হোম > প্রযুক্তি

গাড়িতে যুক্ত হবে চ্যাটজিপিটি, ড্রাইভারকে দেবে দিক নির্দেশনা

প্রযুক্তি ডেস্ক

ড্রাইভার ও যাত্রীদের নিরাপদ রাখতে নতুন কী  করা যায় তা নিয়ে গবেষণা চালাচ্ছে অটোমোবাইল সংস্থাগুলি। বর্তমানে বহু গাড়িতেই আধুনিক বিভিন্ন ধরনের প্রযুক্তি যুক্ত করা আছে। তবে অনেক ক্ষেত্রেই এগুলোকে যথেষ্ট মনে করা হচ্ছে না। এবার চ্যাটজিপিটিকে এই ক্ষেত্রে কাজে লাগানোর কথা ভাবছে যুক্তরাষ্ট্রভিত্তিক অটোমোবাইল জায়ান্ট জেনারেল মোটরস।

দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, চ্যাটজিপিটি হলো একটি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট যেখানে প্রায় সব ধরনের প্রশ্নের উত্তর পাওয়া যায়। আর এটিকে কাজে লাগিয়ে ড্রাইভারদের কাজ সহজ করতে চায় জেনারেল মোটরস। মাইক্রোসফটের সঙ্গে জোট বেঁধে চ্যাটজিপিটি প্রযুক্তি গাড়িতে বসানোর কথা ভাবছে প্রতিষ্ঠানটি। জেনারেল মোটরস জানিয়েছে, গাড়িতে অনেক বৈশিষ্ট্য থাকে যার সবটুকু একজন ড্রাইভারের পক্ষে সব মনে রাখা সম্ভব নয়। তাই এই ক্ষেত্রে কাজে আসতে পারে চ্যাটজিপিটি।

অনেক গাড়িতে ভয়েস কমান্ড সুবিধা পাওয়া যায়। তবে চ্যাটজিপিটি এর চেয়েও অনেক বেশি সুবিধা দেবে। গাড়ির সুরক্ষা, জ্বালানি দক্ষতা, মেরামত সহ একাধিক বিষয়ে সাহায্য করবে চ্যাটজিপিটি। সুরক্ষার পাশাপাশি নেভিগেশন অর্থাৎ পথ চেনাতে কাজে আসবে এই কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি। রাস্তায় কতটুকু ট্রাফিক জ্যাম রয়েছে তাও জানা যাবে চ্যাটজিপিটির মাধ্যমে। 

অটোমোবাইল খাতে প্রযুক্তির ব্যবহার বাড়াতে ২০২১ সালে মাইক্রোসফটের সঙ্গে চুক্তি করে জেনারেল মোটরস। বিশ্বজুড়ে এই সংস্থার অধীনে শেভ্রলেট, ক্যাডিলাক সহ ৪ টি ব্র্যান্ড রয়েছে। ভবিষ্যতে এই ব্র্যান্ডগুলোর গাড়িতে চ্যাটজিপিটির ব্যবহার দেখা যেতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

এআইকে ব্যক্তিগত অর্থ উপদেষ্টা বানালেন ২৭ বছরের এই সিইও

চর্চা ‘লার্নিং থ্রো প্র্যাকটিস’ধারণাকে প্রাধান্য দেয়

মিরর ব্যাকটেরিয়া কি আধুনিক পৃথিবীর নতুন মারণাস্ত্র

অনলাইনে কেনাকাটার নিরাপদ উপায়

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ

অস্ট্রেলিয়ায় ২ লাখ অ্যাকাউন্ট বন্ধ: ‘এটা কাজ করছে না ব্রো’— প্রধানমন্ত্রীকে কটাক্ষ জেন-জি’দের

সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ উধাও