হোম > প্রযুক্তি

হোয়াটসঅ্যাপে এইচডি ছবি ও ভিডিও পাঠানো যাবে ডিফল্টভাবে

এন্ড-টু-এন্ড এনক্রিপশন সুবিধার জন্য অনেকেই ছবি ও ভিডিও শেয়ারের ক্ষেত্রে হোয়াটস অ্যাপ ব্যবহার করেন। প্ল্যাটফরমটিতে গত বছর হাই ডেফিনেশন বা এইচডি ছবি ও ভিডিও শেয়ারের ফিচার যুক্ত করে মেটা। তবে প্রতিবার এইচডি মিডিয়া পাঠানোর জন্য ব্যবহারকারীদের অপশনটি নির্বাচন করতে হতো। এই সমস্যা দূর করার জন্য এইচডি অপশনকে ডিফল্টভাবে সেট করার সুযোগ দিয়েছে হোয়াটসঅ্যাপ।

 
হোয়াটসঅ্যাপে দুই ধরনে সেটিংসে ছবি ও ভিডিও শেয়ার করা যায়। একটি হলো ‘স্ট্যান্ডার্ড কোয়ালিটি’। এই সেটিংসে ছবি ও ভিডিও কিছুটা কম্প্রেস হয়ে প্রাপকের কাছে পৌঁছায়। তাই এই প্রক্রিয়ায় পাঠানো মিডিয়াগুলোর মান কিছুটা কমে যাবে। তবে এভাবে ফাইলগুলো দ্রুত পাঠানো যায় এবং এর আকারও কম হয়। আর এইচডি কোয়ালিটির মাধ্যমে উচ্চমানের (হাই রেজল্যুশনের) ছবি ও ভিডিও আদান-প্রদান করা যায়। তবে তুলনামূলক ধীরগতিতে এইচডি ভিডিও আদান-প্রদান করা যায় এবং ফাইলগুলোর আকারও প্রায় ৬ গুণ হয়।

হোয়াটস অ্যাপের নতুন আপডেটের মাধ্যমে এইচডি অপশনটি ডিফল্টভাবে সেট করা যাবে। গত মার্চেই ফিচারটি পরীক্ষামূলকভাবে অ্যান্ড্রয়েডের ২.২৪, ৫.৬ সংস্করণে চালু করা হয়। এখন পর্যায়ক্রমে ফিচারটি সব অ্যান্ড্রয়েড ডিভাইসে ছাড়া হবে।

এইচডি অপশনটি ডিফল্টভাবে সেট স্টোরেজ ও ডেটা করার ফিচারটি হোয়াটস অ্যাপের অপশনে পাওয়া যাবে। একবার অপশনটি ডিফল্টভাবে সেট করলে ছবি ও ভিডিও পাঠানোর সময় ব্যবহারকারীদের বারবার এইচডি ও স্ট্যান্ডার্ড অপশনের মধ্যে নির্বাচন করতে হবে না।

গত সপ্তাহে ম্যাক ও উইন্ডোজে ভিডিও কলের জন্য একই সঙ্গে তিনটি গুরুত্বপূর্ণ ফিচার যুক্ত করেছে হোয়াটসঅ্যাপ। এখন এসব ডিভাইসে হোয়াটসঅ্যাপ ভিডিও কলে একই সঙ্গে ৩২ জন কথা বলতে পারবেন। সেই সঙ্গে অডিওসহ স্ক্রিন শেয়ারিং ও স্পিকার হাইলাইটের সুবিধাও রয়েছে।

ভিডিও কলে স্ক্রিন শেয়ারও অপশনও আগে থেকেই হোয়াটসঅ্যাপে পাওয়া যেত। তবে স্ক্রিন শেয়ারের সঙ্গে অডিও শেয়ার করা যেত না। এখন থেকে ডিভাইসের স্ক্রিন শেয়ার করলে অডিও দেখার সুবিধা নিয়ে এসেছে হোয়াটসঅ্যাপ।

ভিডিও কলে কে কথা বলছেন তাকে হাইলাইট করার জন্য নতুন ‘স্পিকার হাইলাইট’ ফিচার চালু করেছে মেটা। কারা ভিডিও কলে যুক্ত হয়েছেন তাদের প্রোফাইল ছবি স্ক্রিনে দেখা যায়। ভিডিও কলে যে কথা বলবেন নতুন ফিচারের মাধ্যমে, তার প্রোফাইল ছবির চারপাশে সাদা রঙের হাইলাইট যুক্ত হবে।

তথ্যসূত্র: অ্যান্ড্রয়েড পুলিশ

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ

অস্ট্রেলিয়ায় ২ লাখ অ্যাকাউন্ট বন্ধ: ‘এটা কাজ করছে না ব্রো’— প্রধানমন্ত্রীকে কটাক্ষ জেন-জি’দের

সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ উধাও

ভারতে ১৭.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মাইক্রোসফট

ব্যবহৃত মোবাইল ফোন আমদানিতে বিটিআরসির ‘না’, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মোবাইল ব্যবসায়ীদের

৩০ মিনিটের বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার শিশুদের মনোযোগের ক্ষমতা কমায়, বলছে গবেষণা

ট্রাম্পের নতি স্বীকার, এনভিডিয়ার শক্তিশালী এআই চিপ চীনে বিক্রির অনুমতি