগ করতে হবে।
  • এসির ফ্যানের ব্লেড নিয়মিত পরিষ্কার করুন। নইলে ধুলোবালি জমে ফ্যান থেকে শব্দ আসবে।
  • ভেতরের গরম বাতাস বাইরে বের করে দেওয়া কনডেনসারের কাজ। এই অংশটিতে যদি ময়লা জমে তাহলে গরম বাতাস বের হবে না এবং ঘর ঠিকমতো ঠান্ডা হবে না। তাই ব্রাশ দিয়ে আলতোভাবে এসির এই অংশটি নিয়মিত পরিষ্কার করতে হবে।

এসিতে কোনো লিক রয়েছে কি না, সেটা খেয়াল করুন। লিকের কারণে অনেক সময় এসি কার্যকরী থাকে না, ফলে ঘরও ঠান্ডা হয় না।

বিবিএসের জরিপ: ইন্টারনেটের আওতার বাইরে দেশের ৪৪% পরিবার

ডিজিটাল রূপান্তর মানে শুধু অ্যাপ নয়, রাষ্ট্রের ভিত্তি পুনর্গঠনের প্রক্রিয়া: ফয়েজ আহমদ তৈয়্যব

৭০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারির সাশ্রয়ী ফোন আনল রিয়েলমি

এআইকে ব্যক্তিগত অর্থ উপদেষ্টা বানালেন ২৭ বছরের এই সিইও

চর্চা ‘লার্নিং থ্রো প্র্যাকটিস’ধারণাকে প্রাধান্য দেয়

মিরর ব্যাকটেরিয়া কি আধুনিক পৃথিবীর নতুন মারণাস্ত্র

অনলাইনে কেনাকাটার নিরাপদ উপায়

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের