হোম > প্রযুক্তি

ফক্স নিউজ চ্যানেলের উপস্থাপককে স্থায়ীভাবে নিষিদ্ধ করল ইউটিউব

প্রযুক্তি ডেস্ক

ফক্স নিউজ চ্যানেলের উপস্থাপক ড্যান বোঙ্গিনোকে ইউটিউব থেকে স্থায়ীভাবে নিষিদ্ধ করা হয়েছে । অভিযোগ আনা হয়েছে, গত সপ্তাহে এ প্ল্যাটফর্ম ব্যবহার করে বোঙ্গিনো করোনা মহামারি নিয়ে বিভ্রান্তিকর তথ্য পোস্ট করেছেন। এর জেরেই গতকাল বুধবার তার ওপর স্থায়ী নিষেধাজ্ঞা আনল গুগলের এই ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম।

ইউটিউবের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ড্যান বোঙ্গিনোকে তাঁর ইউটিউব চ্যানেলে করোনা প্রতিরোধে মাস্ক ব্যবহারের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলেন। যা মহামারি-সম্পর্কিত ভুল তথ্য নীতির লঙ্ঘন করেছে বলে দাবি এ প্ল্যাটফর্মের। ফলে গত ২০ জানুয়ারি তার একটি ইউটিউব চ্যানেল এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়। পরবর্তীতে তাঁর অন্য আরেক চ্যানেল থেকে এ স্থগিতাদেশ ঠেকানোর চেষ্টা চালালে ইউটিউব তাঁকে স্থায়ীভাবে নিষিদ্ধ করে। 

ইউটিউবের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, যখন একটি চ্যানেল একটি স্ট্রাইক পায়, তখন তা এড়ানোর জন্য অন্য চ্যানেল ব্যবহার করা তাদের শর্তের পরিপন্থী । 

যদিও এ নিষেধাজ্ঞার বিষয়ে বোঙ্গিনোর কাছে থেকে কোনো মন্তব্য পায়নি রয়টার্স। 

গত সপ্তাহে টুইটারে তিনি জানিয়েছিলেন, এ চ্যানেলের স্থগিতাদেশের তিনি মোটেই অবাক হননি । বরং তিনি কানাডীয় অনলাইন ভিডিও প্ল্যাটফর্ম রাম্বল-এ  ভিডিও পোস্ট করা চালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। যা রক্ষণশীলদের মধ্যে জনপ্রিয় একটি ওয়েবসাইট। তা ছাড়াও ইউটিউব চ্যানেলের তুলনায় রাম্বলে তাঁর অনুসারীর সংখ্যা দ্বিগুণ ছিল বলেও জানান তিনি।  

ট্র্যাকার সোশ্যাল ব্লেডের তথ্য অনুসারে, ২০১৩ সালে তৈরি হওয়া ড্যান বোঙ্গিনোর ইউটিউব চ্যানেলে ৮ লাখ ৮২ হাজার সাবস্ক্রাইবার ছিল এবং ১১'শ ভিডিও আপলোড করা হয়েছিল।

করোনা মহামারি নিয়ে ভুয়া তথ্য ছড়ানো রোধে কঠোর নীতিমালা আরোপ করেছে ইউটিউব । গত সেপ্টেম্বরে,ভ্যাকসিন সম্পর্কে ভুল তথ্য ছড়ানোর জন্য জোসেফ মেরকোলা ও রবার্ট এফ কেনেডি জুনিয়রের মতো রক্ষণশীল মন্তব্যকারীদের নিষিদ্ধ করেছিল ইউটিউব।

চর্চা ‘লার্নিং থ্রো প্র্যাকটিস’ধারণাকে প্রাধান্য দেয়

মিরর ব্যাকটেরিয়া কি আধুনিক পৃথিবীর নতুন মারণাস্ত্র

অনলাইনে কেনাকাটার নিরাপদ উপায়

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ

অস্ট্রেলিয়ায় ২ লাখ অ্যাকাউন্ট বন্ধ: ‘এটা কাজ করছে না ব্রো’— প্রধানমন্ত্রীকে কটাক্ষ জেন-জি’দের

সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ উধাও

ভারতে ১৭.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মাইক্রোসফট