হোম > প্রযুক্তি

এআই দিয়ে তৈরি কনটেন্টে মেটাডেটা ও লেবেল বাধ্যতামূলক করল চীন

চীনের নতুন নিয়মাবলি অনুসারে ছবি, ভিডিও, অডিও এবং ‘ভার্চুয়াল দৃশ্য’গুলোতে মেটাডেটা অন্তর্ভুক্ত করতে হবে। ছবি: ডিজিটাল ওয়াচ অবজারভেটরি

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি কনটেন্টের জন্য নতুন ‘পরিচয় নির্ধারণব্যবস্থা’ গ্রহণ করতে যাচ্ছে চীন। এসব কনটেন্টে মানুষের পঠনযোগ্য এবং মেশিন-পঠনযোগ্য নোটিফিকেশন (মেটাডেটা বা লেবেল) থাকবে। গত সপ্তাহে এআই নিয়ে এসব নতুন নিয়মাবলি ঘোষণা করেছে চীনা কর্তৃপক্ষ।

নতুন নিয়মাবলি অনুসারে ছবি, ভিডিও, অডিও এবং ‘ভার্চুয়াল দৃশ্য’গুলোতে মেটাডেটা অন্তর্ভুক্ত করতে হবে। এসব মেটাডেটার মাধ্যমে সহজেই বোঝা যাবে এগুলো এআই দিয়ে তৈরি। স্পষ্ট নোটিফিকেশনগুলো এআই দিয়ে তৈরি কনটেন্ট সম্পর্কে ব্যবহারকারীদের সতর্ক করবে।

ভিডিও বা অডিও কনটেন্টের শুরুতে, মাঝখানে এবং শেষের দিকে এসব নোটিফিকেশন থাকতে হবে। এ ছাড়া, যেসব ফাইল ডাউনলোডে করা যাবে, সেগুলোকেও লেবেল দিতে হবে যাতে ব্যবহারকারীরা বুঝতে পারে তারা কী ধরনের কনটেন্ট ডাউনলোড করতে যাচ্ছেন।

এ ছাড়া, অ্যাপ স্টোরগুলোকেও এই নিয়মগুলো অনুসরণ করতে হবে। তবে ‘সামাজিক উদ্বেগ’ বা ‘শিল্পের প্রয়োজনে’ ব্যবহারকারীরা চাইলে এআই দিয়ে তৈরি কনটেন্টে লেবেল না দেওয়ার অনুরোধ করতে পারবে। তবে অ্যাপ্লিকেশনটি ব্যবহারকারীকে এই নিয়মের বিষয়ে অবহিত করবে এবং এই তথ্য সংরক্ষণ করে রাতে পরবর্তীতে এআই কনটেন্ট চিহ্নিত করা সহজ হয়।

এ ছাড়া, এই লেবেল ও মেটাডেটা মুছে ফেলা বা পরিবর্তন করার কাজ নিষিদ্ধ করেছে চীনের সাইবারস্পেস অ্যাডমিনিস্ট্রেশন (সিএসি)। একইভাবে, মানব তৈরি কনটেন্টের মধ্যে এআই লেবেল যোগ করা যাবে না। এ ছাড়া, এসব কাজের জন্য কোনো টুল সরবরাহ করাও নিষিদ্ধ।

চীনা কর্তৃপক্ষের এক বিবৃতিতে বলে, এই নিয়মের লক্ষ্য হলো মিথ্যা তথ্যের প্রচার রোধ করা এবং এআই শিল্পের উন্নয়ন ও জাতীয় নিরাপত্তার সমন্বয় সাধন করা।

এখন পর্যন্ত, কোনো ধরনের শাস্তির কথা ঘোষণা করেনি চীন। এআই নিয়ে এই ধরনের নিয়ম চীনই প্রথম প্রবর্তন করেনি। এর আগে ২০২৪ সালে ‘কৃত্রিম বুদ্ধিমত্তা আইন’ প্রণয়ন করেছে ইউরোপীয় ইউনিয়ন।

এই লেবেলিং নিয়মাবলি আগামী ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ

অস্ট্রেলিয়ায় ২ লাখ অ্যাকাউন্ট বন্ধ: ‘এটা কাজ করছে না ব্রো’— প্রধানমন্ত্রীকে কটাক্ষ জেন-জি’দের

সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ উধাও

ভারতে ১৭.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মাইক্রোসফট

ব্যবহৃত মোবাইল ফোন আমদানিতে বিটিআরসির ‘না’, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মোবাইল ব্যবসায়ীদের

৩০ মিনিটের বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার শিশুদের মনোযোগের ক্ষমতা কমায়, বলছে গবেষণা

ট্রাম্পের নতি স্বীকার, এনভিডিয়ার শক্তিশালী এআই চিপ চীনে বিক্রির অনুমতি