হোম > খেলা

শচীনের নাম ভাঙিয়ে ওষুধের বিজ্ঞাপন, পুলিশের মামলা

তারকা খেলোয়াড়দের দিয়ে পণ্যের বিজ্ঞাপন করা নতুন কোনো ঘটনা নয়। খেলোয়াড়দের অনুমতি নিয়ে বিভিন্ন কোম্পানি তাদের প্রচারণা চালিয়ে থাকে। তবে এবার শচীন টেন্ডুলকারের সঙ্গে ঘটেছে অন্যরকম এক ঘটনা। অনুমতি না নিয়ে ভারতীয় এই তারকা ব্যাটারের নাম, ছবি ব্যবহার করে বিজ্ঞাপন দিয়েছে ওষুধ কোম্পানি। 

অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে গতকাল মুম্বাই পুলিশ গতকাল মামলা দাখিল করেছে। শচীনের অনুমতি না নিয়ে নাম, ছবি, কণ্ঠস্বর কাজে লাগিয়ে ঔষধি পণ্যের বিজ্ঞাপন দেওয়ায় মামলা করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এক কর্মকর্তা। ভারতীয় দণ্ডবিধির ৪২০ নম্বর ধারা (প্রতারণা), ৪৬৫ নম্বর ধারা (জালিয়াতি) এবং ৫০০ নম্বর (মানহানি) ধারা সহ তথ্য প্রযুক্তি আইনে করা হয়েছে মামলা। তার আগে গত পরশু শচীনের এক সহকারী ওয়েস্ট রিজিওন সাইবার পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেছিলেন। তিনি একটি ওষুধ কোম্পানির বিজ্ঞাপন দেখেছেন যারা দাবি করেছে, শচীন এই পণ্যের অনুমোদন দিয়েছেন। তিনি শচীন হেলথ ডট ইন নামে একটি ওয়েবসাইটও খুঁজে পেয়েছেন। শচীনের ছবি ব্যবহার করে নিজেদের প্রচারণা চালিয়েছে এই কোম্পানি। তবে শচীন নিজের নাম, ছবি ব্যবহার করার অনুমতি কখনোই এই কোম্পানিকে দেননি। নিজের সহকারীকে তাই কোম্পানির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছেন ভারতীয় তারকা ক্রিকেটার। 

প্রতারকদের থেকে ভক্ত-সমর্থকদের সাবধান করতে শচীন রমেশ টেন্ডুলকার স্পোর্টস ম্যানেজমেন্ট একটি বিবৃতি দিয়েছে। নিজের টুইটার অ্যাকাউন্ট থেকেও তা শেয়ার করেন শচীন। ভারতীয় এই তারকা ক্রিকেটার বলেন, ‘অনলাইনে বিশ্বস্ত পণ্যের সঙ্গে যোগাযোগ থাকা দরকার। প্ল্যাটফর্মের রিপোর্টিং এবং ব্লকিং টুলস ব্যবহার করে নিজেদের সুরক্ষিত রাখি। অনলাইন পরিবেশ নিরাপদ থাকতে আসুন আমরা সক্রিয় হই।’

বিশ্বকাপের আগে বড় ধাক্কা খেল আফগানিস্তান

রংপুরের অধিনায়কত্ব লিটনের কাছে কোনো ‘বোঝা’ নয়

বিপিএলের সূচি পরিবর্তনে ধকল যাবে ক্রিকেটারদের ওপর দিয়েই

ভারতকে হারালে সবচেয়ে বেশি খুশি হয় বাংলাদেশ, বলছেন মিরাজ

‘অপরিচিত নম্বর থেকে ক্রিকেটারদের হুমকি-ধমকি দেওয়া হচ্ছে’

যখন বিয়ে করেছিলাম, সে রকম চাপ মনে হয়েছে: বিপিএল ইস্যুতে বিসিবি পরিচালক

প্রশ্নটা কেন তামিমকে করেন না, মিঠুনের জিজ্ঞাসা

টালমাটাল অবস্থায় দেশের ক্রিকেট

সমাধান হয়েছে বিপিএল ইস্যুর, শুক্রবার থেকেই খেলা

বর্জনের ঘোষণা থেকে সরে খেলায় ফিরতে চান ক্রিকেটাররা