হোম > খেলা > ক্রিকেট

এই সেঞ্চুরি মুশফিকের কাছে বিশেষ কিছু নয়

ক্রীড়া ডেস্ক    

টেস্টে ১২ তম সেঞ্চুরি মুশফিকুর রহিমের। ছবি: এএফপি

নাজমুল হোসেন শান্ত সেঞ্চুরিতে মুশফিকুর রহিমের উদ্‌যাপন ছিল দেখার মতো। তবে শান্তর পর গল টেস্টের প্রথম দিন অসাধারণ সেঞ্চুরি পেয়েছেন মুশফিকও। আন্তর্জাতিক ক্রিকেটে ১৬ ইনিংস পর তিন অঙ্কের ফিগার ছুঁলেন এ উইকেটরক্ষক ব্যাটার। সেঞ্চুরি করে স্রষ্টার কাছে কৃতজ্ঞতা জানালেন সিজদায় অবনত হয়ে। সব সংস্করণ মিলিয়ে ২১ তম সেঞ্চুরি এটি মুশফিকের। ম্যাচ শেষে জানালেন, ক্যারিয়ারের শেষপ্রান্তে এসে ৩৮ বছর বয়সী ক্রিকেটারের কাছে এই আর বিশেষ কিছু নয়।

দিন শেষে স্কোর সমৃদ্ধ হলেও ব্যাটিংয়ে বাংলাদেশের শুরুটা ছিল অস্বস্তির। ৪৫ রানে হারায় টপ অর্ডারের ৩ উইকেট। চতুর্থ উইকেটে শান্ত ও মুশফিকের ২৪৭* রানের অবিচ্ছিন্ন রেকর্ড জুটিতে ঘুরে দাঁড়ায় অতিথিরা। ১২তম টেস্ট সেঞ্চুরি করে ১৮৬ বলে ১০৫ রানে অপরাজিত আছেন তিনি। ইনিংসে মেরেছেন ৫ চার। তবে খাদ থেকে থেকে দলকে টেনে তোলার দায়িত্ব ক্যারিয়ারের অনেকবারই নিয়েছেন। আজও লড়াই করেছেন বুক চিতিয়ে।

তাই হয়তো মুশফিকের কাছে এই সেঞ্চুরি বিশেষ কিছু নয়। তবে ক্যারিয়ারের শেষটা তিনি উপভোগই করছেন। দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে মুশফিক বললেন, ‘এই সেঞ্চুরি আমার জন্য বিশেষ কিছু না। ক্যারিয়ারের শেষদিকে এসে আমার কাছে প্রতিটি ইনিংসই বিশেষ কিছু। চেষ্টা করি সর্বোচ্চটা দেওয়ার। শতভাগ প্রস্তুতি নেওয়ার। আমার সামনে যে সুযোগ আসে আমি তা নিতে চেষ্টা করি। তো অনেক সময় হয় অনেক সময় হয় না।’

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে নিজের প্রথম ডাবল সেঞ্চুরি করেন মুশফিক। ২০১৩ সালে এই গলে আন্তর্জাতিক স্টেডিয়ামেই ২০০ রানের অসাধারণ এক ইনিংস খেলেছিলেন। বাংলাদেশের হয়েও প্রথম ডাবল সেঞ্চুরি ছিল সেটি। বিশেষ ইনিংস তো আগেই খেলে ফেলেছেন তিনি। এ উইকেটরক্ষক-ব্যাটার বললেন, ‘গল বিশেষ বলতে স্বাভাবিক। যখন বাংলাদেশের (প্রথম) ক্রিকেটার হিসেবে দ্বিশতক করবেন, এটা সব সময় বিশেষ। আমাদের একটা প্রজন্মকে ধাপে ধাপে ওপরে নিয়ে যেতে হবে। তারা ওটার পর নিশ্চয় বিশ্বাস করতে শুরু করেছে, এরপরও ২০০ করা যায়। এখন কেউ আড়াই শ বা ৩০০ করবে। আমরা যেন এভাবেই ধাপে ধাপে ওপরে উঠতে পারি। সিনিয়র ক্রিকেটার হিসেবে এভাবে দলকে নেতৃত্ব দেওয়াটাও খুব গুরুত্বপূর্ণ।’

দ্রুত তিন উইকেট হারানোর পর চতুর্থ উইকেটে শান্ত ও মুশফিকের ২৪৭* রানের অবিচ্ছিন্ন রেকর্ড জুটিতে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে চতুর্থ উইকেটে সর্বোচ্চ রানের জুটি এটি। ২০১৮ সালে লিটন দাস ও মুমিনুল হক চতুর্থ উইকেটে ১৮০ রানের জুটি গড়েছিলেন। সব মিলিয়ে টেস্টে চতুর্থ উইকেটে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ জুটি। ২০১৮ সালে মুশফিক ও মুমিনুল হক চতুর্থ উইকেটে মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে করেছিলেন ২৬৬ রান।

টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে লঙ্কান ডেরায় মালিঙ্গা

বিপিএলের সূচিতে ফের পরিবর্তন আনল বিসিবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দুশ্চিন্তায় পাকিস্তান

খালেদা জিয়ার প্রয়াণে কাঁদলেন বিসিবি সভাপতি

গম্ভীরকে কি তাহলে বরখাস্ত করতে যাচ্ছে ভারত

বিপিএলে স্থগিত হওয়া ২ ম্যাচের সূচি জানাল বিসিবি

চোট নিয়ে ইংল্যান্ডের বিশ্বকাপ দলে আর্চার

জাতীয় দলে আর খেলার ‘শখ’ নেই সাকিবের

হাকিমির ফেরার রাতে গ্রুপ চ্যাম্পিয়ন মরক্কো, ম্যাচ না জিতেও পরের রাউন্ডে মালি

খালেদা জিয়ার মৃত্যুতে সাকিব-তামিমদের শোকবার্তা