হোম > প্রযুক্তি

ফিলিস্তিনপন্থী কনটেন্ট: চুপিচুপি হ্যাশট্যাগ কাউন্ট সরিয়ে নিল টিকটক 

হ্যাশট্যাগ কাউন্ট ফিচার সরাল টিকটক। এই ফিচারের মাধ্যমে একটি হ্যাশট্যাগ দিয়ে কতগুলো ভিডিও পোস্ট করা হয়েছে তা জানা যায়। তাই হ্যাশট্যাগের আওতায় কয়টি ভিডিও পোস্ট করা হয়েছে তা আর জানা যাবে না। তবে ফিচারটি সরিয়ে ফেলার ফলে কোম্পানিটিকে অনেক সমালোচনা মুখে পরতে হয়েছে।

দা ওয়াশিংটন পোস্টের বলছে, অ্যাপটি ফিলিস্তিনিপন্থী কনটেন্টকে বেশি বুস্ট করছে বলে সমালোচকেরা দাবি করেন।। তাই কোম্পানিটি এই ফিচার বন্ধ করেছে বলে ধারণা করা হচ্ছে। 

গত মাসে কোনো ঘোষণা ছাড়াই হ্যাশট্যাগ কাউন্ট ফিচারটি বন্ধ করে দেওয়া হয় বলে টিকটকের একজন মুখপাত্র জানায়। 

একাডেমিক গবেষকেরা এই পদক্ষেপে হতবাক হয়েছেন। কারণ, ক্ষতিকর কনটেন্ট ও প্রবণতার নিয়ে গবেষণার ডেটা পরিমাপের জন্য এই হ্যাশট্যাগ কাউন্ট ফিচার একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। ইসরায়েল–গাজা যুদ্ধের বিষয় নিয়ে টিকটক ব্যবহারকারীদের উভয় পক্ষের সমর্থকদের সংখ্যার পার্থক্য পরিমাপ করতে গবেষকেরা এই ফিচার ব্যবহার করেন। 

প্রতিবেদনে বলা হয়, অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম এই ধরনের পদক্ষেপ নিয়েছে। এক্স (আগের টুইটার) এবং মেটা উভয়ই ‘গোপনীয়তা উদ্বেগ’ ও তথ্যের ‘অপব্যবহার’ এর কথা উল্লেখ করে গত কয়েক বছরে সাংবাদিক ও গবেষকদের ডেটা অ্যাকসেস সীমাবদ্ধ করেছে। 

টিকটিক ক্রিয়েটিভ সেন্টারের কার্যাবলি সীমিত করার পর বলেন, বিজ্ঞাপনদাতাদের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয় এবং গবেষকেরা বিষয়টি ‘ভুলভাবে’ দেখছেন। তবে ডেটাতে অ্যাকসেস সীমিত করার প্রবণতা প্ল্যাটফর্মগুলোর জবাবদিহি ও কনটেন্টের প্রভাব বিশ্লেষণ করার ক্ষেত্রে বাধা তৈরি করে। 

সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্মগুলো ফিচারগুলো এবং ডেটা অ্যাকসেস নীতি সংশোধন করার অধিকার থাকলেও, এই পরিবর্তনগুলো স্বচ্ছভাবে জানানো উচিত। সেই সঙ্গে গবেষকেরা যেন ডেটা অ্যাক্সেস করতে পারে তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ

অস্ট্রেলিয়ায় ২ লাখ অ্যাকাউন্ট বন্ধ: ‘এটা কাজ করছে না ব্রো’— প্রধানমন্ত্রীকে কটাক্ষ জেন-জি’দের

সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ উধাও

ভারতে ১৭.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মাইক্রোসফট

ব্যবহৃত মোবাইল ফোন আমদানিতে বিটিআরসির ‘না’, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মোবাইল ব্যবসায়ীদের

৩০ মিনিটের বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার শিশুদের মনোযোগের ক্ষমতা কমায়, বলছে গবেষণা

ট্রাম্পের নতি স্বীকার, এনভিডিয়ার শক্তিশালী এআই চিপ চীনে বিক্রির অনুমতি