হোম > প্রযুক্তি

সঠিকভাবে ব্লুটুথ ইয়ারফোন পরিষ্কার করবেন যেভাবে

স্মার্টফোনের পাশাপাশি প্রতিদিন ব্লুটুথ ইয়ারফোন ব্যবহার করা হয়। ফলে ইয়ারফোন ও এর কেসে দ্রুত ময়লা জমে যেতে পারে। ইয়ারফোনগুলোর কার্যকারিতা ও স্বাস্থ্যবিধি বজায় রাখার জন্য নিয়মিত পরিষ্কার করা গুরুত্বপূর্ণ। তবে এগুলো সঠিকভাবে পরিষ্কার না করলে ইয়ারফোনগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। 

ব্লুটুথ ইয়ারফোন পরিষ্কারের জন্য যেসব বিষয় খেয়াল রাখতে হবে 
১. পরিষ্কার করার সময় কোনো ব্লুটুথ ইয়ারফোনকে পানি বা তরল পদার্থে নিমজ্জিত করা যাবে না। 
২. ধারাল বস্তু দিয়ে ইয়ারফোনগুলো পরিষ্কার করা যাবে না। যেমন—সেফটি পিন ব্যবহার করা যাবে না। 
৩. আলতোভাবে এগুলো পরিষ্কার করতে হবে। 

ব্লুটুথ ইয়ারফোন পরিষ্কার করবেন যেভাবে 
হাতের কাছের জিনিস দিয়েই ব্লুটুথ ইয়ারফোন পরিষ্কার করতে পারবেন। তবে এর জন্য অবশ্যই সাবধানতা বজায় রাখতে হবে। 

টুথপিক: ইয়ারফোনের ময়লা বের করার জন্য টুথপিক ব্যবহার করা যেতে পারে। তবে এটি আলতোভাবে করতে হবে। তা না হলে টুথপিক ইয়ারফোনে ক্ষতি করতে পারে। 

কিউ টিপ: কান পরিষ্কারের কিউ–টিপ ব্যবহার করে এয়ারফোন ও চার্জিং কেসের ময়লাগুলো বের করা যায়। 

নরম মেকআপ ব্রাশ: পরিষ্কার নরম মেকআপ ব্রাশ ব্যবহার করে এয়ারফোনের ময়লাগুলো আলতোভাবে ঝেড়ে ফেলা যায়। 

মাইক্রোফাইবার কাপড়: সানগ্লাস, চশমার জন্য দোকান থেকে চার কোনা কাপড় দেওয়া হয়, সেগুলোকে মাইক্রোফাইবার ক্লথ বলা হয়। এগুলো অনেক নরম। তাই এই কাপড় ব্যবহার করে আলতোভাবে ঘষে ঘষে এয়ারফোনগুলো পরিষ্কার করা যায়। 

এয়ারফোনের সঙ্গে প্লাস্টিকের টিপসগুলো পরিষ্কার করার জন্য শুধু সেগুলো খুলে কুসুম গরম সাবানপানিতে ৩০ মিনিটের জন্য ডুবিয়ে রাখতে পারেন। এরপর কাপড় দিয়ে মুছে বাতাসে শুকাতে দিতে হবে। পুরোপুরি শুকিয়ে গেলে টিপসগুলো আবার এয়ারফোনের সঙ্গে যুক্ত করে ব্যবহার করা যাবে। 

তথ্যসূত্র: ম্যাশাবল

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ

অস্ট্রেলিয়ায় ২ লাখ অ্যাকাউন্ট বন্ধ: ‘এটা কাজ করছে না ব্রো’— প্রধানমন্ত্রীকে কটাক্ষ জেন-জি’দের

সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ উধাও

ভারতে ১৭.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মাইক্রোসফট

ব্যবহৃত মোবাইল ফোন আমদানিতে বিটিআরসির ‘না’, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মোবাইল ব্যবসায়ীদের

৩০ মিনিটের বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার শিশুদের মনোযোগের ক্ষমতা কমায়, বলছে গবেষণা

ট্রাম্পের নতি স্বীকার, এনভিডিয়ার শক্তিশালী এআই চিপ চীনে বিক্রির অনুমতি