হোম > খেলা > ক্রিকেট

অক্টোবরে আমিরাতে বাংলাদেশকে সিরিজ খেলার আমন্ত্রণ আফগানিস্তানের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে চায় আফগানিস্তান। ফাইল ছবি

ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রস্তুতিতে ব্যস্ত বাংলাদেশ। এর মধ্যে আমন্ত্রণ এল আরও এক সিরিজ খেলার। অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশকে নিয়ে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে চায় আফগানিস্তান।

অক্টোবরের তৃতীয় সপ্তাহে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও টি–টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। বিসিবি সূত্রে জানা গেছে, এই সিরিজের আগে ফাঁকা সময়ে আফগানিস্তান সিরিজ আয়োজনের পরিকল্পনা জানিয়েছে বাংলাদেশকে। তিন ম্যাচের এই সিরিজের সময়সূচি এখনও চূড়ান্ত নয়।

যদি সিরিজটি মাঠে গড়ায়, তাহলে গত বছরের জুলাইয়ে নির্ধারিত পূর্ণাঙ্গ সিরিজের দ্বিতীয় অংশ সম্পন্ন হবে। সেবার দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল ভারতের গ্রেটার নয়ডায়। পরে সূচি পরিবর্তন করে অবশ্য শুধু সাদা বলের সিরিজ রাখা হয়। কিন্তু আবহাওয়ার প্রতিকূল পরিস্থিতি ও বাংলাদেশের ব্যস্ত সূচির কারণে সিরিজটি সময়মতো মাঠে গড়ায়নি।

এরই মধ্যে গত বছরের নভেম্বরে শারজায় আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছে বাংলাদেশ। যেখানে আফগানিস্তান ২–১ ব্যবধানে সিরিজ জিতেছিল। আগামী বছর দুই ম্যাচের একটি টেস্ট সিরিজ আয়োজন নিয়েও আলোচনায় রয়েছে আফগানিস্তান ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

২০২৬ সালের ফেব্রুয়ারি–মার্চে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি–টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিতে আফগানিস্তান সিরিজ গুরুত্বপূর্ণ সংযোজন হবে বাংলাদেশের জন্য। আগস্টে ঘরের মাঠে ভারতের বিপক্ষে খেলার কথা থাকলেও তা এক বছর পিছিয়েছে। আন্তর্জাতিক ম্যাচের ঘাটিত মেটাতে কোনো সিরিজ খেলা যায় কি না তাও ভাবছে বিসিবি।

‘অবিশ্বাস্য’, পেনাল্টি ঠেকিয়ে হাত ভাঙা গোলরক্ষক প্রসঙ্গে পিএসজি কোচ

হজের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে জবাব দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

মোস্তাফিজ এখন সেরা তিনে

অ্যাশেজ হার এড়াতে লড়ছে ইংল্যান্ড

ভারত ম্যাচে দেরি করায় বাফুফেকে দেড় লাখ টাকা জরিমানা

মোস্তাফিজদের বিপক্ষে খরুচে বোলিংয়ে তাসকিনের ৩ উইকেট

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

আন্তর্জাতিক ব্যাডমিন্টনে সোনার লড়াইয়ে বাংলাদেশের জুমার-ঊর্মি

২৫৮ রান তাড়া করে জিতে ব্রিসবেনের ইতিহাস

সেই দুবাইয়ে ফের ভারত-পাকিস্তান ফাইনাল