হোম > প্রযুক্তি

তথ্যের সঙ্গে ছবিও দেবে বিং চ্যাটবট

প্রযুক্তি ডেস্ক

মাইক্রোসফটের নিজস্ব বিং চ্যাটবটে আসছে একাধিক নতুন সুবিধা। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো মাইক্রোসফট চ্যাটে ছবি দেখার সুবিধা। চ্যাটবটের জনপ্রিয়তা বাড়াতে চ্যাটবটের ভিজ্যুয়ালে গুরুত্ব দিচ্ছে সফটওয়্যার জায়ান্ট প্রতিষ্ঠানটি। 

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট জিডিনেটের প্রতিবেদন অনুযায়ী, উদাহরণস্বরূপ বিং চ্যাটে কেউ কোনো প্রাণীর নাম জিজ্ঞেস করলে সেই প্রাণী সম্পর্কিত বিভিন্ন তথ্যের সঙ্গে একটি ছবিও যুক্ত করে দেবে বিং চ্যাটবট। শুধু ছবি দেওয়াতেই সীমাবদ্ধ নয় বিষয়টি, ছবিতে ক্লিক করলে প্রাণীটি সম্পর্কে আরও বিস্তারিত জানার সুযোগ থাকবে। ছবি ছাড়াও টেবিল আকারে বিভিন্ন তথ্য দেখাবে বিং চ্যাটবট। 

এদিকে, বিংয়ের এআইযুক্ত সংস্করণ সবার জন্য উন্মুক্ত করেছে মাইক্রোসফট। ফলে আর অপেক্ষমাণ তালিকায় থাকতে হবে না ব্যবহারকারীকে। সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, মাইক্রোসফটের ‘মডার্ন লাইফ, সার্চ অ্যান্ড ডিভাইসেস’ বিভাগের ভাইস প্রেসিডেন্ট ইউসুফ মেহদি বলেন, ‘আমরা (বিং) গতিতে আরও ভালো হয়ে উঠছি, আমরা আরও নির্ভুল হয়ে উঠছি … তবে আমরা জিনিসগুলোকে আরও ভালো এবং আরও ভালো করার অন্তহীন অনুসন্ধানে আছি।’

গত ফেব্রুয়ারিতে নিজস্ব সার্চ ইঞ্জিন বিংয়ের চ্যাটজিপিটির প্রযুক্তি যুক্ত করে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট। তবে যে কেউ চাইলেই তাৎক্ষণিকভাবে ব্যবহার করতে পারতেন না সার্চ ইঞ্জিনটির এই নতুন সংস্করণ। এটি ব্যবহার করতে হলে আগে মাইক্রোসফট অ্যাকাউন্টে লগইন করে অপেক্ষমাণ তালিকায় নাম লেখাতে হতো ব্যবহারকারীদের। পরবর্তীকালে মাইক্রোসফট থেকে অনুমোদন মিললেই বিংয়ের এআই ব্যবহারের সুযোগ পেতেন ব্যবহারকারীরা।

ডিজিটাল রূপান্তর মানে শুধু অ্যাপ নয়, রাষ্ট্রের ভিত্তি পুনর্গঠনের প্রক্রিয়া: ফয়েজ আহমদ তৈয়্যব

৭০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারির সাশ্রয়ী ফোন আনল রিয়েলমি

এআইকে ব্যক্তিগত অর্থ উপদেষ্টা বানালেন ২৭ বছরের এই সিইও

চর্চা ‘লার্নিং থ্রো প্র্যাকটিস’ধারণাকে প্রাধান্য দেয়

মিরর ব্যাকটেরিয়া কি আধুনিক পৃথিবীর নতুন মারণাস্ত্র

অনলাইনে কেনাকাটার নিরাপদ উপায়

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ