হোম > প্রযুক্তি

হোয়াটসঅ্যাপের স্ক্রিন শেয়ার যেভাবে করবেন

ব্যক্তিগত ও পেশাগত যোগাযোগের জন্য জনপ্রিয় মাধ্যম হোয়াটসঅ্যাপ। এই প্ল্যাটফর্মে চ্যাটিং, কল বা ভিডিও কলের মতো বিভিন্ন ফিচারের সঙ্গে রয়েছে স্ক্রিন শেয়ারের সুবিধা। এর মাধ্যমে গ্রাহকেরা ভিডিও কলের সময় স্ক্রিন শেয়ার করতে পারবে। ফলে ভিডিও কলের অপর প্রান্তে থাকা ব্যবহারকারী ডিভাইসের স্ক্রিনে যা আছে সবকিছু দেখতে পারবে। 

কলিগদের সঙ্গে ডকুমেন্ট শেয়ার, পরিবারের সদস্যদের ছবি দেখানো, ঘুরতে যাওয়ার পরিকল্পনা, বন্ধুদের সঙ্গে অনলাইনে কেনাকাটা বা দাদা-দাদিদের প্রযুক্তিগত সহায়তা দেওয়ার মতো কাজে এই ফিচার সাহায্য করবে। এই ফিচার ক্রস প্ল্যাটফর্ম সমর্থন করে। অর্থাৎ আইওএস, অ্যান্ড্রয়েড, উইন্ডোজ, ম্যাক বা ওয়েবের মতো সকল প্ল্যাটফর্মেই ফিচারটি কাজ করবে। 

ফিচারটি যেভাবে ব্যবহার করবেন
স্ক্রিন শেয়ারের ফিচারটি ব্যবহার করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন—

১. ডিভাইসে সর্বশেষ সংস্করণের হোয়াটসঅ্যাপ অ্যাপটি ইনস্টল আছি কিনা, তা নিশ্চিত করুন। 
২. এক বা একাধিক কনটাক্টের সঙ্গে ভিডিও কল চালু করুন। 
৩. ভিডিও কলের সময় স্ক্রিনের নিচের দিকে ‘শেয়ার’ আইকোন দেখতে পারবেন। আইকোনটি একটি ফোনের মতো যার সঙ্গে একটি তীরও যুক্ত রয়েছে। 
৪. আইকোনে ট্যাপ করলে স্ক্রিন শেয়ারের অনুমতির জন্য হোয়াটসঅ্যাপ স্ক্রিনে একটি পপআপ দেখাবে। স্ক্রিন শেয়ারের জন্য এই পপ আপের ‘স্টার্ট নাও’ বা ‘স্টার্ট ব্রডকাস্ট’ বাটনটি ট্যাপ করুন। 
৫. এরপর আপনার স্ক্রিনটি ভিডিও কলে থাকা অপর ব্যক্তি দেখতে পারবে। 
৬. ফিচারটি বন্ধ করতে স্ক্রিনের নিচে ‘স্টপ শেয়ারিং’ আইকোনটি ট্যাপ করুন। 

হোয়াটসঅ্যাপের এই ফিচারের সুবিধা কি 
হোয়াটসঅ্যাপ এই ফিচার ব্যবহার করার জন্য বেশ কিছু সুবিধা পাওয়া যায়। সেগুলো তুলে ধরা হলো—

ক্রস প্ল্যাটফর্ম সমর্থন
হোয়াটসঅ্যাপের স্ক্রিন শেয়ারিং ফিচার আইওএস, অ্যান্ড্রয়েড, উইন্ডোজ, ম্যাক বা ওয়েবের মতো সকল প্ল্যাটফর্মেই ফিচারটি কাজ করবে। তাই ডিভাইস আলাদা হলেও গ্রাহকেরা এই ফিচার ব্যবহার করে একে অপরকে স্ক্রিন দেখাতে পারবে। 

এন্ড টু এন্ড এনক্রিপশন 
হোয়াটসঅ্যাপ চ্যাট, কল ও ভিডিও কলে এন্ড টু এন্ড এনক্রিপশন সুবিধা দেয়। এই ফিচারের জন্যও সুবিধাটি দেওয়া হবে। ফলে গ্রাহকের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত থাকবে। এমনকি গ্রাহকের ডিভাইসের স্ক্রিন হোয়াটসঅ্যাপ কোম্পানির কর্মীরাও দেখতে পারবে না। 

সহজ ব্যবহার
স্ক্রিন শেয়ারিং ফিচারটি ব্যবহার করা সহজ। জিমেইল ও ডিসকর্ডের মতো থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করেও স্ক্রিন শেয়ার করা যায়। তাই হোয়াটসঅ্যাপের এই ফিচারের ফলে গ্রাহককে একই সঙ্গে একাধিক টুল বা অ্যাপ ব্যবহার করতে হবে না। 

কম দামি ফোনেও কাজ করবে 
দামি থেকে কম দামি সব ধরনের ডিভাইসে এই ফিচার কাজ করবে। সব ধরনের ডিভাইসে এই ফিচার ব্যবহারের সুবিধা দেওয়ার ফলে এটি অনেক বেশি সংখ্যক মানুষের কাজে লাগবে। বিশেষ করে, বাংলাদেশ ও ভারতের মতো উন্নয়নশীল দেশে বিভিন্ন শ্রেণির মানুষ অনেক বেশি হোয়াটসঅ্যাপ ব্যবহার করে।

প্রযুক্তির দখল কার হাতে

গুগলের নতুন এআই টুল

বৈদ্যুতিক জাহাজ নির্মাণশিল্পে চীনের আধিপত্য

পাসওয়ার্ডের নিরাপত্তা কতটুক: জেনে নিন বিশ্বে সর্বাধিক ব্যবহৃত পাসওয়ার্ড

ভুয়া ওয়েবসাইট চেনার উপায়

আগুনের ঝুঁকিমুক্ত ব্যাটারি বানালেন বিজ্ঞানীরা

উসকানিমূলক কনটেন্ট বন্ধে কঠোর অবস্থানে সরকার

উসকানিমূলক কনটেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মেটাকে বিটিআরসির চিঠি

বিবিএসের জরিপ: ইন্টারনেটের আওতার বাইরে দেশের ৪৪% পরিবার

ডিজিটাল রূপান্তর মানে শুধু অ্যাপ নয়, রাষ্ট্রের ভিত্তি পুনর্গঠনের প্রক্রিয়া: ফয়েজ আহমদ তৈয়্যব