হোম > প্রযুক্তি

এয়ারপডে পানি ঢুকলে

মাহবুব শুভ

বাজারের কোনো এয়ারপডে পানিরোধক সুবিধা নেই বললে চলে। অবশ্য কিছু মডেল ও এয়ারপড কেস আছে, যেগুলো পানি রোধ করতে পারে বটে; কিন্তু দীর্ঘ সময় পানিতে পড়ে থাকলে সেগুলোও নষ্ট হওয়ার ঝুঁকি আছে। কিছু ডিভাইস আছে, যেগুলোর ভেতরে পানি ঢোকারই সুযোগ নেই, যত সময় কিংবা পানির যত গভীরেই থাকুক না কেন। এসব এয়ারপড সাধারণ ব্যবহারকারীদের নাগালের বাইরে সেগুলোর দামের কারণে। তাই জেনে নেওয়া ভালো, আপনার ব্যবহার করা এয়ারপডটি পানিতে ভিজে গেলে কী করতে পারেন।

পানিতে ভিজে গেলে 
সুতি বা মাইক্রো ফাইবারযুক্ত শুকনো কাপড় দিয়ে এয়ারপড মুছে নিন। চাইলে কটন বাডও ব্যবহার করতে পারেন। এরপর শুকানোর জন্য খোলা জায়গায় কমপক্ষে দুই ঘণ্টা রেখে দিন। এ সময়ের মধ্যে এয়ারপড ব্যবহার করা যাবে না। সম্ভব হলে মৃদু হাওয়াযুক্ত ঠান্ডা ও শুকনো জায়গায় পুরো রাত রেখে দিন। চার্জিং কেসে ঢোকানোর আগে এয়ারপড পুরোপুরি শুকিয়েছে কি না, তা ভালোভাবে পরীক্ষা করে নিন। না হলে জমে থাকা পানির কারণে কেসের ক্ষতি হতে পারে। 

কেস ভিজে গেলে সেখান থেকে এয়ারপড বের করে রাখুন। কেসটি শুকনো কাপড় দিয়ে মুছে কয়েক ঘণ্টা কিংবা সারা রাতের জন্য কেস খোলা জায়গায় রেখে দিন। যে যা-ই বলুক না কেন, শুকানোর জন্য কোনোমতেই চালের বস্তায় এয়ারপড রাখা যাবে না। চালে এমন কিছু নেই যে এটি পানিতে ক্ষতি হওয়া এয়ারপড ঠিক করে দিতে পারবে। বরং এতে ডিভাইসের ছিদ্রগুলোতে চাল আটকে যাওয়ার আশঙ্কা আছে। অতিরিক্ত গরম ও ঠান্ডা জায়গায় এয়ারপড বা তার ভেজা কেস রাখবেন না। দ্রুত শুকাতে রেডিয়েটর কিংবা হেয়ার ড্রায়ার জাতীয় কিছু ব্যবহার করা যাবে না। এতে বরং এয়ারপড গরম হয়ে ভেতরের সার্কিটের ক্ষতি হতে পারে। 

পানি ছাড়া অন্য কিছু পড়লে
বিভিন্ন ধরনের তরল এয়ারপডের নানা রকম ক্ষতি করতে পারে। লোশন পানিরোধক পর্দা নষ্ট করে দিতে পারে, সোডা আঠালো হয়ে স্পিকারের মুখ বন্ধ করে দেয়। অন্যদিকে কফি সাদা প্লাস্টিকে দাগ বসিয়ে দেয়। সমুদ্রের পানি শুকিয়ে গেলে এয়ারপডের গায়ে লবণ এঁটে থাকতে পারে। পানি ছাড়া অন্য কিছু ঢুকলে শুকানোর আগে হালকা ভেজা কাপড় দিয়ে এয়ারপড মুছে ফেলুন। তবে কাপড় থেকে পানি যাতে ভেতরে ঢুকতে না পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। এরপরও ময়লা তরল পদার্থ দূর করতে না পারলে ভিন্ন পদ্ধতি অবলম্বন করুন। 

যেহেতু এয়ারপড দীর্ঘ সময় পানিতে থাকলে নষ্ট হয়ে যেতে পারে, তাই চার্জিং কেস যাতে পুরোপুরি পানিরোধী হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। 

সূত্র: মেক ইউজ অব

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ

অস্ট্রেলিয়ায় ২ লাখ অ্যাকাউন্ট বন্ধ: ‘এটা কাজ করছে না ব্রো’— প্রধানমন্ত্রীকে কটাক্ষ জেন-জি’দের

সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ উধাও

ভারতে ১৭.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মাইক্রোসফট

ব্যবহৃত মোবাইল ফোন আমদানিতে বিটিআরসির ‘না’, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মোবাইল ব্যবসায়ীদের

৩০ মিনিটের বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার শিশুদের মনোযোগের ক্ষমতা কমায়, বলছে গবেষণা

ট্রাম্পের নতি স্বীকার, এনভিডিয়ার শক্তিশালী এআই চিপ চীনে বিক্রির অনুমতি