হোম > প্রযুক্তি

ইনস্টাগ্রামের মতো যে ফিচার যুক্ত হলো হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে

আগামী সপ্তাহগুলোতে আরও বিস্তৃতভাবে চালু হবে এই ফিচারটি। ছবি: মোবাইল সিরাপ

সংগীতপ্রেমীদের কথা মাথায় রেখে ‘মিউজিক অব স্ট্যাটাস’ নামের নতুন ফিচার নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ। নতুন ফিচারটির মাধ্যমে স্ট্যাটাসের সঙ্গে সহজেই মিউজিক যুক্ত করতে পারবেন ব্যবহারকারীরা। এটি ইনস্টাগ্রামের মিউজিক নোটের মতো কাজ করবে।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ডব্লিউএবেটাইনফো জানিয়েছে, এই আপডেটটি বর্তমানে আইওএসের কিছু বেটা টেস্টাররা (ভার্সন ২৫.১.১০.৭৩) ব্যবহার করতে পারছেন। এ ছাড়া হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড বেটা ভার্সনও (২.২৫.২.৫) ফিচারটি পাওয়া যাচ্ছে। আগামী সপ্তাহগুলোতে আরও বিস্তৃতভাবে চালু হবে এই ফিচারটি।

হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে পছন্দের গান যুক্তের জন্য ইউনিভার্সাল মিউজিক গ্রুপের সঙ্গে চুক্তি করেছে মেটা। এর ফলে ব্যবহারকারীরা সহজেই হোয়াটসঅ্যাপের মিউজিক ক্যাটালগ থেকে নিজেদের পছন্দের গান নির্বাচন করে স্ট্যাটাসে যুক্ত করতে পারবেন।

নতুন ফিচারটি চালু হলে স্ট্যাটাসে একটি ছবি বা টেক্সট আপলোড করার সময় বাম দিকে একটি নতুন মিউজিক আইকন দেখা যাবে। সেখানে ট্যাপ করে ব্যবহারকারীরা স্ট্যাটাস অনুযায়ী তাদের পছন্দের গান বা শিল্পীদের অনুসন্ধান করে তা স্ট্যাটাস আপডেটে যোগ করতে পারবেন। ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে ফটো এবং ভিডিও উভয়ের সঙ্গে গান যোগ করতে পারবেন।

মিউজিক ক্যাটালগ ব্রাউজিং এবং অডিও ট্র্যাক স্ট্রিম করার জন্য একটি সক্রিয় ইন্টারনেট সংযোগ প্রয়োজন। ইন্টারনেট সংযোগ না থাকলে একটি নোটিফিকেশন দেখানো হবে যা ব্যবহারকারীদের পুনরায় সংযোগ স্থাপন করতে বলবে।

এই নতুন ফিচারটি স্ট্যাটাস আপডেটকে আরও ব্যক্তিগতকৃত করে তুলবে। ব্যবহারকারীরা একটি সংগীতের মাধ্যমে তাদের মুড বা মুহূর্তগুলো শেয়ার করতে পারবেন, যেন তাদের স্ট্যাটাসে একটি সঠিক সাউন্ডট্র্যাক যোগ হয়।

এ ছাড়া এই সুবিধা যুক্ত হলে স্ট্যাটাসকে আরও বেশি আকর্ষণীয়ভাবে উপস্থাপন করার পাশাপাশি নিজেদের অনুভূতি প্রকাশ করতে পারবেন হোয়াটসঅ্যাপের ব্যবহারকারীরা।

হোয়াটসঅ্যাপের কন্টাক্টরা স্ট্যাটাস আপডেটটি উপভোগ করে মিউজিকের সঙ্গে যুক্ত হতে পারবেন এবং সম্ভবত নতুন গান বা শিল্পী আবিষ্কার করতে পারেন। হোয়াটসঅ্যাপ থেকে সরাসরি ইনস্টাগ্রাম প্রোফাইলও মিউজিকগুলো চালু করা যাবে।

তথ্যসূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড ও নিউজ বাইট

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ

অস্ট্রেলিয়ায় ২ লাখ অ্যাকাউন্ট বন্ধ: ‘এটা কাজ করছে না ব্রো’— প্রধানমন্ত্রীকে কটাক্ষ জেন-জি’দের

সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ উধাও

ভারতে ১৭.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মাইক্রোসফট

ব্যবহৃত মোবাইল ফোন আমদানিতে বিটিআরসির ‘না’, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মোবাইল ব্যবসায়ীদের

৩০ মিনিটের বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার শিশুদের মনোযোগের ক্ষমতা কমায়, বলছে গবেষণা

ট্রাম্পের নতি স্বীকার, এনভিডিয়ার শক্তিশালী এআই চিপ চীনে বিক্রির অনুমতি