হোম > সারা দেশ > ঢাকা

ছবির ফাঁদে ফেলে খুন করা হয় আলোকচিত্রীকে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রতীকী ছবি

রাজধানীর জাফরাবাদে গায়েহলুদের অনুষ্ঠানে ছবি তোলার কথা বলে ডেকে নিয়ে নুর ইসলাম (২৬) নামের এক আলোকচিত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত শুক্রবার (১৬ মে) সন্ধ্যায় দুর্গামন্দির গলির পাশে এই ঘটনা ঘটে।

পুলিশ ও নিহতের স্বজনদের ভাষ্য অনুযায়ী, হত্যাকাণ্ডটি ছিল পুরোপুরি পরিকল্পিত। অনুষ্ঠান আয়োজনের নাম করে নুর ইসলামকে ডেকে দুর্গামন্দির গলির পাশের নিয়ে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার পর তাঁর কাছে থাকা দুটি ক্যামেরা পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ক্যামেরা ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যেই তাঁকে হত্যা করা হয়ে থাকতে পারে।

কেননা, গত শুক্রবার বিকেলে এক ব্যক্তি গায়েহলুদের অনুষ্ঠানে ছবি তোলার কথা বলে তাঁর সঙ্গে যোগাযোগ করেন এবং অগ্রিম ৫০০ টাকা বিকাশে পাঠান।

নুর ইসলাম বরিশালের আগৈলঝাড়া উপজেলার সুজনকাঠী গ্রামের বাসিন্দা। তিনি ঢাকার ধানমন্ডির শংকর এলাকায় একটি মেসে থাকতেন।

স্থানীয়রা তাঁকে প্রথমে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, ঘটনাটি পুরোপুরি পরিকল্পিত হত্যাকাণ্ড। গায়েহলুদের অনুষ্ঠান ছিল না, বরং সেটি ছিল একটি ফাঁদ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মো. মাসুদ আলম বলেন, দুই দিন আগে থেকেই পরিকল্পনা করা হয়েছিল। নুর ইসলামকে ডেকে আনার পেছনে ছিল সুপরিকল্পিত উদ্দেশ্য।

বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের খবর জানে না ভারতীয় বোর্ড

‘বাংলাদেশকে নিয়ে তিনটি আশঙ্কা, ভারতে খেলার পরিস্থিতি নেই’

রিশাদের চোখে স্মিথ কিংবদন্তি

হ্যাটট্রিক হারের তেতো স্বাদ পেল রংপুর

বিশ্বকাপের আগে ফের ভারতের দুঃসংবাদ

বিপিএলের মাঝপথে গুরবাজ কেন চলে যেতে চেয়েছিলেন

মোস্তাফিজ ইস্যুতে প্রশ্ন করায় বিরক্ত হলেন মোহাম্মদ নবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তাসকিনকে নিয়ে শঙ্কা

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তনে রাজি হতে পারে আইসিসি, তবে...

‘রিয়ালের বিপক্ষে শিরোপা মানেই দারুণ কিছু’