হোম > প্রযুক্তি

লিখিত বর্ণনা দেখে ছবি এঁকে দেবে রোবট 

প্রযুক্তি ডেস্ক

প্রাকৃতিক দৃশ্য বা যেকোনো বস্তু এমনকি চেহারার বর্ণনা লিখে দিলে সে অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে ছবি আঁকবে রোবট। রোবটটির নাম ‘দ্য ফ্রিডা’। ফ্রিডা বা এফআরআইডিএ পুর্ণরুপ হল ফ্রেমওয়ার্ক অ্যান্ড রোবোটিকস ইনিশিয়েটিভ ফর ডেভেলপিং আর্ট। যুক্তরাষ্ট্রের কার্নেগি মেলন বিশ্ববিদ্যালয়ের রোবোটিকস ইনস্টিটিউটের শিক্ষার্থীরা এই রোবট তৈরি করেছেন।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সি-নেটের প্রতিবেদন অনুযায়ী, দ্য ফ্রিডার নির্মাতারা জানিয়েছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি থাকায় সহজেই যেকোনো দৃশ্যের ছবি আঁকতে পারে রোবটটি। তবে ‘ডাল-ই-২’ কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির মতো কোনো ডিজিটাল পর্দায় নয়, চিত্রশিল্পীদের মতো ক্যানভাসে ছবি আঁকতে পারে ‘দ্য ফ্রিডা। ছবির বিষয়বস্তু বুঝে রঙের মিশ্রণও তৈরি করতে সক্ষম এই রোবট।

তবে নিজ থেকে কোনো ছবি আঁকতে সক্ষম নয় রোবটটি। এ কারণে এঁকে শিল্পী বলতে চান না কার্নেগি মেলন বিশ্ববিদ্যালয়ের রোবোটিকস ইনস্টিটিউটের শিক্ষক জঁ ওহ। তিনি বলেন, ‘ফ্রিডা মূলত একটি রোবট বাহু। যাকে কোনো নির্দেশনা দিলে সে অনুযায়ী ছবি আঁকতে পারে।’ ফ্রিডাকে শিল্পীরা নিজেদের সৃজনশীলতা বাড়ানোর কাজে ব্যবহার করবে বলে আশা করছেন এই শিক্ষক।

সিএমইউর স্কুল অব কম্পিউটার সায়েন্সের ছাত্র এবং রোবটের নির্মাতা দলের সদস্য পিটার শ্যাল্ডেনব্র্যান্ড বলেন, ‘রোবটটি তার ব্যর্থতাগুলো ধরতে পারবে এবং সে অনুযায়ী  নিজের লক্ষ্য পরিবর্তন করতে পারবে।’

প্রযুক্তির দখল কার হাতে

গুগলের নতুন এআই টুল

বৈদ্যুতিক জাহাজ নির্মাণশিল্পে চীনের আধিপত্য

পাসওয়ার্ডের নিরাপত্তা কতটুক: জেনে নিন বিশ্বে সর্বাধিক ব্যবহৃত পাসওয়ার্ড

ভুয়া ওয়েবসাইট চেনার উপায়

আগুনের ঝুঁকিমুক্ত ব্যাটারি বানালেন বিজ্ঞানীরা

উসকানিমূলক কনটেন্ট বন্ধে কঠোর অবস্থানে সরকার

উসকানিমূলক কনটেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মেটাকে বিটিআরসির চিঠি

বিবিএসের জরিপ: ইন্টারনেটের আওতার বাইরে দেশের ৪৪% পরিবার

ডিজিটাল রূপান্তর মানে শুধু অ্যাপ নয়, রাষ্ট্রের ভিত্তি পুনর্গঠনের প্রক্রিয়া: ফয়েজ আহমদ তৈয়্যব