হোম > খেলা

চ্যাম্পিয়নস লিগের সেরা গোল মেসির

পিএসজির হয়ে দলীয় সাফল্য না পেলেও ব্যক্তিগত স্বীকৃতি পেয়েছেন লিওনেল মেসি। চ্যাম্পিয়নস লিগে সদ্য শেষ হওয়া মৌসুমের সেরা গোলের স্বীকৃতি পেয়েছেন আর্জেন্টাইন জাদুকর। 

ভোটাভুটির মাধ্যমে মৌসুমের সেরা গোল নির্বাচন করেছেন সমর্থকেরা। গত ৬ অক্টোবর গ্রুপ পর্বের ফিরতি লিগে বেনফিকার বিপক্ষে ২২ মিনিটে গোলটি করেছিলেন মেসি। ডি বক্সের বাইরে থেকে নেইমারের বাড়ানো পাসে প্রতিপক্ষের দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে দুর্দান্ত এক বাঁকানো শট নেন তিনি। সাতবারের ব্যালন ডি’অর বিজয়ীর শট প্রতিহত করার কোনো উপায় ছিল না গোলরক্ষক ওডিসিস ভ্লাচোডিমোসের। 

মেসির গোল আটকাতে না পারলেও পিএসজিকে আটকেছিল ওডিসিসের দল। ৪১ মিনিটে গোল পেয়ে ম্যাচ ড্র করেছিল বেনফিকা। এর জন্য অবশ্য পর্তুগিজ দল পিএসজির মিডফিল্ডার দানিলো পেরেইরাকে ধন্যবাদ দিতে পারে। তাঁর আত্মঘাতী গোলেই নিজেদের মাঠে ম্যাচ সমতা করে বেনফিকা। 

টুর্নামেন্টের দ্বিতীয় সেরা গোলের স্বীকৃতি পেয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যানচেস্টার সিটির বিপক্ষে সেমিফাইনালের প্রথম লেগে গোলটি করেছিলেন রিয়াল মাদ্রিদ উইঙ্গার। মেসির মতো তিনিও গোলটি করেছিলেন ডি বক্সের বাইরে থেকে। তবে বুলেট গতির শটে সতীর্থ এদুয়ার্দো কামাভিঙ্গার পাসে। আর তৃতীয় সেরার স্বীকৃতি পেয়েছেন আর্লিং হলান্ড। সাবেক ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে গ্রুপ পর্বে অ্যাক্রোবেটিক ভঙ্গিতে শূন্যে লাফ দিয়ে বাঁ পায়ের আলতো ছোঁয়ায় গোল করেছিলেন তিনি। ফুটবল বিশ্লেষকেরা অবশ্য তাঁর গোলকেই সেরা নির্বাচিত করেছেন।

আফগানিস্তান কি এবারও টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে

ভাই হারালেন সিকান্দার রাজা

বিপিএল থেকে কেন বাদ চট্টগ্রাম, ব্যাখ্যা দিল বিসিবি

সবুজসংকেত পেয়েও সাকিবের দেশে না ফেরার ব্যাখ্যায় বিসিবি যা বলছে

রুটের ঘাড়ে নিশ্বাস ফেলছেন ব্রুক

রশিদের নেতৃত্বেই বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, আরও যাঁরা আছেন

বিপিএলের চট্টগ্রাম-পর্ব বাদ দিল বিসিবি

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া

অ্যাশেজে ক্রিকেটারদের মদ্যপান নিয়ে তদন্তে কী পেল ইংল্যান্ড

আজই কি তবে রিশাদদের আরও কাছে ব্রিসবেন