হোম > খেলা

ব্রাজিলকে কাঁদানোর রাতে যুক্তরাষ্ট্রের ‘জোড়া ধামাকা’

যুক্তরাষ্ট্রের জন্য প্যারিস অলিম্পিকে গত রাতটা যে ছিল ‘সোনায় সোহাগা’। ব্রাজিলকে কাঁদিয়ে মেয়েদের ফুটবলের স্বর্ণপদক জিতল যুক্তরাষ্ট্র। মার্কিনরা একই রাতে বাস্কেটবলেও স্বর্ণ জিতল।

১৬ বছর পর মেয়েদের অলিম্পিক ফুটবলে এবার ফাইনালে উঠল ব্রাজিল। তাদের জন্য এটা ছিল প্রতিশোধের ফাইনাল। কারণ ২০০৮ সালে ব্রাজিলকে কাঁদিয়েই নারী অলিম্পিকের স্বর্ণ জিতেছিল যুক্তরাষ্ট্র। মার্কিনরা প্যারিস অলিম্পিকেও করল ইতিহাসের পুনরাবৃত্তি। একই রাতে ফ্রান্সকে হারিয়ে বাস্কেটবলের স্বর্ণপদক জিতল মার্কিনরা।   

ব্রাজিল-যুক্তরাষ্ট্র নারী ফুটবলের ফাইনাল হয়েছিল পার্ক দে প্রিন্সেসে। পার্ক দে প্রিন্সেসে গত রাতে শিরোপা নির্ধারণী ম্যাচে ব্রাজিলকে ১–০ গোলে হারিয়েছে মার্কিনরা। ৫৭ মিনিটে একমাত্র গোল করেন যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ম্যালরি সোয়ানসন। তাতে দীর্ঘ ১২ বছর পর অলিম্পিকে স্বর্ণপদক জিতল যুক্তরাষ্ট্র নারী ফুটবল দল। অলিম্পিক নারী ফুটবলে যুক্তরাষ্ট্রের এটা পঞ্চম স্বর্ণপদক। যুক্তরাষ্ট্রের বিপরীত চিত্র ব্রাজিল নারী ফুটবল দলে। এখন পর্যন্ত তিনবার অলিম্পিক নারী ফুটবলের ফাইনালে উঠে  তিনবারই রৌপ্যপদক নিয়ে বাড়ি ফিরতে হলো ব্রাজিলকে।

প্যারিসের বের্সি অ্যারেনায় বাস্কেটবল ফাইনাল স্বাগতিক ফ্রান্সের সঙ্গে সমানে সমানে লড়াই হচ্ছিল যুক্তরাষ্ট্রের। ম্যাচের অধিকাংশ সময়জুড়ে এগিয়ে ছিল ফ্রান্স। কিন্তু স্টিফেন কারির ঝলকে ফাইনালের মোড় ঘুরে গেল। কারি একাই এনে দিলেন ২৪ পয়েন্ট। স্বাগতিক ফ্রান্সকে কাঁদিয়ে ৯৮–৮৭ পয়েন্টে জিতে ছেলেদের বাস্কেটবলে স্বর্ণপদক জিতল যুক্তরাষ্ট্র। মার্কিনদের ইতিহাসে এটা টানা পঞ্চম বাস্কেটবল শিরোপা। 

লেব্রন জেমস এ নিয়ে তৃতীয়বারের মতো অলিম্পিকে স্বর্ণপদক জিতলেন। ইতিহাস গড়েছেন কেভিন ডুরান্ট। ছেলেদের অলিম্পিক বাস্কেটবলে প্রথম খেলোয়াড় হিসেবে  তিনি জিতলেন চারটি সোনা।

১৫ উইকেট নিয়ে থামলেন মোস্তাফিজ

আসছে বিসিবির নতুন টুর্নামেন্ট

সারা দেশে ১ বছরে ১০০ উইকেট বানাবে বিসিবি

রাজশাহীর লক্ষ্য নিয়ে কী বললেন সন্দীপ লামিচানে

পাকিস্তানি অলরাউন্ডারের কাছে বিপিএল সৌভাগ্যের টুর্নামেন্ট

বিপিএলকে বিশ্বকাপ প্রস্তুতির মঞ্চ হিসেবে দেখছেন ইমন

বিপিএল শুরুর আগেই ক্রিকেটারদের অর্ধেক পারিশ্রমিক বুঝিয়ে দিল রংপুর

১৬ হাজার রান করে শচীনের আরেক রেকর্ড ভাঙলেন কোহলি

সিংহাসন কেড়ে নিতে বুমরার পেছনে লেগেছেন কামিন্স-স্টার্ক

সূর্যবংশীকে পেছনে ফেলে সাকিবের দ্রুততম সেঞ্চুরি, বিহারের রেকর্ড ৫৭৪