হোম > খেলা > ক্রিকেট

সাকিবকে ছাড়িয়ে তাইজুলের দ্রুততম ‘ডাবল সেঞ্চুরি’

সাকিব আল হাসান নেই। সেই অভাব বুঝতেই দিচ্ছেন না তাইজুল ইসলাম। মিরপুরে বাংলাদেশকে প্রথম ইনিংসে ১০৬ রানে অলআউট করে চড়ে বসে দক্ষিণ আফ্রিকা। তবে দুর্দান্ত বোলিংয়ে সফরকারীদেরও কঠিন পরীক্ষা নিচ্ছেন এই বাঁহাতি স্পিনার। ১০৮ রানে প্রোটিয়াদেরও ৬ উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ। 

এর মধ্যে একাই ৫ উইকেট নিয়ে টেস্টে বাংলাদেশের হয়ে ২০০ উইকেট শিকারের মাইলফলক ছুঁলেন তাইজুল। সাকিবের পর দ্বিতীয় বোলার হিসেবে এই কীর্তি গড়লেন তিনি। তবে একটা জায়গায় সাকিবকে ছাড়িয়ে গেছেন তাইজুল। নিজের ৪৮তম টেস্টে উইকেটের ডাবল সেঞ্চুরি করেছেন এই বাঁহাতি স্পিনার। সাকিবের লেগেছিল ৫৪ টেস্ট। 

১৯৬ উইকেট থেকে মিরপুর টেস্ট শুরু করেন তাইজুল। দিনে তাঁর প্রথম শিকার হয়ে ফেরেন ত্রিস্তান স্টাবস। এরপর ডেভিড বেডিংহাম ও ওপেনার টনি ডি জর্জিকে আউট করেন। ম্যাথু ব্রিটজেকে আউট করে পূর্ণ করেন ২০০ উইকেট।টেস্টে ১৩তম বার পঞ্চম উইকেট শিকার করেছেন তাইজুল। ২০১৪ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে ক্রিকেটে অভিষেক হয় তাঁর। অভিষেক টেস্টের প্রথম ইনিংসেই নিয়েছিলেন ৫ উইকেট। তৃতীয় বাংলাদেশি হিসেবে টেস্টে ২০০ উইকেটের ক্লাবে ঢুকতে মেহেদী হাসান মিরাজের দরকার ১৭ উইকেট। 

বিদায়ী ম্যাচের আগে আবেগপ্রবণ হয়ে পড়লেন মেসির সতীর্থ

ভারতের দুর্বলতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন হরভজন

সাকিবের রেকর্ড ভেঙে আইসিসির সেরাদের তালিকায় তাইজুল

‘রোনালদোর ক্ষুধা কখনোই শেষ হওয়ার নয়’

বীতশোক-ক্যাসপারদের লাতিন বাংলা সুপার কাপ দেখাবে না টিভিতে, দেখবেন কোথায়

মুলারদের বিপক্ষে প্রতিশোধ নিতে তর সইছে না মেসির

নিজেদের ইতিহাস নতুন করে লেখার সামনে এখন ওয়েস্ট ইন্ডিজ

প্রবাসী ফুটবলারদের জাত চেনানোর মঞ্চ এই লাতিন বাংলা সুপার কাপ

বিশ্বকাপ ড্র আজ: বিশ্বের চোখ থাকবে যেখানে

নিলামের আগেই জানা গেল আইপিএলে কত ম্যাচ খেলবেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার