হোম > প্রযুক্তি

‘পাঠান’ সিনেমায় প্রযুক্তির ঝলক

মেজবাহ নূর, ঢাকা

বলিউডে ভীষণ আলোড়ন তুলেছে শাহরুখ খান অভিনীত সিনেমা ‘পাঠান’। মুক্তির আগে থেকেই বিভিন্ন আলোচনা-সমালোচনায় মুখর ছিল।

তবে মুক্তির পর থেকে বক্স অফিসে একের পর এক সাফল্যে ঢাকা পড়ে গেছে সব সমালোচনা। বিভিন্ন আলোচনা-সমালোচনায় ঢাকা পড়েছে পাঠান সিনেমায় আধুনিক প্রযুক্তির ব্যবহারও। বলিউডের বিভিন্ন সিনেমায় অনেক দিন ধরেই ব্যবহৃত হচ্ছে সিজিআই, ভিএফএক্সসহ নানা প্রযুক্তি। তবে পাঠান সিনেমা এই প্রযুক্তিগুলোর ব্যবহারে যোগ করেছে নতুন মাত্রা।

আইম্যাক্স ক্যামেরা 
পাঠান সিনেমার শুটিংয়ে ব্যবহার করা হয়েছে আধুনিক আইম্যাক্স ক্যামেরা। পৃথিবীতে মাত্র ২৬টি আইম্যাক্স ক্যামেরা রয়েছে। ভারতে পাঠান সিনেমাতেই প্রথম এই ক্যামেরা ব্যবহার করা হয়েছে। আইম্যাক্স ক্যামেরায় ধারণ করা সিনেমা দেখানোর জন্য ভারতে বেশ কিছু সিনেমা হল থাকলেও কোনো আইম্যাক্স ক্যামেরা নেই। সে জন্য পাঠান সিনেমার শুটিংয়ের জন্য এ ক্যামেরা ভাড়া করতে হয়েছে বিদেশ থেকে। সাধারণ ক্যামেরা যেখানে ৪কে থেকে ৮কে রেজল্যুশনে ভিডিও করতে সক্ষম, সেখানে আইম্যাক্স ক্যামেরা ১৮কে রেজল্যুশনে ভিডিও ধারণ করে। অন্যান্য ক্যামেরার ওজন ১৫ থেকে ২০ কেজির মধ্যে হলেও আইম্যাক্সের ওজন ১১০ কেজির বেশি!

আইম্যাক্স ক্যামেরা দিয়ে শুট করা সিনেমা হলে গিয়ে দেখলে সব বাস্তবের মতো মনে হয়। ‘চোখের সামনে সবকিছু ঘটছে’ এমন অনুভূতি দেয় এ ক্যামেরায় ধারণ করা সিনেমা। ১৯৭০ সালে জাপানে মুক্তি পাওয়া ‘টাইগার চাইল্ড’ আইম্যাক্স ক্যামেরায় ধারণ করা প্রথম চলচ্চিত্র। সেটি পরিচালনা করেছিলেন কানাডীয় চলচ্চিত্র নির্মাতা ডোনাল্ড ব্রিটেন। 

সিজিআই প্রযুক্তি 
সিজিআইয়ের পূর্ণ রূপ কম্পিউটার-জেনারেটেড ইমেজারি। এই প্রযুক্তি ব্যবহার করা হয় প্রিন্টেড মিডিয়া, সিমুলেটর, ভিডিও এবং ভিডিও গেমের গ্রাফিকস উন্নত করার জন্য। সিজিআই প্রযুক্তি ব্যবহৃত প্রথম ফিচার ফিল্ম ছিল ১৯৭৩ সালে মুক্তি পাওয়া ‘ওয়েস্টওয়ার্ল্ড’। এই প্রযুক্তি ব্যবহৃত উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘স্টার ওয়ার্স’ (১৯৭৭), ‘ট্রন’ (১৯৮২), ‘গোলগো ১৩: দ্য প্রফেশনাল’ (১৯৮৩) এবং ‘দ্য লাস্ট স্টার ফাইটার’ (১৯৮৪)।

‘পাঠান’ সিনেমায় সিজিআই ব্যবহার করা হয়েছে সুচারুভাবে। এই প্রযুক্তি ব্যবহার করে সিনেমার অনেক অ্যাকশন দৃশ্যকে আরও নিখুঁতভাবে দেখানো সম্ভব হয়েছে। ফলে দৃশ্যগুলোকে আরও বাস্তব মনে হয়েছে। সাধারণত বলিউডের সিনেমাগুলোতে সিজিআইয়ের ব্যবহার তেমন দেখা না গেলেও পাঠান সিনেমায় এই প্রযুক্তির ব্যবহার ছিল চোখে পড়ার মতো। ফলে হলে দর্শকদের ‘পাঠান’ চলচ্চিত্রটি দেখার অভিজ্ঞতাও হয়েছে বেশ ভালো। 

গ্রিন স্ক্রিন ও ভিএফএক্স
সিনেমা জগতে গ্রিন স্ক্রিন ও ভিএফএক্স বা ভিজ্যুয়াল ইফেক্টস প্রযুক্তির ব্যবহার বহু বছর ধরেই চলে আসছে। ক্ষেত্রবিশেষে ঢালিউডের বিভিন্ন দৃশ্যেও ব্যবহার করা হয় এই প্রযুক্তিগুলো। তবে প্রযুক্তির ব্যবহারই তো মুখ্য নয়, কতটুকু ভালোভাবে প্রযুক্তির ব্যবহার হয়েছে, তা খেয়াল রাখা বেশ জরুরি। ভিজ্যুয়াল ইফেক্টস ব্যবহারের কাজ পাঠান করেছে বেশ ভালোভাবেই। সিনেমার বিভিন্ন দৃশ্যেই যা উপভোগ করছেন দর্শকেরা।

সূত্র: বিজনেস টুডে, উইকিপিডিয়া

মিরর ব্যাকটেরিয়া কি আধুনিক পৃথিবীর নতুন মারণাস্ত্র

অনলাইনে কেনাকাটার নিরাপদ উপায়

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ

অস্ট্রেলিয়ায় ২ লাখ অ্যাকাউন্ট বন্ধ: ‘এটা কাজ করছে না ব্রো’— প্রধানমন্ত্রীকে কটাক্ষ জেন-জি’দের

সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ উধাও

ভারতে ১৭.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মাইক্রোসফট

ব্যবহৃত মোবাইল ফোন আমদানিতে বিটিআরসির ‘না’, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মোবাইল ব্যবসায়ীদের