হোম > প্রযুক্তি

গুগলের পিক্সেল ফোন ও ড্রোন তৈরি হবে ভারতে

ভারতে শিগগরিই পিক্সেল ফোন ও ড্রোন তৈরি করবে টেক জায়ান্ট গুগল। ভারতের দক্ষিণাঞ্চলের তামিলনাড়ুতে অবস্থিত ফক্সকনের কারখানায় এসব তৈরি হবে। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি।
 
পশ্চিমা দেশগুলোর সঙ্গে চীনের ভূরাজনৈতিক উত্তেজনার কারণে অন্য কোনো দেশে পণ্য তৈরি করতে চাচ্ছে বৈশ্বিক প্রযুক্তি কোম্পানিগুলো। তাই পশ্চিমা বিশ্বের কোম্পানিগুলোর কাছে বড় গন্তব্য হিসেবে আবির্ভূত হয়েছে ভারত। এ জন্য পিক্সেল ফোন তৈরির জন্য ভারতকে বেছে নিয়েছে গুগল। 

২০২৩ সালে ভারতে পিক্সেল ফোন তৈরি করবে বলে ঘোষণা দেয় গুগল। পিক্সেল ৮ সিরিজের মাধ্যমে ভারতে পণ্য উৎপাদন শুরু করার কথা জানালেও কোন কারখানায় এটি তৈরি করা হবে, তা জানায়নি এই কোম্পানি। 

এক ব্লগ পোস্টে গুগল বলেছে, ‘পিক্সেল স্মার্টফোনের জন্য ভারতের বাজার অগ্রাধিকার পাবে। দেশটির মানুষের কাছে সেরা হার্ডওয়্যার ও অন্তর্নিহিত সফটওয়্যার আনতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’ 

বিবিসিকে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, অ্যালফাবেটের গুগল তামিলনাড়ুতে পিক্সেল স্মার্টফোনের উন্নত সংস্করণ তৈরি করবে এবং চলতি বছরই উৎপাদন শুরু হবে। এ জন্য গুগল ও ফক্সকনের চুক্তি স্বাক্ষরও হয়েছে। 

বর্তমানে তামিলনাড়ুতে ফক্সকনের দুটি কারখানা রয়েছে। এর মধ্যে একটি চেন্নাই শহরের কাছে অবস্থিত। এই কারখানায় অ্যাপলের আইফোনও অ্যাসেম্বল তৈরি করা হয়। স্যামসাংও স্মার্টফোনগুলোর আসেম্বল শুরু করেছে ভারতে। 

রাজ্যের কর্মকর্তাদের সঙ্গে সম্প্রতি কোম্পানিটির কর্মকর্তাদের বৈঠকের পর তামিলনাড়ুতে ফোন তৈরি সিদ্ধান্ত নিয়েছে গুগল। 

এক বিবৃতিতে তামিলনাড়ুর রাজ্য সরকার বলেছে, গুগলের কর্মকর্তারা শিগগিরই চেন্নাইয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের সঙ্গেও দেখা করবেন।

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ

অস্ট্রেলিয়ায় ২ লাখ অ্যাকাউন্ট বন্ধ: ‘এটা কাজ করছে না ব্রো’— প্রধানমন্ত্রীকে কটাক্ষ জেন-জি’দের

সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ উধাও

ভারতে ১৭.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মাইক্রোসফট

ব্যবহৃত মোবাইল ফোন আমদানিতে বিটিআরসির ‘না’, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মোবাইল ব্যবসায়ীদের

৩০ মিনিটের বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার শিশুদের মনোযোগের ক্ষমতা কমায়, বলছে গবেষণা

ট্রাম্পের নতি স্বীকার, এনভিডিয়ার শক্তিশালী এআই চিপ চীনে বিক্রির অনুমতি