হোম > জীবনধারা > নো হাউ

ইনস্টাগ্রামে অনলাইন থাকলেও নিজেকে অফলাইন দেখাবেন যেভাবে

আজকের পত্রিকা ডেস্ক­

ইনস্টাগ্রামে রয়েছে এমন একটি ফিচার, যার মাধ্যমে আপনি অ্যাপে অনলাইনে থাকলেও অন্যদের কাছে অফলাইন হিসেবে নিজেকে দেখাতে পারবেন। ছবি: সংগৃহীত

সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় আমরা প্রতিনিয়ত সংযুক্ত, সব সময় একে অপরের নাগালে। ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা অনেক সময় খেয়াল করেন, কেউ কখন অ্যাকটিভ বা অনলাইনে আছেন। আর সেই অনলাইন স্ট্যাটাস দেখা যায় ইনবক্সের পাশেই। এটি বন্ধুদের সঙ্গে সহজে যোগাযোগে সাহায্য করলেও অনেক সময় ব্যক্তিগত সময় কাটানোর জন্য, কোনো কিছুতে মনোযোগ দিতে বা অপ্রত্যাশিত বার্তা এড়িয়ে চলতে ব্যবহারকারীদের নিজেদের উপস্থিতি লুকিয়ে রাখার প্রয়োজন হয়।

এই চাহিদাকে মাথায় রেখেই ইনস্টাগ্রামে রয়েছে এমন একটি ফিচার, যার মাধ্যমে আপনি অ্যাপে অনলাইনে থাকলেও অন্যদের কাছে অফলাইন হিসেবে নিজেকে দেখাতে পারবেন। ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখতে এই সেটিংস বেশ কার্যকরী।

স্মার্টফোন থেকে

১. প্রথমেই স্মার্টফোনে ইনস্টাগ্রাম অ্যাপ খুলুন।

২. এরপর ডান দিকের নিচের দিকে থাকা প্রোফাইল ছবিতে ট্যাপ করুন।

৩. পরের পেজে ওপরের ডান দিকে থাকা তিনটি অনুভূমিক লাইনে ট্যাপ করুন। এর ফলে একটি মেনু চালু হবে।

৪. মেনুতে নিচের দিকে স্ক্রল করে ‘মেসেজেস অ্যান্ড স্টোরি রিপ্লাইস’ অপশনটি খুঁজে বের করুন এবং এতে ট্যাপ করুন।

৫. এখন ‘হু ক্যান সি দ্যট ইউআর অফলাইন’ সেকশনে নিচের দিকে থাকা ‘শো অ্যাকটিভিটি স্ট্যাটাস’ অপশনে ট্যাপ করুন। এর ফলে একটি পেজ দেখা যাবে।

৬. এবার ‘অ্যাকটিভিটি স্ট্যাটাস’ অপশনের পাশে থাকা টগল বাটনে ট্যাপ করে তা বন্ধ করে দিন। এর ফলে বাটনটি কালো থেকে হালকা ধূসর হয়ে যাবে।

এই বাটনটি বন্ধ হলেই অনলাইনে থাকলেও আপনাকে আর দেখা যাবে না।

কম্পিউটার থেকে

১. কম্পিউটারের ব্রাউজার থেকে ইনস্টাগ্রামের ওয়েবসাইটে প্রবেশ করুন।

২. এরপর নিজের অ্যাকাউন্টে লগইন করুন।

৩. এবার বাঁ পাশের প্যানেলের নিচের দিকে থাকা ‘মোর’ বাটনে ট্যাপ করুন।

৪. এরপর মেনুর ‘সেটিংস’ বাটনে ট্যাপ করুন।

৫. এবার বাঁ পাশের প্যানেলে থেকে ‘মেসেজেস অ্যান্ড স্টোরি রিপ্লাইস’ অপশনটি খুঁজে বের করুন।

৬. এখন ডান দিকে থাকা ‘শো অ্যাকটিভিটি স্ট্যাটাস’ বাটনে ট্যাপ করুন।

৭. পরের পেজে ‘শো অ্যাকটিভিটি স্ট্যাটাস’ বাটনের পাশে থাকা টগল বাটনে ট্যাপ করে তা বন্ধ করে দিন। এর ফলে বাটনটি কালো থেকে হালকা ধূসর হয়ে যাবে।

এআইকে ব্যক্তিগত অর্থ উপদেষ্টা বানালেন ২৭ বছরের এই সিইও

চর্চা ‘লার্নিং থ্রো প্র্যাকটিস’ধারণাকে প্রাধান্য দেয়

মিরর ব্যাকটেরিয়া কি আধুনিক পৃথিবীর নতুন মারণাস্ত্র

অনলাইনে কেনাকাটার নিরাপদ উপায়

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ

অস্ট্রেলিয়ায় ২ লাখ অ্যাকাউন্ট বন্ধ: ‘এটা কাজ করছে না ব্রো’— প্রধানমন্ত্রীকে কটাক্ষ জেন-জি’দের

সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ উধাও