হোম > প্রযুক্তি

অ্যাপল-আমাজনকে টেক্কা দিতে মাঠে স্পটিফাই 

প্রযুক্তি ডেস্ক

অ্যাপল ও আমাজনের মিউজিক প্ল্যাটফর্মকে টেক্কা দিতে জোরেশোরে মাঠে নেমেছে স্পটিফাই। এবার গ্রাহকদের আকৃষ্ট করতে ‘নেটফ্লিক্স হাব’ চালু করেছে এই জনপ্রিয় মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে স্পটিফাই জানিয়েছে, এই নতুন মিউজিক হাবের মাধ্যমে শ্রোতারা খুব সহজেই নেটফ্লিক্সের বিভিন্ন টিভি শো, সিনেমার সাউন্ডট্র্যাক ও পডকাস্ট উপভোগ করতে পারবেন। 

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এক ব্লগপোস্টে নেটফ্লিক্স হাবকে একটি ‘ফিচার’ হিসেবে উল্লেখ করেছে স্পটিফাই। এই সুইডিশ কোম্পানি বলছে, প্রিমিয়াম ছাড়াও শ্রোতারা বিনা মূল্যেই মানি হেইস্ট ও ব্রিজারটনের মতো টিভি শোগুলোর অফিশিয়াল সাউন্ডট্র্যাক উপভোগ করতে পারবেন এখানে। শুধু তাই নয়, ‘ওকে’, ‘নেটফ্লিক্স ইজ আ ডেইলি জোক’ ও ‘দ্য ক্রাউন’-এর মতো পডকাস্টগুলো এতে পাওয়া যাবে। 

রয়টার্স বলছে, চলতি বছরের তৃতীয় প্রান্তিকে এই মিউজিক প্ল্যাটফর্মের প্রিমিয়াম গ্রাহকের সংখ্যা উল্লেখজনক হারে বেড়েছে। করোনা মহামারিতে স্পটিফাই বেশ লাভবান হয়েছে। এ সময় মানুষের বিনোদনের বেশ বড় এক মাধ্যম হয়ে উঠেছিল স্পটিফাইয়ের মতো অনলাইন প্ল্যাটফর্মগুলো। ধারণা করা হচ্ছে, অ্যাপল ও আমাজনের মিউজিক প্ল্যাটফর্মের সঙ্গে প্রতিযোগিতায় এগিয়ে যেতেই তাদের এই নতুন সংস্করণ। 

আপাতত যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, যুক্তরাজ্য ও ভারতের গ্রাহকেরা এই নতুন ফিচারের সুবিধা পাবেন বলে জানিয়েছে স্পটিফাই। এর আগে ২০১৯ সালের শুরুতে ডিজনির সহযোগিতায় স্পটিফাই চালু করেছিল ডিজনি হাব।  

প্রযুক্তির দখল কার হাতে

গুগলের নতুন এআই টুল

বৈদ্যুতিক জাহাজ নির্মাণশিল্পে চীনের আধিপত্য

পাসওয়ার্ডের নিরাপত্তা কতটুক: জেনে নিন বিশ্বে সর্বাধিক ব্যবহৃত পাসওয়ার্ড

ভুয়া ওয়েবসাইট চেনার উপায়

আগুনের ঝুঁকিমুক্ত ব্যাটারি বানালেন বিজ্ঞানীরা

উসকানিমূলক কনটেন্ট বন্ধে কঠোর অবস্থানে সরকার

উসকানিমূলক কনটেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মেটাকে বিটিআরসির চিঠি

বিবিএসের জরিপ: ইন্টারনেটের আওতার বাইরে দেশের ৪৪% পরিবার

ডিজিটাল রূপান্তর মানে শুধু অ্যাপ নয়, রাষ্ট্রের ভিত্তি পুনর্গঠনের প্রক্রিয়া: ফয়েজ আহমদ তৈয়্যব