হোম > প্রযুক্তি

তিন মাসে বাংলাদেশিদের ৯৯ ভাগ ভিডিও সরিয়েছে টিকটক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত টিকটক থেকে বাংলাদেশি ব্যবহারকারীদের শেয়ার করা ভিডিওগুলোর মধ্যে ৩৪ লাখ ৭৫ হাজার ৪৫৬টি ভিডিও সরিয়ে দেওয়া হয়েছে। এটি বাংলাদেশিদের শেয়ার করা মোট ভিডিওর ৯৯ দশমিক ২ শতাংশ। টিকটকের পক্ষ থেকে জানানো হয়েছে, ভিডিওগুলো প্ল্যাটফর্মটির নীতিমালা পরিপন্থী ছিল।

সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের ওয়েবসাইটে দেওয়া এ-সংক্রান্ত প্রতিবেদনে বলা হয়েছে, এই সময়ের ভেতর বাংলাদেশি ব্যবহারকারিরা টিকটকে যত ভিডিও শেয়ার করেছেন তার মধ্যে ৯৯ দশমিক ২ ভাগ ভিডিও সরিয়ে দেওয়া হয়েছে। সরিয়ে নেওয়া ভিডিওগুলোর মধ্যে ব্যবহারকারীরা ভিডিও শেয়ারের ২৪ ঘণ্টার মধ্যে সরিয়ে নেওয়া হয়েছে ৯৭ দশমিক ৯ ভাগ এবং কোনো দর্শক দেখার আগেই ভিডিও সরিয়ে নেওয়া হয়েছে ৯৫ দশমিক ৮ ভাগ।

বিশ্বে এই তিন মাসে টিকটক ভিডিও সরিয়ে নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান সপ্তম। একই সময়ে ১৪ কোটি ৪৪ লাখ ২২৪টি ভিডিও সরিয়ে নেওয়ার মাধ্যমে সবার প্রথমে আছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ১২ কোটি ৪ লাখ ৯০ হাজার ৩০৯টি ভিডিও সরানোর মধ্য দিয়ে দ্বিতীয় অবস্থানে পাকিস্তান। গত বছরের টিকটকের দেওয়া ত্রৈমাসিক প্রতিবেদনে ভিডিও সরিয়ে নেওয়ার দিক থেকে সপ্তম অবস্থানেই ছিল বাংলাদেশ। তবে ওই সময়ে বাংলাদেশি ব্যবহারকারীদের শেয়ার করা ভিডিও থেকে সরানো হয়েছিল ৬ লাখ ৩৬ হাজার ৩৭২টি ভিডিও।

তবে এই প্ল্যাটফর্মের নির্মাতা দেশ চীনের ব্যবহারকারীদের শেয়ার করা কোনো ভিডিও চলতি বছরে সরানো হয়নি। ভিডিও সরানোর তালিকায় নেপাল থাকলেও এই তালিকায় নাম নেই প্রতিবেশী দেশ ভারত, শ্রীলঙ্কা ও মালদ্বীপের।

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ

অস্ট্রেলিয়ায় ২ লাখ অ্যাকাউন্ট বন্ধ: ‘এটা কাজ করছে না ব্রো’— প্রধানমন্ত্রীকে কটাক্ষ জেন-জি’দের

সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ উধাও

ভারতে ১৭.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মাইক্রোসফট

ব্যবহৃত মোবাইল ফোন আমদানিতে বিটিআরসির ‘না’, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মোবাইল ব্যবসায়ীদের

৩০ মিনিটের বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার শিশুদের মনোযোগের ক্ষমতা কমায়, বলছে গবেষণা

ট্রাম্পের নতি স্বীকার, এনভিডিয়ার শক্তিশালী এআই চিপ চীনে বিক্রির অনুমতি