হোম > প্রযুক্তি

গুগলকে পাল্লা দিতে এআই যুক্ত অপারেটিং সিস্টেম আনছে মাইক্রোসফট 

প্রযুক্তি ডেস্ক

মাইক্রোসফট উইন্ডোজ অপারেটিং সিস্টেমের একটি নতুন সংস্করণ নিয়ে কাজ করছে বলে শোনা যাচ্ছে। তবে তা উইন্ডোজ ১২ নয়। বলা হচ্ছে, ‘কোরপিসি’ এর কথা। উইন্ডোজের নতুন এই এআই নির্ভর সংস্করণ মূলত গুগলের ক্রোম ওএস কে পাল্লা দেওয়ার জন্য ডিজাইন করা হচ্ছে। ‘কোরপিসি’ মূলত কোডনেম। বাজারে আসার সময় এর নাম অন্য কিছুও দেওয়া হতে পারে।

উইন্ডোজ সেন্ট্রালের প্রতিবেদন অনুযায়ী, উইন্ডোজের এমন একটি সংস্করণ তৈরি করা হচ্ছে যা যে কোনো ধরনের হার্ডওয়্যারের জন্য প্রয়োজনমতো কাস্টমাইজ করা যাবে। উইন্ডোজের এই নতুন সংস্করণটি আগের তুলনায় হার্ডওয়্যারের ওপর কম নির্ভরশীল হবে। 

ধারণা করা হচ্ছে, কোরপিসি’র অন্যতম বৈশিষ্ট্য হবে এআই। মাইক্রোসফট যেভাবে নিজস্ব সার্চ ইঞ্জিন থেকে শুরু করে অফিস ৩৬৫ এও চ্যাটজিপিটির প্রযুক্তি যুক্ত করেছে, সেহেতু উইন্ডোজের নতুন সংস্করণে এআইয়ের প্রভাব থাকবে তা বলাই যায়।

যদিও এখনো পর্যন্ত কোরপিসি’র ধারণাকে গুজব বলেই ধরা হলেও এই ধারণার পক্ষে ভিত্তি রয়েছে। কারণ, উইন্ডোজের একটি হালকা সংস্করণ  নিয়ে কাজ করা মাইক্রোসফটের জন্য এটাই প্রথম নয়। উদাহরণস্বরূপ, ‘উইন্ডোজ ১০ এক্স’ এর কথা ধরা যেতে পারে। এটি উইন্ডোজের একটি বেসিক সংস্করণ হওয়ার কথা। তবে পরবর্তীতে মাইক্রোসফটের এই প্রকল্প আর আলোর মুখ দেখেনি। একই পরিণতি হয়েছিল ‘উইন্ডোজ লাইট’ এর ক্ষেত্রেও। 

অল্প কনফিগারেশনের ল্যাপটপে গুগলের ক্রোম অপারেটিং সিস্টেম বেশ জনপ্রিয়। বর্তমানে কম দামে ভালো ও জনপ্রিয় ল্যাপটপগুলোর মধ্যে কয়েকটি ক্রোমবুক রয়েছে। তবে যারা উইন্ডোজের ইন্টারফেসে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন, তাদের জন্য ‘কোরপিসি’ একটা সমাধান হতে পারে। অল্প কনফিগারেশনে কোরপিসি’র ল্যাপটপও স্বাচ্ছন্দ্যে চালানো সম্ভব হবে।

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ

অস্ট্রেলিয়ায় ২ লাখ অ্যাকাউন্ট বন্ধ: ‘এটা কাজ করছে না ব্রো’— প্রধানমন্ত্রীকে কটাক্ষ জেন-জি’দের

সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ উধাও

ভারতে ১৭.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মাইক্রোসফট

ব্যবহৃত মোবাইল ফোন আমদানিতে বিটিআরসির ‘না’, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মোবাইল ব্যবসায়ীদের

৩০ মিনিটের বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার শিশুদের মনোযোগের ক্ষমতা কমায়, বলছে গবেষণা

ট্রাম্পের নতি স্বীকার, এনভিডিয়ার শক্তিশালী এআই চিপ চীনে বিক্রির অনুমতি