হোম > খেলা > ক্রিকেট

কেন শ্রীলঙ্কাকে হারানোর চেষ্টা করল না বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ড্রয়ের পর মাঠ ছাড়ছেন বাংলাদেশের ক্রিকেটাররা। ছবি: এএফপি

গলে ম্যাচ ড্র হওয়া অনেকটা চোখ কপালে ওঠার মতো। সমুদ্রঘেঁষা এই ভেন্যুতে সবশেষ ২৬ ম্যাচে কোনো দলই ড্রয়ের জন্য সমঝোতা করেনি। বাংলাদেশের ম্যাচ দিয়ে ইতি টানল সেই ধারাবাহিকতার। ম্যাচটি কি জেতার জন্য খেলতে পারত না বাংলাদেশ? পারত না আরেকটু আগে ইনিংস ঘোষণা করতে? সেই প্রশ্নগুলোই রাখা হয়েছিল সংবাদ সম্মেলনে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কাছে।

শেষ দিনে বৃষ্টির বাগড়ায় নষ্ট হয় প্রায় এক সেশনের খেলা। বাংলাদেশ যখন ২৯৬ রানের লক্ষ্য ছুড়ে দেয় শ্রীলঙ্কার হাতে ছিল ৩৭ ওভার। যদিও ৩২ ওভার শেষেই ড্র মেনে নেন শান্ত। এর মধ্যে স্বাগতিকদের ৪ উইকেট নিতে পেরেছে সফরকারীরা।

আরও ইনিংস ঘোষণা না করার পেছনে প্রকৃতিকে দুষলেন বাংলাদেশ অধিনায়ক। তিনি বলেন, ‘এই রকম আসলে মনে হয়নি। পঞ্চম দিনে উইকেটটা আমরা যেমন প্রত্যাশা করেছিলাম। সেরকম হয়নি। চতুর্থ দিনে বেশ আরামেই ব্যাটিং করছিলাম। আমরা এমন একটা পজিশনে যেতে চাচ্ছিলাম যেখান থেকে ম্যাচটা হারার সম্ভবনা কম থাকবে। জেতার সম্ভবনাটাই বেশি থাকে। মাঝের বৃষ্টি পরিকল্পনায় কিছুটা বদল করে দিয়েছে আমাদের। সবমিলিয়ে এই ম্যাচটা সবসময় আমাদের জেতার জন্য চেষ্টা ছিল।’

৬০-৭০ এর মতো ওভার হাতে পেলে শ্রীলঙ্কাকে হারানোর সুযোগ ছিল বলে মনে করেন শান্ত। তিনি বলেন, ‘আমরা তখন পর্যন্ত ওই অবস্থায় ছিলাম না। উইকেট কেমন আচরণ করে সেটা বুঝতে একটু সময় নিয়েছি। এক ঘণ্টা সময় নিয়েছি। আমরা ওভার প্রতি তিন করে রান নিচ্ছিলাম। প্রথম ১৭–১৮ ওভারে ৬০ রানের মতো নিয়েছি। আমরা লাঞ্চ পর্যন্ত ব্যাটিং করতাম। তাহলে চিত্রটা ভিন্ন হতো। পঞ্চম দিনে যেরকম উইকেট ছিল ৬০ থেকে ৭০ ওভার পর্যন্ত হলে আমার মনে হয় ভালো একটা সুযোগ তৈরি হতো বোলিংয়ে।’

টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে লঙ্কান ডেরায় মালিঙ্গা

বিপিএলের সূচিতে ফের পরিবর্তন আনল বিসিবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দুশ্চিন্তায় পাকিস্তান

খালেদা জিয়ার প্রয়াণে কাঁদলেন বিসিবি সভাপতি

গম্ভীরকে কি তাহলে বরখাস্ত করতে যাচ্ছে ভারত

বিপিএলে স্থগিত হওয়া ২ ম্যাচের সূচি জানাল বিসিবি

চোট নিয়ে ইংল্যান্ডের বিশ্বকাপ দলে আর্চার

জাতীয় দলে আর খেলার ‘শখ’ নেই সাকিবের

হাকিমির ফেরার রাতে গ্রুপ চ্যাম্পিয়ন মরক্কো, ম্যাচ না জিতেও পরের রাউন্ডে মালি

খালেদা জিয়ার মৃত্যুতে সাকিব-তামিমদের শোকবার্তা