হোম > প্রযুক্তি

গুগল ড্রাইভে হোয়াটসঅ্যাপ ব্যাকআপ সাইজ কমানোর ৩ উপায়

নতুন এক আপডেটের মধ্যে দিয়ে গুগল ড্রাইভের স্টোরেজ দখল শুরু করছে হোয়াটসঅ্যাপ। গুগল ড্রাইভের জায়গা বাঁচানোর জন্য ব্যবহারকারীরা নানা উপায় খুঁজছেন। হোয়াটসঅ্যাপের ব্যাকআপ সাইজ কমালে গুগল ড্রাইভের স্টোরেজ তাড়াতাড়ি পূর্ণ হবে না। 

অ্যান্ড্রয়েডের হোয়াটসঅ্যাপের ব্যাকআপ যেমন গুগলে ড্রাইভে আপলোড হয়। তেমনি আইফোনে হোয়াটসঅ্যাপের ব্যাকআপ আই ক্লাউডে জায়গা দখল করে। গুগল ড্রাইভে বিনামূল্যে ১৫ জিবি স্টোরেজ ও আইক্লাইডে ৫ জিবি স্টোরেজ ব্যবহার করা যায়। আরও স্টোরেজের দরকার হলে সাবস্ক্রিপশন প্ল্যান কিনতে হবে অথবা হোয়াটসঅ্যাপের ব্যাকআপের সাইজ কমাতে হবে। 

তিন উপায়ে আইফোন ও অ্যান্ড্রয়েডের হোয়াটসঅ্যাপের ব্যাকআপের সাইজ কমানো যায়। সেগুলো জানানো হলো—

স্বয়ংক্রিয় মিডিয়া ডাউনলোড বন্ধ করুন
ছবির স্বয়ংক্রিয়ভাবে ডাউনলোডের অপশনটি বন্ধ করে রাখলে হোয়াটসঅ্যাপে অনাকাঙ্খিত মিডিয়া ডাউনলোড হবে না। যারা হোয়াটসঅ্যাপে বিভিন্ন গ্রুপে রয়েছে, তাদের জন্য এটি বেশি গুরুত্বপূর্ণ। কারণ এর মাধ্যমে প্রতিদিনের গুড মর্নিং (শুভ সকাল), গুড ইভিনিংয়ের (শুভ সন্ধ্যা) মতো শুভেচ্ছা বার্তার ছবি ডাউনলোড বন্ধ করে রাখা যায়। ছবিগুলো ছোট হলেও ধীরে ধীরে এগুলো অনেক স্টোরেজ দখল করে। 

ভিডিও ব্যাকআপ বন্ধ রাখুন 
হোয়াটসঅ্যাপের চ্যাট ব্যাকআপে ভিডিও অনেক জায়গা দখল করে। সেটিংসের চ্যাট ব্যাকআপ অপশনে ‘include videos’ অপশনটি বন্ধ করে দিলে ব্যাকআপের সাইজ কমে যাবে। এখন হোয়াটসঅ্যাপ এইচডি ভিডিও সমর্থন করে। এর মাধ্যমে হাই–রেজল্যুশনের ছবি ও ভিডিও হোয়াটসঅ্যাপে পাঠানো যায়। এগুলোও অনেক স্টোরেজ দখর করে। 

ডিসঅ্যাপেয়ারিং মেসেজ 
অপ্রয়োজনীয় চ্যাটের জন্য ডিসঅ্যাপেয়ারিং মেসেজ অপশনটি চালু রাখতে পারেন। এরফলে নিদির্ষ্ট সময়ের পরে মেসেজ ও চ্যাটগুলো স্বয়ংক্রিয়ভাবে ডিলিট হয়ে যাবে। এর ফলে চ্যাট ব্যকআপের সাইজ অনেক কমে যাবে। সব কনট্যাক্টের জন্য বা নির্দিষ্ট কনট্যাক্টের জন্য এই ফিচার চালু করতে পারেন। 

যদি হোয়াটসঅ্যাপের ডেটার ব্যকআপ রাখা খুবই প্রয়োজনীয় তাহলে গুগল বা আইক্লাউডের স্টোরেজের অতিরিক্ত স্টোরেজ কেনা যায়। বর্তমানে গুগল অ্যাকাউন্টের ১০০ জিবি স্টোরেজের জন্য ১৫০ টাকা এবং ২০০ জিবি ও ২ টিবি স্টোরেজের জন্য যথাক্রমে ২৫০ টাকা ও ৭০০ টাকা প্রতি মাসে দিতে হবে। 

আইক্লাউডের ৫০ জিবি স্টোরেজের জন্য প্রায় ৯৯ টাকা, ২০০ জিবির জন্য প্রায় ২৯১ টাকা খরচ করতে হবে। ২০০ জিবি প্ল্যানটি পরিবার ও বন্ধুদের সঙ্গে শেয়ার করা যাবে। 

তথ্যসূত্র:দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ

অস্ট্রেলিয়ায় ২ লাখ অ্যাকাউন্ট বন্ধ: ‘এটা কাজ করছে না ব্রো’— প্রধানমন্ত্রীকে কটাক্ষ জেন-জি’দের

সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ উধাও

ভারতে ১৭.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মাইক্রোসফট

ব্যবহৃত মোবাইল ফোন আমদানিতে বিটিআরসির ‘না’, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মোবাইল ব্যবসায়ীদের

৩০ মিনিটের বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার শিশুদের মনোযোগের ক্ষমতা কমায়, বলছে গবেষণা

ট্রাম্পের নতি স্বীকার, এনভিডিয়ার শক্তিশালী এআই চিপ চীনে বিক্রির অনুমতি