হোম > প্রযুক্তি

আইফোন থেকে অ্যান্ড্রয়েডে ডেটা স্থানান্তর সহজ করবে অ্যাপল

আইফোন থেকে অ্যান্ড্রয়েডে ডেটা স্থানান্তর সহজ করার জন্য কাজ করছে অ্যাপল। ইউরোপীয় ইউনিয়নের (ইউ) ডিজিটাল মার্কেট অ্যাক্ট (ডিএমএ) অনুযায়ী ইইউর ব্যবহারকারীদের জন্য এই সুবিধা আনছে কোম্পানিটি। আইন অনুযায়ী, ইতিমধ্যে থার্ড পার্টি ব্রাউজার ও অ্যাপ স্টোর ব্যবহারের সুবিধা দিয়েছে দিয়েছে অ্যাপল। 

অ্যাপলের নথিতে দেখা যায়, সাফারি ব্রাউজার ছাড়াও অন্যান্য ব্রাউজার ডিফল্ট হিসেবে ব্যবহার করা যাবে। আর ডিভাইস পরিবর্তনের সময় আইফোন থেকে অ্যান্ড্রয়েডের ডেটা স্থানান্তরের কাজটিকে আরও সহজ করা হবে। এটি ২০২৪ সালের শেষ দিকে বা ২০২৫ সালের শুরুর দিকে চালু করার পরিকল্পনা করছে কোম্পানিটি। 

অপরদিকে ইউরোপীয় ইউনিয়নের ব্যবহারকারীরা আইওএসে ডিফল্ট ন্যাভিগেশন অ্যাপ পরিবর্তনের সুবিধাও পাবে। এই সুবিধা ২০২৫ সালের মার্চের দিকে চালু করা হতে পারে। 

তবে ফিচারগুলো পরবর্তীতে বিশ্বব্যাপী উন্মোচন করা হবে নাকি তা নথিতে উল্লেখ করা হয়নি। তবে কোম্পানির এসব পরিবর্তনের সিদ্ধান্ত ডিএমএ আইনের জন্য করা হচ্ছে। 

অ্যাপলের নথিতে বলা হয়, ফোনের ডেটা স্থানান্তর ফিচারকে এই কোম্পানি ‘সমাধান’ হিসেবে তুলে ধরেছে। এটি আইফোন থেকে নন-অ্যাপল ফোনে ডেটা স্থানান্তরকে আরও সহজ করে তুলবে। অন্যান্য কোম্পানিগুলোর মাইগ্রেশন টুলের ওপর ভিত্তি করে টুলটি তৈরি করা হবে। 

ডেটা স্থানান্তরের জন্য গুগলের ‘সুইচ টু অ্যান্ড্রয়েড অ্যাপ’ রয়েছে। এর মাধ্যমে ছবি, ভিডিও, কনটাক্ট, অ্যাপ, টেক্সট ও নোটের মতো ডেটাগুলো আইফোন থেকে অ্যান্ড্রয়েডে স্থানান্তর করা যাবে। 

তবে গুগলের এই সুবিধা পেইড অ্যাপ ডেটা, সাফারি বুকমার্ক ও অ্যালার্মের জন্য কাজ করে না। এজন্য অ্যাপলের ডেটা স্থানান্তরের ফিচার এসব ডেটাও স্থানান্তর করতে পারবে। 
 
নতুন আইওএস ১৭.৪ আপডেটে ইতিমধ্যে ইউরোপীয় ইউনিয়নের ব্যবহারকারীদের জন্য বিকল্প অ্যাপ স্টোরের সুবিধা দিয়েছে অ্যাপল।

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ

অস্ট্রেলিয়ায় ২ লাখ অ্যাকাউন্ট বন্ধ: ‘এটা কাজ করছে না ব্রো’— প্রধানমন্ত্রীকে কটাক্ষ জেন-জি’দের

সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ উধাও

ভারতে ১৭.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মাইক্রোসফট

ব্যবহৃত মোবাইল ফোন আমদানিতে বিটিআরসির ‘না’, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মোবাইল ব্যবসায়ীদের

৩০ মিনিটের বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার শিশুদের মনোযোগের ক্ষমতা কমায়, বলছে গবেষণা

ট্রাম্পের নতি স্বীকার, এনভিডিয়ার শক্তিশালী এআই চিপ চীনে বিক্রির অনুমতি