হোম > খেলা

টেস্টেই বেশি আগ্রহী সাকিব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

২০২১ সালে নিষেধাজ্ঞা কাটিয়ে ক্রিকেটে ফেরার পর থেকে টেস্টে অনিয়মিত সাকিব আল হাসান। ব্যক্তিগত কারণে অনেকগুলো সিরিজেই ছুটি নিয়েছিলেন তিনি। তাই প্রত্যেক সিরিজ শুরুর আগেই সাকিবের থাকা না থাকা নিয়ে আলোচনা চলতেই থাকে।

সাকিব অবশ্য টেস্টকে নিজের পছন্দের সংস্করণ মনে করেন। শ্রীলঙ্কার বিপক্ষে ঢাকা টেস্টের চতুর্থ দিন শেষে সংবাদ সম্মেলনে ক্রিকেটের দীর্ঘ সংস্করণে নিয়মিত হওয়ার বার্তাও দিয়েছিলেন তিনি। এবার টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনও জানিয়েছেন, এখন থেকে নিয়মিত টেস্ট খেলতে চান সাকিব।

আজ মিরপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সুজন বলেছেন, ‘সাকিব সব সময় টেস্ট খেলতে চায়। আমি জানি না কেন কথাটা (খেলতে না চাওয়ার প্রসঙ্গ) বারবার আসে। সাকিবের সঙ্গে যতবার কথা বলেছি, সে বলে আমি অন্য সংস্করণের চেয়ে টেস্ট বেশি উপভোগ করি। আমি সব সময় বেশি টেস্ট খেলতে চাই।’

এর আগে গতকাল বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে আলাপ করে টেস্ট অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন মুমিনুল হক। তাঁর জায়গায় আবারও সাকিবের অধিনায়ক হওয়ার গুঞ্জন নিয়ে সুজন বলেছেন, ‘যদি সাকিব খেলতে চায়, সাকিব নিতে (অধিনায়কত্ব) চায়, আমি মনে করি তাতে সাকিবেরও একটা পরিবর্তন আসতে পারে। আমি বলছি না সাকিবই টেস্ট অধিনায়ক হবে বা তামিম। তবে সে নেবে কী না সেটা বড় ব্যাপার।’ 

প্লে-অফে কে কার বিপক্ষে খেলবে

কোহলির সেঞ্চুরির পরও সিরিজ হারল ভারত

সান্ত্বনার জয়ে বিপিএল শেষ করল ঢাকা

চিঠির জবাব দিলেন বিসিবি পরিচালক নাজমুল

ফুটসালে বাংলাদেশের ছেলেদের প্রথম জয়

ওপরে তুলেই নিচে নামিয়েন না, সাংবাদিকদের হৃদয়ের পরামর্শ

বিশ্বকাপে কি ওপেন করবেন হৃদয়

হৃদয়ের সেঞ্চুরিতে ভেস্তে গেল নবির ছেলের সেঞ্চুরি

বাংলাদেশের সমাধান না হলে পাকিস্তানও খেলবে না বিশ্বকাপে

পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারদের ভারতীয় ভিসা সমস্যার সমাধানে আইসিসির পদক্ষেপ