একদিনও আর বাকি নেই আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি শুরু হতে। মাঠে রোমাঞ্চ ছড়াবেন ক্রিকেটাররা। কিন্তু দর্শক-সমর্থকদের জন্য এই টুর্নামেন্ট আরও উপভোগ্য করে তুলতে পারে চমৎকার ধারাভাষ্য। হাইব্রিড মডেলের চ্যাম্পিয়নস ট্রফি মাতাতে এমন এক ঝাঁক তারকা ধারাভাষ্যের প্যানেলই প্রকাশ করেছে আইসিসি।
ধারাভাষ্য প্যানেলে বাংলাদেশ থেকে আছেন একমাত্র আতহার আলী খান। খেলার সরাসরি ধারাবিবরণী ছাড়াও ম্যাচের আগে শো, ইনিংস বিশ্লেষণ, ম্যাচ শেষে শো নিয়ে হাজির হবেন ধারাভাষ্যকার-বিশ্লেষকেরা। আইসিসি টিভির কভারেজে ব্যস্ত থাকবেন নাসের হুসেইন, ইয়ান স্মিথ, ইয়ান বিশপ।
বড় মঞ্চে সাফল্যের জন্য কীভাবে কী করতে হবে—আলোচনা করবেন রবি শাস্ত্রী, রমিজ রাজা, ওয়াসিম আকরাম, সুনীল গাভাস্কার, ম্যাথু হেইডেন, অ্যারন ফিঞ্চ ও মেল জোন্স। তাঁদের সঙ্গে যোগ দেবেন হার্শা ভোগলে, মাইক আথারটন, এমপুমেলেলো এমবাংওয়া, কাস নাইডু ও সাইমন ডুল। সাবেক ক্রিকেটারদের মধ্যে আরও আছেন আতহার আলী খান, ডেল স্টেইন, বাজিদ খান, দীনেশ কার্তিক, কেটি মার্টিন, শন পোলক ও ইয়ান ওয়ার্ড।
কাল পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি। দুবাইয়ে আগামী পরশু বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে খেলবে ভারতের বিপক্ষে। ২৪ ও ২৭ ফেব্রুয়ারি খেলবে নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে।