হোম > প্রযুক্তি

ইউক্রেনে শত শত সাইবার হামলা চালিয়েছে রাশিয়া: মাইক্রোসফট

ইউক্রেনে হামলা শুরুর পর থেকে দেশটিতে শত শত সাইবার হামলা চালিয়েছে রুশ সরকারসংশ্লিষ্ট হ্যাকাররা। মার্কিন প্রযুক্তি কোম্পানি মাইক্রোসফটের পক্ষ থেকে গতকাল বুধবার এমনটি জানানো হয়েছে। 

মাইক্রোসফট জানায়, ‘হাইব্রিড’ যুদ্ধের কৌশলে রাশিয়া প্রায়শই যুদ্ধক্ষেত্রে সামরিক হামলার সঙ্গে সাইবার আক্রমণ করে। 

বার্তা সংস্থ এএফপি বলছে,  ইউক্রেনীয় সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ এবং প্রাইভেট কোম্পানিগুলোর সঙ্গে এই ধরনের সাইবার হামলা মোকাবিলায় কাজ করছে মাইক্রোসফট। 

এক বিবৃতিতে মাইক্রোসফটের পক্ষ থেকে বলা হয়, হামলার ঠিক আগে থেকে আমরা কমপক্ষে ছয়টি পৃথক রুশ বন্ধুরাষ্ট্র থেকে হ্যাকারদের ইউক্রেনের বিরুদ্ধে ২৩৭টিরও বেশি সাইবার হামলা চালাতে দেখেছি। 

 মাইক্রোসফট বলেছে, এই সাইবার-যুদ্ধের মধ্যে রয়েছে ধ্বংসাত্মক হামলা, যা চলমান এবং বেসামরিক জনগণের কল্যাণের জন্য হুমকিস্বরূপ। 

মাইক্রোসফট জানায়, ইউক্রেনে হামলার প্রথম সপ্তাহে রুশ হ্যাকাররা একটি প্রধান ইউক্রেনীয় মিডিয়ায় সাইবার হামলা চালায়। ওই দিন রুশ সামরিক বাহিনী ইউক্রেনের ‘বিভ্রান্তিমূলক’ লক্ষ্যবস্তুগুলো ধ্বংস করার ইচ্ছা প্রকাশ করে এবং কিয়েভের একটি টিভি টাওয়ারে ক্ষেপণাস্ত্র হামলার নির্দেশ দেয়। 

 মার্কিন প্রযুক্তি কোম্পানির দাবি, এ ধরনের সমন্বিত আক্রমণের লক্ষ্য ছিল ইউক্রেনীয় সরকার ও সামরিক কার্যাবলি ব্যাহত করা। পাশাপাশি জনগণের আস্থা নষ্ট করা।

মাইক্রোসফট বলেছে,  এটি শত শত সিস্টেমকে উদ্দেশ্য করে চালানো ৪০টি ধ্বংসাত্মক সাইবার আক্রমণ ট্র্যাক করেছে, যার এক-তৃতীয়াংশ সরাসরি ইউক্রেনীয় সরকারি সংস্থাগুলোকে উদ্দেশ্য করে চালানো হয়। এর মধ্যে কয়েকটি ছিল ‘ওয়াইপার অ্যাটাক’, যা হ্যাক হওয়া কম্পিউটার সিস্টেমের গুরুত্বপূর্ণ ডেটা মুছে ফেলে।  হ্যাকাররা ইউক্রেনীয় সিস্টেমগুলোতে অ্যাকসেস পাওয়ার জন্য বিভিন্ন কৌশল ব্যবহার করে। ২০২১ সালের মার্চ থেকেই রুশ সংশ্লিষ্ট সাইবার হামলাকারীরা তাদের ক্যাম্পেইন শুরু করে। 

প্রযুক্তির দখল কার হাতে

গুগলের নতুন এআই টুল

বৈদ্যুতিক জাহাজ নির্মাণশিল্পে চীনের আধিপত্য

পাসওয়ার্ডের নিরাপত্তা কতটুক: জেনে নিন বিশ্বে সর্বাধিক ব্যবহৃত পাসওয়ার্ড

ভুয়া ওয়েবসাইট চেনার উপায়

আগুনের ঝুঁকিমুক্ত ব্যাটারি বানালেন বিজ্ঞানীরা

উসকানিমূলক কনটেন্ট বন্ধে কঠোর অবস্থানে সরকার

উসকানিমূলক কনটেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মেটাকে বিটিআরসির চিঠি

বিবিএসের জরিপ: ইন্টারনেটের আওতার বাইরে দেশের ৪৪% পরিবার

ডিজিটাল রূপান্তর মানে শুধু অ্যাপ নয়, রাষ্ট্রের ভিত্তি পুনর্গঠনের প্রক্রিয়া: ফয়েজ আহমদ তৈয়্যব