হোম > প্রযুক্তি

অ্যাপ স্টোর ছাড়াও আইফোন আইপ্যাডে ইনস্টল করা যাবে অ্যাপ

প্রযুক্তি ডেস্ক

তৃতীয় পক্ষের অ্যাপ স্টোর থেকে আইফোন কিংবা আইপ্যাডে অ্যাপ ইনস্টল করার সুবিধা চালু করার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক প্রযুক্তি কোম্পানি অ্যাপল। আইফোন ও আইপ্যাড ব্যবহারকারীরা এই সুবিধা পাবেন। এতে করে অ্যাপলের নির্ধারিত অ্যাপ স্টোর এর ওপর নির্ভর করে থাকতে হবে না অ্যাপল পণ্য ব্যবহারকারীদের। 

ব্লুমবার্গের এক প্রতিবেদন থেকে জানা যায়, নতুন এ সুবিধা চালু হলে ব্যবহারকারীরা চাইলেই অ্যাপ স্টোরের পাশাপাশি অন্য অ্যাপ স্টোর থেকে বিভিন্ন অ্যাপ বা গেম নামিয়ে আইফোন ও আইপ্যাডে ব্যবহার করতে পারবেন। তৃতীয় পক্ষের অ্যাপ স্টোর ব্যবহারের সুযোগ করে দেওয়ার লক্ষ্যে এর মধ্যেই কাজও শুরু করেছে অ্যাপল। মূলত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) আইন মেনে চলতে এই উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। আইনটি হলো ডিজিটাল মার্কেট অ্যাক্ট (ডিএমএ)। চলতি বছরের সেপ্টেম্বরে এটি স্বাক্ষরিত হয়েছিল। আইনটি তৃতীয় পক্ষের অ্যাপ ডেভেলপারদের জন্য প্রতিযোগিতায় সমতা নিয়ে আসবে। 

আগামী বছর বাজারে আসবে অ্যাপলের অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণ আইওএস ১৭। এ অপারেটিং সিস্টেম থাকা ডিভাইসগুলোতে এই সুবিধা পাওয়া যাবে। তবে প্রাথমিকভাবে এ সুবিধা শুধু ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর ব্যবহারকারীরা পাবে। তবে ইইউর কারণে এমন সিদ্ধান্ত নিতে ‘বাধ্য’ অ্যাপল খুশি নয়। কোম্পানিটি দাবি করেছে, অ্যাপ স্টোরের বাইরে থেকে অ্যাপ ইনস্টলের অনুমতি দেওয়ায় নিরাপত্তা দুর্বলতা এবং গোপনীয়তার উদ্বেগ তৈরি হতে পারে। 

এই সুবিধা চালুর ফলে শুধু ব্যবহারকারীদের সুবিধা হবে তা নয়, অ্যাপ নির্মাতারাও পাবেন এর সুফল। তাদের অ্যাপ বিক্রির সময় অ্যাপলকে ৩০ শতাংশ কমিশনও দিতে হবে না। নির্মাতারা চাইলেই তাদের অ্যাপ কোনো তৃতীয় পক্ষ অ্যাপ স্টোরে রেখে তাদের অ্যাপ বিক্রি করতে পারবেন ব্যবহারকারীদের কাছে। 

ইউরোপের বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থা ও সফটওয়্যার নির্মাতাদের অনেক দিন ধরে অভিযোগ, অ্যাপল একচেটিয়া নিয়ন্ত্রণকারীর মতো আচরণ করছে। শুধুমাত্র নিজেদের প্ল্যাটফর্মে থাকা পণ্য ব্যবহারে বাধ্য করার পাশাপাশি মোটা অঙ্কের অর্থও আদায় করছে বিভিন্ন চার্জের নামে। 

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ

অস্ট্রেলিয়ায় ২ লাখ অ্যাকাউন্ট বন্ধ: ‘এটা কাজ করছে না ব্রো’— প্রধানমন্ত্রীকে কটাক্ষ জেন-জি’দের

সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ উধাও

ভারতে ১৭.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মাইক্রোসফট

ব্যবহৃত মোবাইল ফোন আমদানিতে বিটিআরসির ‘না’, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মোবাইল ব্যবসায়ীদের

৩০ মিনিটের বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার শিশুদের মনোযোগের ক্ষমতা কমায়, বলছে গবেষণা

ট্রাম্পের নতি স্বীকার, এনভিডিয়ার শক্তিশালী এআই চিপ চীনে বিক্রির অনুমতি