হোম > প্রযুক্তি

বিনামূল্যে ব্যবহারের জন্য চ্যাটজিপিটির নতুন সংস্করণ এল

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বা এআই চ্যাটবট চ্যাটজিপিটির নতুন সংস্করণ জিপিটি–৪ও নিয়ে এল ওপেনএআই। সাবস্ক্রিপশন ছাড়া বিনামূল্যে ব্যবহার করা যাবে এই সংস্করণ। এতে নতুন ভয়েস মোড, লাইভ ট্রান্সলেশন, ছবি ও ডকুমেন্ট আপলোডসহ বেশ কয়েকটি সুবিধা যুক্ত করা হয়েছে। 

গত সোমবার আনুষ্ঠানিকভাবে এই সংস্করণ উন্মোচন করে কোম্পানিটি। ইউটিউবে অনুষ্ঠানটি লাইভ প্রচার করা হয়। 

২০২২ সালে চ্যাটবট চ্যাটজিপিটি উন্মোচনের পর সাবস্ক্রিপশনবিহীন ব্যবহারকারীদের জন্য তেমন নতুন কোনো ফিচার নিয়ে আসেনি ওপেনএআই। নতুন সংস্করণটি সম্পর্ক বিস্তারিত তথ্য তুলে ধরা হলো—

জিপিটি ৪ ও
ওপেনএআই চ্যাটজিপিটির নতুন সংস্করণ জিপিটি–৪ ও। এর মধ্যে ‘ও’ দিয়ে অমনি–মডেলকে বোঝানো হয়েছে। এর গতি আগের মডেলগুলো থেকে ৫০ শতাংশ বেশি বলে কোম্পানিটি দাবি করেছে। 

জিপিটি ৪ও সংস্করণে নতুন লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ব্যবহার করা হয়েছে। এই মডেলের কার্যক্ষমতা চ্যাটজিপিটি–৪ এর চেয়ে বেশি ও চ্যাটবটটির টেক্সট, ভয়েসের ও ‘ভিশনের’ ক্ষেত্রে পরিবর্তন নিয়ে আসা হয়েছে। 

এই মডেল আরও বেশ কয়েকটি ভাষা সমর্থন করবে। এতে নতুন ভয়েস মোড যুক্ত করা হয়েছে। এর আগে ফিচারগুলো প্রতি মাসে ২০ ডলার খরচ করে শুধু চ্যাটজিপিটি প্লাসের সাবস্ক্রাইবাররাই ব্যবহার করতে পারতো। তবে এগুলো এখন বিনামূল্যেই ব্যবহার করা যাবে। 

 ১. নতুন ভয়েস মোড 
নতুন ভয়েস মোডের মাধ্যমে চ্যাটজিপিটি বিভিন্ন স্বরে কথা বলতে পারবে। ফলে এটি আরও মানুষের মতো উত্তর দিতে পারবে। মানুষের আবেগও আগের চেয়ে বুঝতে পারবে এই চ্যাটবট ও সেই অনুযায়ী প্রতিক্রিয়া দেখাবে। উদাহরণস্বরূপ, যদি কোনও ব্যবহারকারী আতঙ্কিত কণ্ঠে কথা বলে, তবে এটি একটি উদ্বিগ্ন স্বরে কথা বলবে। 

নতুন সংস্করণে চ্যাটজিপিটকে কথার মাঝে বাঁধা দেওয়া যাবে ও নতুন টপিক নিয়ে আলোচনা করতে নির্দেশ দেওয়া যাবে। যা আগে সম্ভব ছিল না। চ্যাটজিপিটি উন্মোচনের লাইভ স্ট্রিমে চ্যাটবটটিকে বিভিন্ন স্বরে গাইতে ও কথা বলতে দেখা যায়। 

এছাড়া ভয়েস মোডের মাধ্যমে চ্যাটজিপিটি ব্যবহারকারীর আশেপাশের পরিবেশেরও বর্ণণা দিতে পারবে। যেমন: নতুন কোনো শহরে যাওয়ার পর কোনো বিল্ডিং সম্পর্কে জানতে চাইলে চ্যাটজিপিটি তার বর্ণনা দিতে পারবে অথবা কোনো খাবারের মেনুও অনুবাদ করে দিতে পারবে। 

 ২. স্ক্রিনশট, ছবি ও ডকুমেন্ট আপলোড 
নতুন সংস্করণে স্ক্রিনশট, ছবি ও ডকুমেন্ট আপলোড করা যাবে ও এসব ডেটা সম্পর্কিত বিভিন্ন প্রশ্নও চ্যাটবটটিকে করা যাবে। এই সুবিধা এর আগে শুধু চ্যাটজিপিটি প্লাসের সাবস্ক্রাইবাররাই পেতেন। 

গবেষণাপত্র বা বড় আইনি নথির মতো বিভিন্ন পিডিএফ জিপিটি–৪ও সংস্করণে আপলোড করা যাবে ও চ্যাটবটকে সেগুলো সারাংশ তৈরি করে দিতে বলা যাবে। এসব ডকুমেন্টের ভেতরের বিষয়বস্তু নিয়েও বিভিন্ন প্রশ্ন এই চ্যাটবটকে জিজ্ঞেস করা যাবে। 

৩. উন্নত কম্পিউটার ভিশন 
চ্যাটজিপিটি এখন ডিভাইসের ক্যামরার মাধ্যমে আশেপাশের সবকিছু লাইভ দেখতে পারবে। খাতায় লেখা কোনো অংক ক্যামেরার মাধ্যমে দেখে ধাপে ধাপে এর সমাধান দিতে পারবে। এছাড়া ব্যবহারকারী কোনো ভুল করলেও তা সঙ্গে সঙ্গে সংশোধন করে দিতে পারবে। ডিভাইসের ক্যামেরা কোনো গাছের দিকে তাক করলে তা সরাসরি চিহ্নিত করতে পারবে এই চ্যাটবট। ক্যামেরার সামনে মুখ দেখিয়ে কথা বললেও চ্যাটজিপিটি ব্যবহারকারীর আবেগ সনাক্ত করতে পারবে ও সেই অনুযায়ী কথা বলবে। তবে ব্যবহারকারীরা চাইলে ফিচারটি বন্ধও করে রাখতে পারবে। 

৪.ভাষার সর্মথন 
জিপিটি ৪ ও–এ ৫০ টিরও বেশি ভাষায় চ্যাট করা যাবে। এছাড়া এসব ভাষায় কোন কিছু অনুবাদও করে দিতে পারবে। দুই জন ভিন্ন ভাষায় কথা বললে এটি লাইভ অনুবাদ করে দিতে পারবে। 

৫.নতুন ব্রাউজার ইন্টারফেস ও অ্যাপ 
চ্যাটজিপিটির ব্রাউজার ইন্টারফেসের পরিবর্তন করছে ওপেনএআই। চ্যাটজিপিটির ওয়েব ইন্টারফেসে নতুন হোম স্ক্রিস, মেসেজ লেআউট দেখা যাবে। এই সংস্করণে আইকোনগুলো ছোট করা হযেছে ও সাইড প্যারেলটি লুকিয়ে রাখা হয়েছে। ফলে স্ক্রিনে আরো বড় করে চ্যাটজিপিটির সঙ্গে আলোচনাগুলো দেখা যাবে। 

এছাড়া ম্যাক ব্যবহারকারীদের জন্য নতুন চ্যাটজিপিটি অ্যাপ চালু করা হয়েছে। তবে এটি শুধু চ্যাটজিপিটি প্লাসের সাবস্ক্রাইবাররা ব্যবহার করতে পারবেন। 

৬.জিপিটি স্টোর
জিপিটি হলো চ্যাটজিপিটির কাস্টম চ্যাটবট। এগুলো বিশেষ বিশেষ কাজ করে দিতে পারে। জিপিটি স্টোরে এখন ৩০ লাখেরও বেশি জিপিটি পাওয়া যাবে। 

তথ্যসূত্র: জেডনেট

এআইকে ব্যক্তিগত অর্থ উপদেষ্টা বানালেন ২৭ বছরের এই সিইও

চর্চা ‘লার্নিং থ্রো প্র্যাকটিস’ধারণাকে প্রাধান্য দেয়

মিরর ব্যাকটেরিয়া কি আধুনিক পৃথিবীর নতুন মারণাস্ত্র

অনলাইনে কেনাকাটার নিরাপদ উপায়

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ

অস্ট্রেলিয়ায় ২ লাখ অ্যাকাউন্ট বন্ধ: ‘এটা কাজ করছে না ব্রো’— প্রধানমন্ত্রীকে কটাক্ষ জেন-জি’দের

সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ উধাও