শারজায় আরব আমিরাতের কাছে সিরিজ হারের পর বাংলাদেশ দল তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাচ্ছে পাকিস্তানে। আজ সকালের চার ক্রিকেটারসহ দলের একাংশ এরই মধ্যে পৌঁছে গেছেন। বাকিদের রাতে রওনা দেওয়ার কথা। তবে সফরের আগেই বড় এক ধাক্কা খেল দলটি আইপিএলে ছন্দে থাকা মোস্তাফিজুর রহমান চোট পেয়ে ছিটকে গেছেন পাকিস্তান সিরিজ থেকে।
গতকাল দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএলে নিজের শেষ ম্যাচ খেলার সময় বাঁ হাতের বৃদ্ধাঙ্গুলে চোট পেয়েছেন মোস্তাফিজ। স্ক্যানে ধরা পড়েছে চিড়। ফলে অন্তত দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে বাঁহাতি এই পেসারকে।
রাতে বিসিবির পাঠানো এক বার্তায় জাতীয় দলের ফিজিও দেলোয়ার হোসেন শিবা বলেন, ‘গতকাল আইপিএলের শেষ ম্যাচে খেলার সময় মোস্তাফিজুর রহমান তার বাঁ হাতের বৃদ্ধাঙ্গুলে চোট পান। এই ধরনের চোট থেকে সেরে উঠতে নির্দিষ্ট সময় বিশ্রাম ও পুনর্বাসনের প্রয়োজন। আমাদের বর্তমান মূল্যায়ন অনুযায়ী, আগামী দুই থেকে তিন সপ্তাহ সে জাতীয় দলের নির্বাচনের জন্য বিবেচনায় থাকবে না। দুই সপ্তাহ পর পুনরায় মূল্যায়নের মাধ্যমে তার সুস্থতার অগ্রগতি পর্যালোচনা করা হবে।’
মোস্তাফিজের জায়গায় পাকিস্তান সফরের দলে ঢুকেছেন আরেক পেসার খালেদ আহমেদ। আগামীকাল সকালে দলের সঙ্গে পাকিস্তান রওনা দেবেন তিনি।