হোম > প্রযুক্তি

আইফোনে আরসিএস মেসেজিং ফিচার আনবে অ্যাপল

আইফোন ও অ্যান্ড্রয়েডের মধ্যে মেসেজিংয়ের সুবিধা বাড়াতে আরসিএস (রিচ কমিউনিকেশন সার্ভিস) ফিচার নিয়ে পরীক্ষা–নিরীক্ষা করছে অ্যাপল। আইমেসেজ, রিসিপ্ট রিডিং, টাইপিং ইন্ডেকেটর, উচ্চমানের ছবি ও ভিডিও শেয়ারের ক্ষেত্রে এই ফিচার সাহায্য করবে। ফিচারটি আগামী বছরে আইফোনে যুক্ত হতে পারে।

মোবাইল ডেটা বা ওয়াইফাইয়ে আরসিএস কাজ করবে। শুধু ডেটা ব্যবহার করেই এর মাধ্যমে মেসেজ আদান প্রদান করা যায়। এর জন্য অতিরিক্ত অর্থ খরচ করতে হয় না।

বর্তমানে অ্যান্ড্রয়েড ফোনে এই ফিচারটি রয়েছে। ২০২৪ সালে সফটওয়্যার আপডেটের মাধ্যমে নতুন ফিচারটি পাওয়া যাবে।

নাম প্রকাশের অনিচ্ছুক অ্যাপলের এক কর্মীর বরাত দিয়ে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট নাইনটুভাইভ এক প্রতিবেদনে বলেছে, আগামী বছর থেকে আইফোনে আরসিএস সুবিধা আসবে যা এসএমএস বা এমএমএসের চেয়ে আরও উন্নত হবে। এটি আইমেসেজের সঙ্গে কাজ করবে এবং ব্যবহারকারীদের সবচেয়ে নিরাপদ মেসেজিংয়ের সুবিধা দিবে।

আইফোনের এই ফিচার যুক্ত করার ফলে গ্রাহকেরা টেক্সট থ্রেডের আদলে লোকেশন শেয়ার করতে পারবে। এসএমএসের মত আরিসিএস মেসেজেগুলোকেও সবুজ রঙে দেখা যেতে পারে।

প্রায় এক বছরের বেশি সময় ধরে গুগল ও স্যামসাংয়ের অনুরোধেও  ফিচারটি ডিভাইসে অন্তর্ভুক্ত করেনি অ্যাপল। ইতিমধ্যে পুরো বিশ্বের অ্যান্ড্রয়েড ফোনে এই মেসেজিং স্ট্যান্ডার্ড গ্রহণ করা হয়েছে।

অ্যাপলে ডিভাইসে আরসিএস ফিচার নিয়ে আসা হলে আইফোন ও অ্যান্ড্রয়েড ব্যবহারকারীর মধ্যে যোগাযোগ করা আরও উন্নত হবে। তবে অ্যাপল ডিভাইসে আইমেসেজ ডিফল্ট হিসেবে থাকবে।

অ্যাপলের এই ঘোষণার প্রতিক্রিয়ায় গুগলের প্ল্যাটফর্ম ও ইকোসিস্টেমের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিরোশি লকহেইমার বলেছেন, প্রত্যেকেরই উচিত নিরাপদ ও আধুনিক মেসেজিং সিস্টেম ব্যবহার করা। মেসেজিং আরও ভালো করার জন্য অ্যাপলে ডিভাইসে আরসিএসের ব্যবহারের সিদ্ধান্তে গুগল কোম্পানি খুশি হয়েছে।

নাথিং ফোনে আইমেসেজে দেখার সুবিধা আনার ঘোষণা দেওয়ার কিছুদিন পর অ্যাপল আরসিএস ফিচারের তথ্য প্রকাশ করে।

ডিজিটাল রূপান্তর মানে শুধু অ্যাপ নয়, রাষ্ট্রের ভিত্তি পুনর্গঠনের প্রক্রিয়া: ফয়েজ আহমদ তৈয়্যব

৭০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারির সাশ্রয়ী ফোন আনল রিয়েলমি

এআইকে ব্যক্তিগত অর্থ উপদেষ্টা বানালেন ২৭ বছরের এই সিইও

চর্চা ‘লার্নিং থ্রো প্র্যাকটিস’ধারণাকে প্রাধান্য দেয়

মিরর ব্যাকটেরিয়া কি আধুনিক পৃথিবীর নতুন মারণাস্ত্র

অনলাইনে কেনাকাটার নিরাপদ উপায়

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ