হোম > প্রযুক্তি

ইন্টারনেট ছাড়াই ফোনে এআই ফিচার চালাতে আর্মের নতুন চিপ ডিজাইন

আজকের পত্রিকা ডেস্ক­

ডেটা সেন্টার ও মোবাইল ফোনের জন্য আর্ম এখন আরও পূর্ণাঙ্গ ডিজাইন তৈরি করছে। ছবি: মার্কেটবিট ডট কম

বিশ্বখ্যাত চিপ ডিজাইন প্রতিষ্ঠান আর্ম হোল্ডিংস গতকাল মঙ্গলবার তাদের পরবর্তী প্রজন্মের মোবাইল চিপ ডিজাইনের সিরিজ উন্মোচন করেছে। ‘লুমেক্স’ নামের এই নতুন ডিজাইন সেট কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিকে সামনে রেখেই তৈরি, যা স্মার্টফোন ও স্মার্টওয়াচের মতো মোবাইল ডিভাইসে ইন্টারনেট ছাড়াই কাজ করতে পারবে।

লুমেক্স ডিজাইনের চারটি ধরন থাকছে। এর মধ্যে কিছু কম শক্তিশালী হলেও অধিক ব্যাটারি-সাশ্রয়ী, যা স্মার্টওয়াচ বা অন্যান্য পরিধানযোগ্য ডিভাইসের জন্য উপযুক্ত। অন্যদিকে সর্বোচ্চ পারফরম্যান্স-ভিত্তিক একটি সংস্করণ থাকছে, যা উচ্চমানের ফিচারযুক্ত স্মার্টফোনে বড় আকারের এআই মডেল চালাতে সক্ষম হবে, ক্লাউড কম্পিউটিংয়ের সাহায্য ছাড়াই।

আর্মের জ্যেষ্ঠ সহসভাপতি ও জেনারেল ম্যানেজার ক্রিস বার্গি বলেন, ‘এআই এখন বাস্তব সময়ের ইন্টারঅ্যাকশন বা এআই অনুবাদের মতো গুরুত্বপূর্ণ কাজের জন্য অপরিহার্য হয়ে উঠেছে। আমরা দেখছি, এআই এখন একধরনের প্রত্যাশায় পরিণত হয়েছে।’

মঙ্গলবার ঘোষিত লুমেক্স ডিজাইনগুলো কোম্পানির ‘কম্পিউট সাবসিস্টেমস’ (সিএসএস) ব্যবসার অংশ, যার লক্ষ্য হলো হ্যান্ডসেট নির্মাতা ও চিপ ডিজাইনারদের আরও প্রস্তুত অবস্থায় প্রযুক্তি সরবরাহ করা, যাতে তারা দ্রুত নতুন পণ্য বাজারে আনতে পারে।

ডেটা সেন্টার ও মোবাইল ফোনের জন্য আর্ম এখন যে আরও পূর্ণাঙ্গ ডিজাইন তৈরি করছে, তা কোম্পানির দীর্ঘমেয়াদি রাজস্ব বৃদ্ধির কৌশলের অংশ। স্মার্টফোন ছাড়াও অন্যান্য উৎস থেকেও আয় বাড়ানোর পরিকল্পনা রয়েছে তাদের।

আর্ম আরও জানিয়েছে, তারা নিজেদের চিপ তৈরি নিয়ে গবেষণায় বেশি বিনিয়োগ করবে এবং এর জন্য ইতিমধ্যে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ জনবল নিয়োগ দিয়েছে।

লুমেক্স ডিজাইন ৩ ন্যানোমিটার প্রযুক্তির জন্য উপযুক্তভাবে অপটিমাইজড। এই প্রক্রিয়া বিশ্বখ্যাত সেমিকন্ডাক্টর কোম্পানি টিএসএমসি সরবরাহ করে। অ্যাপল তাদের নতুন আইফোন চিপে এই ৩ ন্যানোমিটার টিএসএমসি প্রযুক্তি ব্যবহার করছে।

চীনে আজ একটি লঞ্চ ইভেন্টের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে লুমেক্স ডিজাইন উন্মোচন করবে আর্ম। ক্রিস বার্গি বলেন, ‘অ্যাপল ও স্যামসাং ছাড়া বিশ্বের শীর্ষ হ্যান্ডসেট নির্মাতারা এখন মূলত চীনেই অবস্থান করছে। তাই এই ঘোষণা চীনে দেওয়া হচ্ছে।’

তথ্যসূত্র: রয়টার্স

প্রযুক্তির দখল কার হাতে

গুগলের নতুন এআই টুল

বৈদ্যুতিক জাহাজ নির্মাণশিল্পে চীনের আধিপত্য

পাসওয়ার্ডের নিরাপত্তা কতটুক: জেনে নিন বিশ্বে সর্বাধিক ব্যবহৃত পাসওয়ার্ড

ভুয়া ওয়েবসাইট চেনার উপায়

আগুনের ঝুঁকিমুক্ত ব্যাটারি বানালেন বিজ্ঞানীরা

উসকানিমূলক কনটেন্ট বন্ধে কঠোর অবস্থানে সরকার

উসকানিমূলক কনটেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মেটাকে বিটিআরসির চিঠি

বিবিএসের জরিপ: ইন্টারনেটের আওতার বাইরে দেশের ৪৪% পরিবার

ডিজিটাল রূপান্তর মানে শুধু অ্যাপ নয়, রাষ্ট্রের ভিত্তি পুনর্গঠনের প্রক্রিয়া: ফয়েজ আহমদ তৈয়্যব