হোম > জীবনধারা > সোশ্যাল মিডিয়া

সরাসরি বার্তা আদান-প্রদানের সুযোগ চালু করছে থ্রেডস

আজকের পত্রিকা ডেস্ক­

২০২৩ সালে থ্রেডস প্ল্যাটফর্মটি চালু করে মেটা। ছবি: আইপি ভ্যানিস

অবশেষে একে অপরকে সরাসরি বার্তা পাঠাতে পারবেন থ্রেডসের ব্যবহারকারীরা। বহুল কাঙ্ক্ষিত ডিরেক্ট মেসেজিং (ডিএম) ফিচারটি কিছু নির্বাচিত ব্যবহারকারীর জন্য ধাপে ধাপে চালু করা হচ্ছে।

থ্রেডসে এক পোস্টে ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি বলেন, ‘আমরা থ্রেডসে ডিএম পরীক্ষা চালু করছি। এটি চালুর জন্য ব্যবহারকারীদের দীর্ঘদিনের অনুরোধ ছিল। আমাদের লক্ষ্য হলো মতামতের মুক্ত আদান-প্রদানকে উৎসাহ দেওয়া, আর আমরা জানি বার্তালাপ এই উদ্দেশ্য পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’

প্রায় দুই বছর আগে চালু হওয়া থ্রেডসে এত দিন এই মৌলিক সুবিধাটির অনুপস্থিতি অনেকের কাছেই হতাশাজনক ছিল। কারণ, ব্যক্তিগত বার্তা চালাচালির ব্যবস্থা এখন সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর একটি অপরিহার্য অংশ।

তবে শুধু ডিএম নয়, এখনো থ্রেডসে ‘ডিসকভার’ বা ‘ট্রেন্ডিং’ সেকশন নেই। যেখানে ব্লুস্কাইয়ের মতো অপেক্ষাকৃত নতুন ও বিকেন্দ্রীভূত প্ল্যাটফর্মেও এই ধরনের ফিচার যুক্ত হয়েছে। অনেক ব্যবহারকারী বলছেন, থ্রেডসের ফিচার আপডেটের গতি দেখে মনে হচ্ছে মেটা যেন ইন্টারনেট এক্সপ্লোরারের পথ অনুসরণ করছে।

এই মুহূর্তে সবার জন্য কবে ডিএম সুবিধা উন্মুক্ত হবে, তার সুনির্দিষ্ট তারিখ জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, থ্রেডসের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জুলাইয়ের শুরুতে এটি সবার জন্য উন্মুক্ত হতে পারে।

২০২৩ সালে থ্রেডস প্ল্যাটফর্মটি চালু করে মেটা। এটি একটি মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম। মূলত ইলন মাস্কের এক্সের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতেই নতুন এই প্ল্যাটফর্মটি নিয়ে আসে জাকারবার্গের প্রতিষ্ঠান। দ্রুতই গ্রাহক আকৃষ্ট করতে সমর্থ হয় থ্রেডস এবং বর্তমানে বিশ্বজুড়ে তাদের মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ৩৫ কোটি।

গবেষণা প্রতিষ্ঠান ইমার্কেটার বলছে, আগামী বছরের মধ্যে থ্রেডস প্ল্যাটফর্মটিতে নতুন করে ৬ কোটির বেশি (৬০ দশমিক ৫ মিলিয়ন) নতুন গ্রাহক যুক্ত হওয়ার সম্ভাবনা আছে। আর তাই যদি হয়, তাহলে ব্যবহারকারীর সংখ্যার দিক দিয়ে ইলন মাস্কের এক্স-কেও ছাড়িয়ে যাবে জাকারবার্গের থ্রেডস।

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ

অস্ট্রেলিয়ায় ২ লাখ অ্যাকাউন্ট বন্ধ: ‘এটা কাজ করছে না ব্রো’— প্রধানমন্ত্রীকে কটাক্ষ জেন-জি’দের

সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ উধাও

ভারতে ১৭.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মাইক্রোসফট

ব্যবহৃত মোবাইল ফোন আমদানিতে বিটিআরসির ‘না’, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মোবাইল ব্যবসায়ীদের

৩০ মিনিটের বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার শিশুদের মনোযোগের ক্ষমতা কমায়, বলছে গবেষণা

ট্রাম্পের নতি স্বীকার, এনভিডিয়ার শক্তিশালী এআই চিপ চীনে বিক্রির অনুমতি