হোম > প্রযুক্তি

যে কারণে অ্যাপলের বিরুদ্ধে মামলা করল বিনিয়োগকারীরা

আজকের পত্রিকা ডেস্ক­

অ্যাপলের এআই অগ্রগতির ঘোষণা বিশ্লেষকদের হতাশ করে। ছবি: এএফপি

অ্যাপলের বিরুদ্ধে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিসংক্রান্ত অগ্রগতির তথ্য অতিরঞ্জিতভাবে উপস্থাপনের অভিযোগে মামলা করেছে বিনিয়োগকারীরা। গত শুক্রবার দায়ের করা এই ক্লাস অ্যাকশন মামলায় বলা হয়, আইফোনের ভয়েস অ্যাসিস্ট্যান্ট সিরিতে অ্যাডভান্সড কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিসংক্রান্ত অগ্রগতির ব্যাপারে বিভ্রান্তিকর তথ্য দেওয়া হয়েছে। এর ফলে আইফোনের বিক্রি কমে গেছে এবং শেয়ারমূল্যে বড় ধরনের পতন হয়েছে।

মামলার অভিযোগপত্রে বলা হয়, গত ৯ জুন শেষ হওয়া আর্থিক বছরে অ্যাপল আইফোনে বেশ কিছু ফিচার ও ডিজাইনে পরিবর্তন আনলেও এআই-বিষয়ক বিশেষ কোনো ফিচার আনেনি। এর ফলে বিনিয়োগকারীদের কোটি কোটি ডলারের ক্ষতি হয়েছে।

এই মামলার প্রধান বাদী এরিক টাকার বলে, ২০২৪ সালের জুনে অনুষ্ঠিত অ্যাপলের ডেভেলপার কনফারেন্সে ‘অ্যাপল ইন্টিলিজেন্স’ নামে এআই ফিচার আনার ঘোষণা দেয় অ্যাপল। এতে ধারণা দেওয়া হয়েছিল যে, নতুন আইফোন ১৬ সিরিজে এটি একটি বড় ধরনের পরিবর্তন ও বিক্রির মূল চালক হবে।

তবে প্রতিশ্রুতি অনুযায়ী আইফোন ১৬তে এআই-ভিত্তিক তেমন কোনো আকর্ষণীয় ফিচার যুক্ত করেনি অ্যাপল।

বিনিয়োগকারী বলেন, এই সত্য গত ৭ মার্চ সবার সামনে আসে। কারণ এআই-ভিত্তিক সিরির কিছু আপগ্রেড ২০২৬ সাল পর্যন্ত পেছানোর ঘোষণা দেয় অ্যাপল।

এরপর গত ৯ জুনের ডব্লিউডব্লিউডিসি সম্মেলনে অ্যাপলের এআই অগ্রগতির ঘোষণা বিশ্লেষকদের হতাশ করে। এতে স্পষ্ট হয়, অ্যাপলের এআই উদ্যোগ প্রত্যাশিত অগ্রগতি অর্জন করেনি।

বিনিয়োগকারীদের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে ২৬ ডিসেম্বর পর্যন্ত অ্যাপলের শেয়ারের দাম কমে এক-চতুর্থাংশ পর্যন্ত। ফলে এর বাজারমূল্য ৯০ কোটি ডলার কমে গেছে।

এ বিষয়ে অ্যাপল কোনো মন্তব্য করেনি। মামলায় অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক, প্রধান অর্থ কর্মকর্তা কেভান পারেখ এবং সাবেক প্রধান অর্থ কর্মকর্তা লুকা মায়েস্ট্রিকে অভিযুক্ত করা হয়েছে।

তথ্যসূত্র: রয়টার্স

চর্চা ‘লার্নিং থ্রো প্র্যাকটিস’ধারণাকে প্রাধান্য দেয়

মিরর ব্যাকটেরিয়া কি আধুনিক পৃথিবীর নতুন মারণাস্ত্র

অনলাইনে কেনাকাটার নিরাপদ উপায়

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ

অস্ট্রেলিয়ায় ২ লাখ অ্যাকাউন্ট বন্ধ: ‘এটা কাজ করছে না ব্রো’— প্রধানমন্ত্রীকে কটাক্ষ জেন-জি’দের

সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ উধাও

ভারতে ১৭.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মাইক্রোসফট