গুগল তাদের এআই প্ল্যাটফর্ম জেমিনি প্রো এক বছরের জন্য শিক্ষার্থীদের বিনা মূল্যে ব্যবহারের সুযোগ দিয়েছে। তালিকায় বাংলাদেশও রয়েছে। এই সুযোগ শিক্ষার্থীদের গবেষণা, অ্যাসাইনমেন্ট, কোডিং, প্রতিবেদন তৈরি, ভিডিও প্রজেক্টসহ নানা শিক্ষামূলক কাজে সহায়তা করবে। সুযোগটি চলতি বছরের ৯ ডিসেম্বর পর্যন্ত প্রযোজ্য।
যোগ্যতা
এই সুবিধা পেতে শিক্ষার্থীদের বয়স ১৮ বছর বা তার বেশি হতে হবে এবং দেশের যেকোনো উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি থাকতে হবে। শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানের অফিশিয়াল ই-মেইল ব্যবহার করে গুগল অ্যাকাউন্টে লগইন করতে হবে। যাচাইপ্রক্রিয়া সফল হলে তাঁরা এই সুযোগ উপভোগ করতে পারবেন।
সুবিধা
আবেদন প্রক্রিয়া
শিক্ষার্থীদের প্রথমে গুগলের স্টুডেন্ট পেজে গিয়ে ‘সাইন আপ’ অপশন নির্বাচন করতে হবে। এরপর দেশ হিসেবে বাংলাদেশ নির্বাচন করতে হবে এবং শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচন করার পর শিক্ষার্থী ই-মেইল ব্যবহার করে যাচাই সম্পন্ন করতে হবে। প্রয়োজনীয় পরিচয়ের প্রমাণ আপলোড করার পর ট্রায়াল সাবস্ক্রিপশন চালু হবে।
এই সুযোগের মাধ্যমে শিক্ষার্থীরা উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে শিক্ষা ও গবেষণার মান উন্নত করতে পারবেন।
সূত্র: গুগল হেল্প