হোম > প্রযুক্তি

ইসরায়েলি কোম্পানির হাজার হাজার ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট চিহ্নিত করল মেটা

ইসরায়েলি কোম্পানির তৈরি হাজার হাজার ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট চিহ্নিত করছে মেটা। যুক্তরাষ্ট্র ও কানাডার ব্যবহারকারীদের লক্ষ্য করে ইসরায়েল–হামাস যুদ্ধ সম্পর্কে প্রচারণা চালায় এসব অ্যাকাউন্ট। মেটার নতুন প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। 

এই ধরনের প্রচারণার জন্য ৫১০টি ফেসবুক অ্যাকাউন্ট, ১১ টি ফেসবুক পেজ, ৩২টি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট চিহ্নিত করেছেন মেটার গবেষকেরা। এ ছাড়া এসব অ্যাকাউন্ট পরিচালনা করার জন্য একটি ফেসবুক গ্রুপও চিহ্নিত করা হয়েছে। এসব ভুয়া অ্যাকাউন্টের মধ্যে কিছু হ্যাক করা অ্যাকাউন্টও রয়েছে। 

অ্যাকাউন্টগুলোতে ইহুদি শিক্ষার্থী, আফ্রিকান–আমেরিকান ও ‘সচেতন’ নাগরিক হিসেবে পোস্ট করা হয়। পোস্টগুলোতে ইসরায়েলি সামরিক বাহিনীর প্রশংসা করা হয় ও জাতিসংঘের ত্রাণ বিষয়ক সংস্থা ইউএনআরডাব্লিউএ–এর সমালোচনা করা হয়। এ ছাড়া কানাডার ব্যবহারকারীদের লক্ষ্য করে ইসলাম বিদ্বেষী পোস্টও দেওয়া হয়। এসব পোস্টে বলা হয়, কানাডার উদারনৈতিক মূল্যবোধের জন্য ইসলামি উগ্রবাদ হুমকিস্বরূপ।     

ইসরায়েলি কোম্পানি ‘স্টোয়িক’ এসব প্রচারণার সঙ্গে জড়িত বলে জানায় মেটা। তবে এসব প্রচারণার উদ্দেশ্য কি তা সুনির্দিষ্ট করে জানায়নি কোম্পানিটি। 

এক্স (সাবেক টুইটার) ও ইউটিউব প্ল্যাটফর্মেও স্টোয়িকের কার্যক্রম রয়েছে। এই কোম্পানির নিজস্ব একটি ওয়েবসাইটও রয়েছে, যেখানে ইসরায়েল–হামাস যুদ্ধ ও মধ্যপ্রাচ্যের রাজনীতি নিয়ে প্রচারণা করা হয়। 

মেটা বলছে, বিপুল সংখ্যক দর্শক, শ্রোতা ও পাঠকের কাছে এসব ভুয়া প্রচারণা পৌঁছানোর আগেই এগুলো চিহ্নিত করেছে কোম্পানিটি। এ ছাড়া মেটার স্বয়ংক্রিয় সিস্টেমের মাধ্যমে অনেকগুলো অ্যাকাউন্ট বন্ধও করে দেওয়া হয়েছে। এসব ভুয়া ফেসবুক অ্যাকাউন্টগুলোতে প্রায় ৫০০ ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ২ হাজার ফলোয়ার ছিল। 

প্রতিবেদনে আরও বলা হয়, এসব অ্যাকাউন্টের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা রাজনীতিবিদ, মিডিয়া কোম্পানি ও অন্যান্য পাবলিক ব্যক্তিত্বদের পেজে মন্তব্য লেখার জন্য জেনারেটিভ এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক টুল ব্যবহার করতে পারে। এসব প্রভাব বিস্তারকারী মন্তব্যগুলোর সঙ্গে ভুয়া অ্যাকাউন্ট অ্যাকাউন্টগুলোর যুক্ত। তবে প্রায়ই ব্যবহারকারীরা এসব মন্তব্যের সমালোচনা করে ও এগুলোকে ভুয়া প্রচারণা বলে অভিহিত করেন। 

এর আগে এক সংবাদ সম্মেলনে মেটার হুমকি বিষয়ক নীতিনির্ধারক ডেভিড আগ্রানোভিচ বলেন, এখন পর্যন্ত জেনারেটিভ এআই চালিত কোনো কৌশল দেখা যা মেটা প্রতিহত করতে পারবে না। 

তথ্যসূত্র: এনগ্যাজেট

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ

অস্ট্রেলিয়ায় ২ লাখ অ্যাকাউন্ট বন্ধ: ‘এটা কাজ করছে না ব্রো’— প্রধানমন্ত্রীকে কটাক্ষ জেন-জি’দের

সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ উধাও

ভারতে ১৭.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মাইক্রোসফট

ব্যবহৃত মোবাইল ফোন আমদানিতে বিটিআরসির ‘না’, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মোবাইল ব্যবসায়ীদের

৩০ মিনিটের বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার শিশুদের মনোযোগের ক্ষমতা কমায়, বলছে গবেষণা

ট্রাম্পের নতি স্বীকার, এনভিডিয়ার শক্তিশালী এআই চিপ চীনে বিক্রির অনুমতি