হোম > প্রযুক্তি

টফি অ্যাপে বিনামূল্যে দেখা যাবে বাংলাদেশ বনাম পাকিস্তানের ম্যাচ

আসন্ন বাংলাদেশ বনাম পাকিস্তান টি-২০ ও টেস্ট ক্রিকেট সিরিজের সকল ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের সবচেয়ে জনপ্রিয় ডিজিটাল স্ট্রিমিং অ্যাপ টফি। এই অ্যাপের মাধ্যমে যেকোনো নেটওয়ার্ক থেকে বিনামূল্যে সবগুলি ম্যাচ উপভোগ করা যাবে। টি-২০ ও টেস্ট সিরিজ দুটি শুরু হবে ১৯ ও ২৬ নভেম্বর থেকে। 

ব্যবহারকারীরা টফির ‘লাইভ ১ চ্যানেল’ এ গিয়ে খুব সহজেই ম্যাচগুলো সরাসরি উপভোগ করতে পারবেন। বিনামূল্যে টফি অ্যাপ ডাউনলোড করা যাবে গুগল প্লে–স্টোর, অ্যাপ স্টোর বা এই লিংক থেকে: https://toffeelive.com/

এ বিষয়ে টফির ডিজিটাল সার্ভিসেস ডিরেক্টর আব্দুল মুকিত আহমেদ বলেন, ‘টফি চালু করার লক্ষ্যই হচ্ছে সবার জন্য মানসম্মত বিনোদন আরও সহজলভ্য করা। এ লক্ষ্যে আমরা শুরু থেকেই গ্রাহকদের চাহিদা অনুসারে নতুন নতুন কনটেন্ট নিয়ে আসার চেষ্টা করছি। এরই ধারাবাহিকতায় এবার আমরা টফিতে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ নিয়ে এসেছি। এর ফলে দেশের ক্রিকেটপ্রেমীরা যেকোনো সময়, যে কোনো জায়গা থেকে দুই দেশের এই রোমাঞ্চকর ক্রিকেট খেলা উপভোগ করতে পারবেন।’ টফি অ্যাপর মাধ্যমে ভবিষ্যতে আরও উন্নতমানের বিনোদনমূলক ডিজিটাল কনটেন্ট নিয়ে আসারও কথা জানান তিনি। 

টফি বাংলাদেশের অন্যতম প্রিমিয়ার ভিডিও স্ট্রিমিং অ্যাপ্লিকেশন। ২০১৯ সালের ৬ নভেম্বর যাত্রা শুরু করে মাত্র চার মাসের মধ্যে গুগল প্লে–স্টোরে বাংলাদেশের প্রধান বিনোদন অ্যাপে পরিণত হয় টফি। এটি দেশের অন্য যেকোনো ভিডিও স্ট্রিমিং অ্যাপ থেকে ভিন্ন। কারণ টফির কনটেন্ট যেকোনো নেটওয়ার্ক থেকে সবাই বিনামূল্যে ব্যবহার করতে পারবে। ব্যবহারকারীদের সহজ নেভিগেশন ও বাফারিং মুক্ত কনটেন্ট উপভোগের সুযোগ দেয় অ্যাপটি। অ্যান্ড্রয়েড স্মার্টফোন এবং অ্যান্ড্রয়েড টিভিতে টফি উপভোগ করা যায়। বর্তমানে ১০০ টিরও দেশি ও বিদেশি লাইভ টিভি চ্যানেল রয়েছে টফিতে। এ ছাড়াও রয়েছে ভিডিও-অন-ডিমান্ড কনটেন্টের বিশাল সংগ্রহ।

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ

অস্ট্রেলিয়ায় ২ লাখ অ্যাকাউন্ট বন্ধ: ‘এটা কাজ করছে না ব্রো’— প্রধানমন্ত্রীকে কটাক্ষ জেন-জি’দের

সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ উধাও

ভারতে ১৭.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মাইক্রোসফট

ব্যবহৃত মোবাইল ফোন আমদানিতে বিটিআরসির ‘না’, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মোবাইল ব্যবসায়ীদের

৩০ মিনিটের বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার শিশুদের মনোযোগের ক্ষমতা কমায়, বলছে গবেষণা

ট্রাম্পের নতি স্বীকার, এনভিডিয়ার শক্তিশালী এআই চিপ চীনে বিক্রির অনুমতি