হোম > প্রযুক্তি

ওয়েবসাইট থেকে আইফোনে অ্যাপ ডাউনলোডের সুবিধা আনল অ্যাপল 

ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোতে ওয়েবসাইট থেকে আইফোনে সরাসরি অ্যাপ ডাউনলোড করার সুবিধা নিয়ে এল অ্যাপল। ফলে অ্যাপল স্টোর ছাড়াও ওয়েব ব্রাউজার থেকে আইফোনে অ্যাপ ডাউনলোড করা যাবে। 

ব্যবহারকারীরা ওয়েবসাইটে বিভিন্ন অ্যাপের লেনদেন বা ইন–অ্যাপ পারচেস সম্পূর্ণ করতে পারবে। তাছাড়া ইন–অ্যাপ প্রোমোশন, ডিসকাউন্ট ও ডিলগুলো কীভাবে ডিজাইন করবেন তা ডেভেলপাররা নিজের পছন্দ অনুযায়ী নির্বাচন করতে পারবেন। ওয়েবসাইটগুলোতে লিংকগুলো ডিজাইন করার জন্য অ্যাপলের টেমপ্লেটগুলো ব্যবহারের করা এখন আর বাধ্যতামূলক নয়। 

ডেভেলপাররা তাদের তৈরি অ্যাপগুলো সরাসরি ওয়েবসাইট থেকেই বিতরণ করতে পারবে। তবে এ জন্য অ্যাপলে বেশ কিছু নীতি মেনে চলতে হবে। এসব নীতির মধ্যে রয়েছে—ডেভেলপারদের দুই বছর বা তার বেশি সময় অ্যাপলের ডেভেলপার প্রোগ্রামের সদস্য হতে হবে, গত বছরে ১০ লাখের বেশি ইনস্টল করা হয়েছে এমন অ্যাপ ইইউয়ের আইওএসে থাকতে হবে, ডেটা সংগ্রহের নীতিতে স্বচ্ছতা থাকতে হবে। 

অনুমোদন পাওয়া ডেভেলপাররা এপিআই বা অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেসের অ্যাকসেস পাবে। যার মাধ্যমে ওয়েবসাইট থেকে অ্যাপ বিতরণ, আইওএসের সিস্টেম কার্যকারিতার সঙ্গে একীকরণ, ব্যাকআপ, রিস্টোরের মতো সুবিধাগুলো এসব অ্যাপ পাবে। বসন্তের শেষের দিকে একটি সফটওয়্যারের আপডেটের মাধ্যমে আইওএসে ওয়েবসাইট ডাউনলোডের সুবিধা দেওয়া হবে। 

গত সপ্তাহে আইফোনে আইওএস ১৭.৪ আপডেট নিয়ে আসে অ্যাপল। এই আপডেটের মাধ্যমে ইইউয়ের আইফোন ব্যবহারকারীরা থার্ড পার্ট অ্যাপ স্টোর ব্যবহার করতে পারবে। এসব অ্যাপ স্টোরে ডেভেলপাররা নিজেদের অ্যাপগুলো রাখতে পারবেন। যেমন: গেম স্টুডিও কোম্পানি আইওএসে একটি নিজস্ব অ্যাপ স্টোর চালাতে পারবে এবং স্টোরে নিজের কোম্পানির গেমগুলো রাখতে পারবে। 
 
ইউরোপীয় ইউনিয়নের ডিজিটাল মার্কেট অ্যাক্ট (ডিএমএ) এর সঙ্গে সংগতি রাখতে পরিবর্তনগুলো নিয়ে আসা হয়েছে। 

তথ্যসূত্র:ম্যাকরিউমার

প্রযুক্তির দখল কার হাতে

গুগলের নতুন এআই টুল

বৈদ্যুতিক জাহাজ নির্মাণশিল্পে চীনের আধিপত্য

পাসওয়ার্ডের নিরাপত্তা কতটুক: জেনে নিন বিশ্বে সর্বাধিক ব্যবহৃত পাসওয়ার্ড

ভুয়া ওয়েবসাইট চেনার উপায়

আগুনের ঝুঁকিমুক্ত ব্যাটারি বানালেন বিজ্ঞানীরা

উসকানিমূলক কনটেন্ট বন্ধে কঠোর অবস্থানে সরকার

উসকানিমূলক কনটেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মেটাকে বিটিআরসির চিঠি

বিবিএসের জরিপ: ইন্টারনেটের আওতার বাইরে দেশের ৪৪% পরিবার

ডিজিটাল রূপান্তর মানে শুধু অ্যাপ নয়, রাষ্ট্রের ভিত্তি পুনর্গঠনের প্রক্রিয়া: ফয়েজ আহমদ তৈয়্যব