মাইক্রোসফটের নিজস্ব বিং চ্যাটবটে আসছে একাধিক নতুন সুবিধা। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো মাইক্রোসফট চ্যাটে ছবি দেখার সুবিধা। চ্যাটবটের জনপ্রিয়তা বাড়াতে চ্যাটবটের ভিজ্যুয়ালে গুরুত্ব দিচ্ছে সফটওয়্যার জায়ান্ট প্রতিষ্ঠানটি।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট জিডিনেটের প্রতিবেদন অনুযায়ী, উদাহরণস্বরূপ বিং চ্যাটে কেউ কোনো প্রাণীর নাম জিজ্ঞেস করলে সেই প্রাণী সম্পর্কিত বিভিন্ন তথ্যের সঙ্গে একটি ছবিও যুক্ত করে দেবে বিং চ্যাটবট। শুধু ছবি দেওয়াতেই সীমাবদ্ধ নয় বিষয়টি, ছবিতে ক্লিক করলে প্রাণীটি সম্পর্কে আরও বিস্তারিত জানার সুযোগ থাকবে। ছবি ছাড়াও টেবিল আকারে বিভিন্ন তথ্য দেখাবে বিং চ্যাটবট।
গত ফেব্রুয়ারিতে নিজস্ব সার্চ ইঞ্জিন বিংয়ের চ্যাটজিপিটির প্রযুক্তি যুক্ত করে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট। তবে যে কেউ চাইলেই তাৎক্ষণিকভাবে ব্যবহার করতে পারতেন না সার্চ ইঞ্জিনটির এই নতুন সংস্করণ। এটি ব্যবহার করতে হলে আগে মাইক্রোসফট অ্যাকাউন্টে লগইন করে অপেক্ষমাণ তালিকায় নাম লেখাতে হতো ব্যবহারকারীদের। পরবর্তীকালে মাইক্রোসফট থেকে অনুমোদন মিললেই বিংয়ের এআই ব্যবহারের সুযোগ পেতেন ব্যবহারকারীরা।