হোম > জীবনধারা > নো হাউ

ফেসবুক পেজে একাধিক অ্যাডমিন যুক্ত করবেন যেভাবে

আজকের পত্রিকা ডেস্ক­

ফেসবুক পেজে নির্ভরযোগ্য ব্যক্তিকে যুক্ত করে বিভিন্ন দায়িত্ব ভাগ করে নেওয়া যেতে পারে। ছবি: লিংকডইন

বর্তমান ডিজিটাল যুগে ফেসবুক পেজ হয়ে উঠেছে ব্যবসা, ব্র্যান্ডিং ও ব্যক্তিগত পরিচিতি গঠনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। ফেসবুক পেজ পরিচালনা শুধু পোস্ট দেওয়া বা ছবি আপলোড করার মধ্যে সীমাবদ্ধ নয়, নিয়মিত আপডেট, গ্রাহকদের প্রশ্নের উত্তর দেওয়া, ইনবক্স পরিচালনা, বিজ্ঞাপন চালানো, ইনসাইট বিশ্লেষণ ও কমিউনিটি গঠনের মতো নানা গুরুত্বপূর্ণ কাজ এর অন্তর্ভুক্ত। এসব কাজ একা একজনের পক্ষে সামলানো যেমন কঠিন, তেমনি অপ্রয়োজনীয় চাপের কারণও হতে পারে। তাই ফেসবুক পেজ সফলভাবে পরিচালনার জন্য একক ব্যক্তি নয়, প্রয়োজন হয় অতিরিক্ত অ্যাডমিন বা ম্যানেজার যুক্ত করার।

ফেসবুক পেজে নির্ভরযোগ্য ব্যক্তিকে যুক্ত করে বিভিন্ন দায়িত্ব ভাগ করে নেওয়া যেতে পারে। যেমন কনটেন্ট পোস্ট করা, কমেন্ট মডারেট করা, বিজ্ঞাপন পরিচালনা, এমনকি ইনসাইট রিপোর্ট দেখা ইত্যাদি।

তবে এই দায়িত্ব দেওয়ার আগে জানা জরুরি, কীভাবে নিরাপদ ও সঠিকভাবে একজন ফেসবুক ব্যবহারকারীকে পেজের অ্যাডমিন হিসেবে যুক্ত করতে হয়।

ফেসবুক পেজে অ্যাডমিন যুক্ত করবেন যেভাবে

১. প্রথমে স্মার্টফোন থেকে ফেসবুকে প্রবেশ করুন।

২. এবার অ্যান্ড্রয়েডে ডান পাশের ওপরের দিকে থাকা প্রোফাইল ছবির ওপর ট্যাপ করুন। এই অপশন আইফোনে নিচের দিকে থাকবে।

৩. এখন ‘পেজেস’ অপশনটি খুঁজে বের করুন ও এতে ট্যাপ করুন।

৪. পেজেস ইউ ম্যানেজ সেকশনের নিচে আপনার তৈরি সবগুলো পেজ একত্রে দেখতে পারবেন। এখন যে পেজে অ্যাকশন বাটন যুক্ত করতে চান, তার ওপর ট্যাপ করুন।

৫. এবার সুইচ বাটনে ট্যাপ করুন। ফলে সেই পেজ আপনার প্রোফাইল হিসেবে চালু হবে।

৬. এই পেজ থেকে আবার ডান পাশের ওপরের দিকে থাকা প্রোফাইল ছবির ওপর ট্যাপ করুন। এই অপশন আইফোনে নিচের দিকে থাকবে।

৭. এবার ডান পাশের ওপরের দিকে থাকা গিয়ার বা সেটিংস আইকনে ট্যাপ করুন।

৮. এখন সার্চবক্সে ‘পেজ অ্যাকসেস’ টাইপ করুন।

৯. এরপর ‘পিপল উইথ ফেসবুক অ্যাকসেস’ অপশনের পাশে ‘অ্যাড নিউ’ বাটনের ওপর ট্যাপ করুন।

১০. এখন ‘নেক্সট’ বাটনে ট্যাপ করুন।

১১. যাকে অ্যাডমিন হিসেবে যুক্ত করতে চান, তাঁর নাম ওপরের সার্চ বারে টাইপ করুন।

১২. সার্চ ফলাফল থেকে কাঙ্ক্ষিত ব্যক্তির নামের ওপর ট্যাপ করুন।

১৩. এবার ‘গিভ অ্যাকসেস’ অপশনে টাইপ করুন।

১৪. পরের পেজে নিজের পাসওয়ার্ডটি দিন।

১৫. এখন ‘কনফার্ম’ বাটনে ট্যাপ করুন।

এভাবে ফেসবুক পেজে একাধিক অ্যাডমিন যুক্ত করা যাবে।

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ

অস্ট্রেলিয়ায় ২ লাখ অ্যাকাউন্ট বন্ধ: ‘এটা কাজ করছে না ব্রো’— প্রধানমন্ত্রীকে কটাক্ষ জেন-জি’দের

সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ উধাও

ভারতে ১৭.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মাইক্রোসফট

ব্যবহৃত মোবাইল ফোন আমদানিতে বিটিআরসির ‘না’, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মোবাইল ব্যবসায়ীদের

৩০ মিনিটের বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার শিশুদের মনোযোগের ক্ষমতা কমায়, বলছে গবেষণা

ট্রাম্পের নতি স্বীকার, এনভিডিয়ার শক্তিশালী এআই চিপ চীনে বিক্রির অনুমতি