হোম > প্রযুক্তি

অ্যান্ড্রয়েডে ডায়নামিক আইল্যান্ড চালুর উপায়

প্রযুক্তি ডেস্ক

আইফোন ১৪ সিরিজ গত সেপ্টেম্বরে আত্মপ্রকাশের পর নানান প্রতিক্রিয়ার সম্মুখীন হয়েছে। তবে গতানুগতিক ডিজাইন ও ফিচারের ভিড়ে যে একটি জিনিস নতুন সিরিজে বিশেষভাবে নজর কেড়েছে প্রত্যেকের তা হলো, ‘ডায়নামিক আইল্যান্ড’ নামের পিল-আকৃতির ডিসপ্লে নচ। যদিও এই নতুন সংযোজনটি শুধু আইফোন সিরিজের প্রো মডেলগুলোতে দেখতে পাওয়া গেছে। তবে এখন কেউ চাইলে আইফোন ১৪ প্রো মডেল না কিনে অ্যান্ড্রয়েড হ্যান্ডসেটেই ডায়নামিক আইল্যান্ড ব্যবহার করতে পারবেন।

গুগল প্লে স্টোর থেকে ‘ডায়নামিক স্পট’ নামের একটি অ্যাপ ফোনে ইনস্টল করলে অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে ডায়নামিক আইল্যান্ড ফিচার উপভোগ করা যাবে। অ্যাপটি সম্পূর্ণ ফ্রি। ইতিমধ্যে ৫০ হাজারেরও বেশি ডাউনলোড হয়েছে এটি। 

প্লে স্টোরে থাকা অন্যান্য ডায়নামিক আইল্যান্ড অ্যাপের মধ্যে এটি বেশ ভালো। এটি মূলত ফোনের ডিসপ্লেতে থাকা পাঞ্চ-হোল ডিসপ্লেকে কাজে লাগিয়ে ডায়নামিক আইল্যান্ড ফিচার এমুলেট করবে। অ্যাপটি মাঝেমধ্যে অ্যাড প্রদর্শন করে। চাইলে এক ডলার দিয়ে এর প্রো ভার্সন কিনে অ্যাড ছাড়াই ব্যবহার করা যাবে।

অ্যাপটি ডাউনলোড করা হয়ে গেলে প্রথমে অনগোয়িং কল ইনফো দেখাতে সম্মতি দিতে হবে। এরপর নোটিফিকেশন প্রদর্শন ও ডায়নামিক বার ঠিকমতো দেখাতে অ্যাকসেসিবিলিটি সম্মতি দিলে অ্যাপ সেটিংস ঠিক হওয়ার পর ডায়নামিক আইল্যান্ড শো করবে অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে। এভাবে খুব সহজেই ডায়নামিক আইল্যান্ড ফিচার উপভোগ করা যাবে অ্যান্ড্রয়েড ফোনে। আবার অ্যাপের সেটিংস সেকশনে গিয়ে কোন অ্যাপ ডায়নামিক আইল্যান্ডে নোটিফিকেশন ও অ্যাকশন প্রদর্শন করতে পারবেন তা সিলেক্ট করা যাবে। এ ছাড়া হাইট, ওয়াইড, পজিশন বা এইজের মতো সেটিংস মডিফাই করে ক্যাপসুলের লুক পরিবর্তন করা যাবে। এমনকি নিজ থেকে রং সিলেক্ট হওয়ার অপশনও রয়েছে; অর্থাৎ সেটিংস থেকে অ্যাপটি কীভাবে কাজ করবে তার সব অপশন দেওয়া রয়েছে, যা নিজের ইচ্ছেমতো মডিফাই করা যাবে।

মোবাইল ফোনের ফ্রন্ট ক্যামেরা কাটআউটকে কাজে লাগানোর অসাধারণ একটি ফিচার এই  ডায়নামিক আইল্যান্ড। এই টুল ব্যবহার করে অ্যাপল আইফোন ১৪ প্রো না কিনেও অ্যান্ড্রয়েড ফোনটিতে নতুন ধরনের এই নচ বৈশিষ্ট্যের যাবতীয় সুবিধা এবং ব্যবহারের অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন যেকোনো অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ব্যবহারকারী।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস, ইন্ডিয়া টুডে

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ

অস্ট্রেলিয়ায় ২ লাখ অ্যাকাউন্ট বন্ধ: ‘এটা কাজ করছে না ব্রো’— প্রধানমন্ত্রীকে কটাক্ষ জেন-জি’দের

সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ উধাও

ভারতে ১৭.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মাইক্রোসফট

ব্যবহৃত মোবাইল ফোন আমদানিতে বিটিআরসির ‘না’, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মোবাইল ব্যবসায়ীদের

৩০ মিনিটের বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার শিশুদের মনোযোগের ক্ষমতা কমায়, বলছে গবেষণা

ট্রাম্পের নতি স্বীকার, এনভিডিয়ার শক্তিশালী এআই চিপ চীনে বিক্রির অনুমতি