হোম > প্রযুক্তি

অ্যাপলের আইপ্যাড উন্মোচন আজ, সরাসরি দেখবেন যেভাবে 

আইপ্যাড-প্রেমীদের বহুল প্রতীক্ষিত অ্যাপলের ‘লেট লুজ’ ইভেন্ট অনুষ্ঠিত হবে আজ (৭ মে)। এই ইভেন্টে নতুন প্রজন্মের আইপ্যাড এয়ার, আইপ্যাড প্রো মডেল, অ্যাপল পেনসিল ও ম্যাজিক কিবোর্ড উন্মোচন করা হতে পারে। কয়েকটি উপায়ে এই ইভেন্ট সরাসরি দেখা যাবে। 

ইভেন্টটি যখন শুরু হবে 
বাংলাদেশ সময় রাত ৮টায় ইভেন্টটি সরাসরি বিভিন্ন প্ল্যাটফরমে সম্প্রচার করা হবে। 

অ্যাপল ইভেন্ট ওয়েবসাইট 
অ্যাপলের ইভেন্ট ওয়েবসাইটের মাধ্যমে ম্যাক, আইফোন, আইপ্যাড, পিসি ও কোম্পানিটি বিভিন্ন পণ্য উন্মোচনের ইভেন্টগুলো সরাসরি দেখা যাবে। সাফারি, ক্রোম, ফায়ারফক্সসহ অন্যান্য ব্রাউজার থেকে এই ওয়েবসাইটে প্রবেশ করা যাবে। 

ইভেন্ট শুরুর সময় পছন্দের ব্রাউজার থেকে এই ওয়েবসাইটে প্রবেশ করলেই অনুষ্ঠানটি সরাসরি দেখতে পারবেন। 

ইউটিউব
ইউটিউবে অ্যাপলের চ্যানেল থেকে সরাসরি ইভেন্টটি দেখা যাবে। অনুষ্ঠানটি সরাসরি দেখার জন্য এটিই সবচেয়ে সহজ উপায়। তাই যেসব স্মার্টফোন, ট্যাবলেট বা টিভিতে ইউটিউব অ্যাপ আছে সেখানেই ইভেন্টটি  দেখতে পারবেন। ইউটিউবে অ্যাপল লিখে সার্চ দিলেই কোম্পানিটির চ্যানেল দেখা যাবে। ইভেন্টের শুরু সময় নোটিফিকেশন পাওয়ার জন্য আগেই চ্যানেলটিতে গিয়ে নোটিফিকেশন চালু করে রাখুন। 

অ্যাপল টিভি 
অ্যাপল টিভির সাবস্ক্রিপশন কেনা থাকলে এই অ্যাপ থেকে সরাসরি ইভেন্টটি দেখতে পারবেন। এই ধরনের ইভেন্টের জন্য অ্যাপল টিভিতে একটা আলাদা সেকশন থাকে। 

গত বছর অ্যাপল নতুন কোনো আইপ্যাড বাজারে নিয়ে আসে নি। এবারের ১১ ইঞ্চি ও ১২ দশমিক ৯ ইঞ্চির আইপ্যাডে এলসিডি এবং মিনি এলসিডি ডিসপ্লের বদলে ওলেড ডিসপ্লে ব্যবহার করা হতে পারে। ফলে আইপ্যাডে বিভিন্ন রং আরও উজ্জ্বলভাবে ফুটে উঠবে। বিভিন্ন তথ্য সূত্র মতে, আইপ্যাড প্রো মডেলে এম ৪ চিপ ব্যবহার করা হতে পারে। আর ম্যাজিক কিবোর্ডের বাইরের অংশের জন্য আরও টেকসই অ্যালুমিনিয়াম ব্যবহার করা হতে পারে। অ্যাপল পেনসিল দিয়ে লেখা ও ছবি আঁকার অভিজ্ঞতাকে আরও উন্নত করতে নতুন মডেলটিতে টেকটিক্যাল রেসপন্স ফিচার যুক্ত করা হতে পারে।

বিবিএসের জরিপ: ইন্টারনেটের আওতার বাইরে দেশের ৪৪% পরিবার

ডিজিটাল রূপান্তর মানে শুধু অ্যাপ নয়, রাষ্ট্রের ভিত্তি পুনর্গঠনের প্রক্রিয়া: ফয়েজ আহমদ তৈয়্যব

৭০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারির সাশ্রয়ী ফোন আনল রিয়েলমি

এআইকে ব্যক্তিগত অর্থ উপদেষ্টা বানালেন ২৭ বছরের এই সিইও

চর্চা ‘লার্নিং থ্রো প্র্যাকটিস’ধারণাকে প্রাধান্য দেয়

মিরর ব্যাকটেরিয়া কি আধুনিক পৃথিবীর নতুন মারণাস্ত্র

অনলাইনে কেনাকাটার নিরাপদ উপায়

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের