হোম > প্রযুক্তি

এক্সে লাইভ ভিডিওয়ের জন্য ফি নেবেন ইলন মাস্ক

সরাসরি ভিডিও সম্প্রচার বা লাইভ ভিডিও স্ট্রিমিংয়ের জন্য ফি নেওয়া শুরু করবে ইলন মাস্কের কোম্পানি এক্স (সাবেক টুইটার)। ফিচারটি এখন শুধু এক্সের প্রিমিয়াম সাবস্ক্রিপশন প্ল্যানে পাওয়া যাবে বলে এক ঘোষণায় জানিয়েছে কোম্পানিটি। এর আগেও বিভিন্ন সাধারণ ফিচার সাবস্ক্রিপশন প্ল্যানের আওতায় নিয়ে এসেছে মাস্ক। 

ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, টুইচ ও টিকটকে লাইভ করার জন্য কোনো ফি নেওয়া হয়। নতুন এই সিদ্ধান্তের মাধ্যমে এক্সই একমাত্র সামাজিক যোগাযোগমাধ্যমে হবে, যা লাইভ স্ট্রিমিংয়ের জন্য ফি নেবে।

কোম্পানিটি বলছে, শিগগিরই শুধু প্রিমিয়াম সাবস্ক্রাইবাররাই এক্স প্ল্যাটফর্মে লাইভ স্ট্রিম করতে পারবে। বাইরের কোনো এনকোডার (লাইভ ভিডিও করার জন্য বিভিন্ন টুল) ব্যবহার করেও এক্স প্ল্যাটফর্মে লাইভ করলে ফি দিতে হবে। 

তবে কেন এই পরিবর্তন নিয়ে আসা হয়েছে তা স্পষ্ট করেনি এক্স। প্রিমিয়াম সাবস্ক্রিপশন প্ল্যানে পোস্ট এডিট, বড় কনটেন্ট লেখা বা বিজ্ঞাপনমুক্ত ফিডের মতো বিভিন্ন ফিচার যুক্ত করে ব্যবহারকারীদের আকৃষ্ট করার চেষ্টা করছে কোম্পানিটি। তবে এর আগে সহজলভ্য ফিচারগুলো এভাবে কোনো প্ল্যানের আওতায় রাখেনি কোম্পানিটি। এর মাধ্যমে বোঝা যায়, আয়ের জন্য এক্স শুধু বিজ্ঞাপনের ওপর নির্ভর করতে চাইছে না। বিজ্ঞাপন ও সাবস্ক্রিপশন প্ল্যানের মাধ্যমে আয় করবে এক্স। 

এক্সের বেসিক প্ল্যানের জন্য প্রতি মাসে ৩ ডলার খরচ করতে হয় ব্যবহারকারীদের। আরও প্রিমিয়াম ও প্রিমিয়াম প্লাস সাবস্ক্রাইবারদের জন্য যথাক্রমে ৮ ও ১৬ ডলার খরচ করতে হয়। 

নিউজিল্যান্ড ও ফিলিপাইনের নতুন অ্যাকাউন্টের জন্য ব্যবহারকারীদের ১ ডলার খরচ করতে হয়। তবে এটি পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে কোম্পানিটি। তবে মাস্ক বলছে, এক্সের সব ব্যবহারকারীর জন্য তিনি ফি নির্ধারণ করতে চান। 

এ ছাড়া বুকমার্ক, রিপ্লাই বা পোস্টে লাইকের মতো সাধারণ ফিচারের জন্য ব্যবহারকারীদের কাছ থেকে বাৎসরিক ফি নেওয়ারও পরিকল্পনা করছে মাস্ক। 

তথ্যসূত্র:এন্ডগ্যাজেট

চর্চা ‘লার্নিং থ্রো প্র্যাকটিস’ধারণাকে প্রাধান্য দেয়

মিরর ব্যাকটেরিয়া কি আধুনিক পৃথিবীর নতুন মারণাস্ত্র

অনলাইনে কেনাকাটার নিরাপদ উপায়

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ

অস্ট্রেলিয়ায় ২ লাখ অ্যাকাউন্ট বন্ধ: ‘এটা কাজ করছে না ব্রো’— প্রধানমন্ত্রীকে কটাক্ষ জেন-জি’দের

সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ উধাও

ভারতে ১৭.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মাইক্রোসফট