হোম > প্রযুক্তি

নেটফ্লিক্সের পাসওয়ার্ড শেয়ার করলে গুনতে হবে অতিরিক্ত টাকা

অন্যের সঙ্গে পাসওয়ার্ড শেয়ার করলে এখন থেকে অতিরিক্ত টাকা দিতে হবে নেটফ্লিক্সকে। যদিও এই ঘোষণা নতুন নয়। ইতিমধ্যে বেশ কিছু ব্যবহারকারীর কাছ থেকে টাকা নিয়েছেও ওটিটি সংস্থাটি। 

ইন্ডিয়া টুডের প্রতিবেদনে জানা যায়, মার্চ মাসেই নেটফ্লিক্সের পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছিল, এক পাসওয়ার্ড অন্যকে দিলে অতিরিক্ত অর্থ প্রদান করতে হবে। মূলত সংস্থার আয় বৃদ্ধির জন্যই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। 

এখনই সব দেশে এই নতুন নিয়ম চালু করা হয়নি। পেরু, চিলি ও কোস্টারিকার গ্রাহকদের ওপর নেটফ্লিক্স প্রাথমিকভাবে এই নিয়ম চালু করেছে। নতুন নিয়ম কতটা কার্যকর হয়, তা পরীক্ষা করতেই এই তিন দেশকে বেছে নিয়েছে সংস্থা। 

অনেক নেটফ্লিক্স ব্যবহারকারী ‘সিঙ্গেল ডিভাইস সাবস্ক্রিপশন’ নিয়ে একাধিক ব্যক্তির সঙ্গে পাসওয়ার্ড শেয়ার করেন। যার ফলে এক সাবস্ক্রিপশন ফি দিয়ে একাধিকজন ছবি কিংবা ওয়েব সিরিজ দেখার সুযোগ পান। 

নেটফ্লিক্সের নতুন নিয়মে বলা হয়েছে, কেবল এক বাড়িতে বসবাসকারীরাই পাসওয়ার্ড ভাগ করতে পারবেন। তবে এক ভবনের মধ্যে পাসওয়ার্ড ভাগ করা যাবে কি না, এই প্রশ্ন গ্রাহকদের মধ্যে। এ ছাড়া নতুন নীতিতে ব্যবহারকারীকে কত টাকা দিতে হবে, সে বিষয়ে কোনো তথ্য সংস্থার পক্ষ থেকে জানানো হয়নি।

এদিকে নেটফ্লিক্সের নতুন নিয়ম চালু হতেই গ্রাহকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। লাভের পরিবর্তে ক্ষতির মুখে পড়ছে সংস্থাটি। অনেক ব্যবহারকারীই নিজেদের সাবস্ক্রিপশন বাতিল করতে শুরু করেছেন। 

এআইকে ব্যক্তিগত অর্থ উপদেষ্টা বানালেন ২৭ বছরের এই সিইও

চর্চা ‘লার্নিং থ্রো প্র্যাকটিস’ধারণাকে প্রাধান্য দেয়

মিরর ব্যাকটেরিয়া কি আধুনিক পৃথিবীর নতুন মারণাস্ত্র

অনলাইনে কেনাকাটার নিরাপদ উপায়

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ

অস্ট্রেলিয়ায় ২ লাখ অ্যাকাউন্ট বন্ধ: ‘এটা কাজ করছে না ব্রো’— প্রধানমন্ত্রীকে কটাক্ষ জেন-জি’দের

সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ উধাও